কাইকাই নিউজ সিয়েরা লিয়নের তরুণদের ডকুমেন্টরি নির্মাণ প্রশিক্ষণ প্রদান করছে

Training to make documentaries. April 4, 2015. KaiKai News Facebook page.

ডকুমেন্টরি নির্মাণ প্রশিক্ষণ। এপ্রিল ৪, ২০১৫। কাইকাই নিউজ ফেসবুক পাতা।

কাইকাই নিউজ হচ্ছে সিয়েরা লিয়নের ফ্রিটাউনের এক মিডিয়া সংগঠন, তারা দেশটির সৃষ্টিশীল এবং সংস্কৃতির প্রতি মনোযোগ প্রদানে ডকুমেন্টরি প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদান করে থাকে।

রাইজিং ভয়েসেস এর ডিরেক্টর এডি আভিলা কাইকাই নিউজের প্রতিষ্ঠাতা ট্রেভর ইয়াং-এর সাথে কথা বলেছে, যিনি বলেন:

এই মূহূর্তে আমরা ঠিক সামগ্রিক প্রশিক্ষণ পদ্ধতি প্রদান করতে পারছি না। আমরা কেবল একটি পরিকল্পনাকে একসাথে জোড়া দিচ্ছে আর সেই অনুসারে কাজ করছি। এই মূহূর্তে আমাদের দলে চারজন সাংবাদিক/ নির্দেশক/ সম্পাদক রয়েছে। আমরা আমাদের সংবাদের ক্ষেত্রে আদর্শ হিসেবে ভাইস নিউজের মত ছোট আকারের ডকুমেন্টরি ব্যবহার করি এবং প্রতিদিন একটি ডকুমেন্টরি দেখি, আর এর বিভিন্ন দুক নিয়ে আলোচনা করি, আমাদের পছন্দ ও অপছন্দ নিয়ে। দলের চারজন সদস্যের ভিডিও সম্পাদনার কোন অভিজ্ঞতা নেই। যার ফলে আমরা মুভিমেকারের উপর প্রশিক্ষণ প্রদান করতে শুরু করি, যা ব্যবহার খুব সহজ। এই চারজন যে গতিতে শিখছে তাতে খুব সম্ভবত আগামী দুই মাসের মধ্যে সম্পাদনার জন্য এ্যাডোব প্রিমিয়ার ব্যবহার করতে শুরু করব ।

ইয়াং-এর এই প্রকল্প ইউটিউবে বেশ কিছু পরিসমাপ্ত ভিডিও পোষ্ট করেছে:

দেশের পোষাক বানানো

ডোমিনিক মনোরোভিয়া প্রদর্শন করছে কিভাবে সিয়েরা লিয়নের ঐতিহ্যবাহী পোষাক তৈরী হয়:

সিয়েরা লিয়নের রান্না করার চুলা বানানো ( কয়লার চুলা)

রুগাইয়াতু জেন্নাহা সেসাই এক তরুণী, যে কাইকাই নিউজে কাজ করে। সে সিয়েরা লিয়নের রান্নার চুলার প্রতি নজর দিয়েছে যা আদতে তার নির্মাণের কারণে কয়লার পাত্র হিসেবে পরিচিত :

ফ্রিটাউনে এক কিশোরী কৃষাণীর প্রতি নজর প্রদান

কাইকাই নিউজের ডোমিনিক কালোকোহ দেশটির ফ্রিটাউন এলাকার এক কিশোর কৃষাণীর প্রতি নজর প্রদান করেছে

ফ্রি টাউনের ফলের রস উৎপাদন কেন্দ্র

সালিফু সি কামারা এবং একদল সংবাদ কর্মী, যে ফ্রিটাউনের পূর্ব প্রান্তে গিয়ে হাজির হয়, এক ফলের রস উৎপাদন কেন্দ্রর উপর ডকুমেন্টারি তৈরী করার জন্য:

সিয়েরা লিয়নের তৈরী পিঠা

ডোমিনিক কোলোকোহ পশ্চিম ফ্রিটাউনের ডাওয়াজারাক এলাকা ভ্রমণ করেছে সেখানে তৈরী হওয়া কানইয়ার উপর এক ডকুমেন্টরি নির্মাণের জন্য, যা গারি, চীনাবাদাম, চিনি এবং লবণ দিয়ে তৈরী করা সিয়েরা লিয়নের এক বিশেষ খাবার।

নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কাইকাই নিউজের একই সাথে টুইটার এবং ফেসবুকেও উপস্থিতি রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .