নিউইয়র্ক শহরের পারস্য শোভাযাত্রার আবার ফিরে আসা

2015-04-19 12.27.52

গত সপ্তাহে, নিউইয়র্ক শহর পারস্য সভ্যতার সাথে যুক্ত জাতির এক বর্ণিল শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে।

বিগ আপেল নামক প্রতিষ্ঠান এই নিয়ে ১২ বারের মত পারস্য নামে পরিচিত সভ্যতা সংশ্লিষ্ট জাতির এক শোভাযাত্রার আয়োজন করে, যেখানে উক্ত সভ্যতার সাথে সংশ্লিষ্ট উপস্থিত ভিন্ন ভিন্ন জাতি দর্শকদের এই পারস্য সংস্কৃতি ও ঐতিহ্যের এক পরিপূর্ণ চিত্র প্রদর্শনে ছিল বদ্ধপরিকর। এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নিজ নিজ জাতীয় পোষাক পড়ে নিউইয়র্ক শহরের রাস্তা নিজেদের জাতীয় সঙ্গীতের তালে হাঁটছিল এবং নাচছিল।

মধ্য এশিয়া, যেখানে তুর্কি এবং পারস্যের এক সম্মিলিত প্রভাব রয়েছে, তা এই শোভাযাত্রা উত্তম রূপে প্রকাশিত হয়েছে (জিনগত বৈশিষ্ট্য অনুসারে কেবল তাজিকরা এই এই অঞ্চলে পারস্য নামক জাতির মূল উত্তরাধিকারী, তবে এ অঞ্চলের পাঁচটি রাষ্ট্রের সবগুলো নওরোজ-এর দিনটিকে ছুটির দিন হিসেবে উদযাপন করে)। তাজিক নারীরা তাদের অসাধারণ সুন্দর পোষাক চাকানস পড়ে এই শোভাযাত্রায় অংশ নেয় আর নিজেদের জাতীয় পোষাক জোমা পড়া তাজিক ভদ্রলোকেরা দর্শকদের হৃদয় জয় করে । যেন সমরখন্দের প্রাচীন দুর্গ থেকে উঠে আসা উজবেক এবং তাজিক নাগরিকরা এ অঞ্চলের এবং আদরাসের নানাবিধ রঙ তুলে ধরছে (মধ্য এশিয়ায় যে আইকাট নামক বস্ত্র রঞ্জন পদ্ধতি রয়েছে আদরাস তার এক সংস্করণ)।

সোমোন কুরবোনালীকে ধন্যবাদ, যিনি এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন এবং গ্লোবাল ভয়েসেস-এর জন্য এই সকল প্রাণোচ্ছল ছবি পাঠিয়েছেন, যাতে এর মাধ্যমে দূরের পাঠকেরা এর রঙ ও উষ্ণতার রস আস্বাদন করতে পারে।

2015-04-19 10.23.49 2015-04-19 11.22.31 2015-04-19 11.53.54 2015-04-19 12.10.40 2015-04-19 12.11.54 2015-04-19 12.13.03 2015-04-19 12.14.17 2015-04-19 12.32.07 2015-04-19 12.35.45 2015-04-19 12.37.44

এখানকার সকল ছবি সোমোন কুরবোনালীর তোলা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .