ভিমেও-তে গ্লোবাল ভয়েসেস-এর #ফ্রিজোনাইন(৯)ব্লগার নামক ভিডিও।
২৫ এপ্রিল, ২০১৪ তারিখে ইথিওপিয়ায় নয়জন ব্লগার এবং সাংবাদিককে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে কয়েকজন পুরুষ ও নারী জোন৯(নাইন) নামক এক যৌথ ব্লগে কাজ করত, যে ব্লগে ইথিওপিয়ার সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখা হত এবং সেখানে মানবাধিকার এবং সরকারের দায়িত্বশীলতার বিষয়াবলী তুলে ধরা হত। আর এদের মধ্যে চারজন ছিল গ্লোবাল ভয়েসেস-এর লেখক। জুলাই মাসে, দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আইনের ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তখন থেকে তাদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বাস করতে হচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের মামলার শুনানী শুরু হয়নি।
জোন(৯)নাইন ব্লগার এবং সহযোগী সাংবাদিকদের গ্রেফতার এবং আটকের এক বছর পূর্ণ হওয়ার দিনটিকে চিহ্নিত করতে আমাদের সম্প্রদায় আমাদের কারাবন্দী সহকর্মীদের সমর্থনে এই ভিডিওটির ক্রাউড সোর্স করেছে। এই কোলাজে রয়েছে মেক্সিকো, চিলি, যুক্তরাষ্ট্র, কিউবা, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, কেনিয়া, সুইজারল্যান্ড, ইরান, সিরিয়া, ফ্রান্স, আজারবাইজান এবং অবশ্যই ইথিওপিয়া থেকে বার্তা এবং শুভ কামনা। এই ভিডিওটি দেখুন, অন্যদের দেখতে উদ্বুদ্ধ করুন এবং আমাদের সাথে বলুন জোন ৯(নাইন)-এর ব্লগারদের মুক্তি দিন (#ফ্রিজোন৯ব্লগার)!
অত্যন্ত যত্নের সাথে এই ভিডিওটি তৈরী করেছে যে টাডেও, এলিজাবেথ রিভেরা, এলাইনে ডিয়াজ, লুলে পোসাডা, দাউদি ওয়েরে, এ্যাঞ্জেলা ওদোউর লুঙ্গাতি, সেবাস্টিয়ান মিচেল, নেকেসা ওয়েরে, পাউলিন রাটজে, নিকি নর্থ, লেইলা নাচাওয়াতি, মারিও বোহেনার, মারিনেল্লা মাতেজেচিক, মাহাশা আলীমারদানি, আরজু গেবুলায়েভা, এনডলাক চালা, এলেরি রবার্ট বিডেল এবং শাহার হাবিব গাজী।