ইকুয়েডরে ইন্টারনেট বাক স্বাধীনতা এবং পরিচয় গোপন রাখার বিষয়টিকে রক্ষা করা

Organizaciones que del Ecuador, Internacionales y de distintos países que se adhirieron al Manifiesto.

ইকুয়েডর মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা, এবং অনলাইন গোপনীয়তার ঘোষণা সনদে স্বাক্ষরকারী।

নাম পরিচয় গোপন রাখা এবং ইন্টারনেটের বিদ্রুপের মত বিষয় সরকারি নিন্দা সত্ত্বেও বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন ইকুয়েডরের মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা এবং অনলাইন গোপনীয়তা সনদে স্বাক্ষর করছে

আভ্যন্তরীণ স্বাক্ষরকারী সংগঠন সমূহ হচ্ছে ইউসারিওস ডিজিটালেস এবং ফুনডামেডিওস, অন্যদিকে আন্তর্জাতিক এবং বিদেশী যে সমস্ত দল এই প্রচারণায় যোগ দিয়েছে সেগুলো হচ্ছে এসেস, ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, ডেরেচোস ডিজিটালেস (চিলি), অফিসিনা এন্টিভিজিলানসিয়া (ব্রাজিল), ফাউন্ডাসিওন কারিশমা (কলম্বিয়া), টেডিক (প্যারাগুয়ে), এ্যাসেসো লিব্রে (ভেনেজুয়েলা), কন্টিনজেন্টেএমএক্স (মেক্সিকো) এবং এনজাম্ব্রে ডিজিটাল (মেক্সিকো)।

যৌথ এই বিবৃতিতে গুরুত্ব প্রদান করা হয় যে ইন্টারনেটে পরিচয় গোপন রাখা কোন অপরাধ নয়:

  • Reprobamos cualquier acto de violencia como consecuencia del ejercicio de la libertad de expresión o de cualquier otro derecho.
  • El anonimato es parte esencial de la estructura descentralizada de Internet. Esta es una característica intrínseca de su arquitectura y diseño, y forma parte de la esencia de la comunicación en línea.
  • El anonimato es una herramienta fundamental para ejercer plenamente el derecho a la libre expresión, ya sea en Internet o fuera de ella.
  • La difusión de datos personales de quienes usan legalmente el anonimato constituye una amenaza a la integridad de las personas, promueve la censura y afecta el control legítimo que la sociedad debe realizar de la actividad pública.
  • Mientras no se cometan delitos tipificados, el anonimato debe ser garantizado por el Estado y todos sus entes, de acuerdo a la Ley.
  • Intimidar o direccionar a grupos para el ataque virtual o físico a personas, independientemente de su posición política, puede derivar en polarización y violencia en la sociedad.
  • Consideramos que los recursos públicos deben brindar las garantías suficientes para promover el libre ejercicio de nuestros derechos también en plataformas digitales.
  • মত প্রকাশের স্বাধীনতা অথবা অন্য যে কোন অধিকার চর্চার কারণে কারো উপর চালানো যে কোন ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা জানাই।
  • ইন্টারনেটের কাঠামোয় বিকেন্দ্রীকরণের এক প্রয়োজনীয় অংশ। এটা -এর নির্মাণ শৈলীর ও নকশার এক নিজস্ব চরিত্র এবং অনলাইন যোগাযোগকে এক অনিবার্য অংশে পরিণত করে।
  • অনলাইন কিংবা অফলাইন যাই হোক না কেন, ছদ্মনাম হচ্ছে মত প্রকাশের অধিকার পরিপূর্ণ রূপে চর্চার এক গুরুত্ব পূর্ণ টুলস।
  • যারা নাম পরিচয় গোপন রাখে তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করা আইনগতভাবে ব্যক্তির সততার প্রতি এক হুমকি, যা সেন্সরশিপকে সামনে নিয়ে আসে এবং বৈধ সুনিয়ন্ত্রিত সমাজে গণ কর্মকাণ্ডের উপর প্রভাব তৈরী করে
  • যতক্ষণ পর্যন্ত না শ্রেণীগত অপরাধ সংঘঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার আইন অনুসারে ছদ্মনামের অধিকারের বিষয়টি নিশ্চিত করবে
  • নাম গোপন রাখা ব্যক্তির রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, ভার্চুয়াল কিংবা শারীরিক আক্রমণের জন্য কোন দলকে বা কাউকে লক্ষ্য করে হুমকি প্রদানের মত বিষয়টি হয়ত সমাজে মেরুকরণ অথবা সংঘর্ষের সৃষ্টি করতে পারে
  • আমরা বিবেচনা করি যে সরকারি সম্পদ এমন ভাবে সরবরাহ করতে হবে যেন তা একই সাথে ডিজিটাল প্লাটফর্মে আমাদের মুক্ত অনুশীলনের চর্চার প্রচারণা নিশ্চিত করে

আর ইকুয়েডোরের মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা এবং অনলাইন গোপনীয়তার ঘোষণাপত্র পড়তে এখানে প্রবেশ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .