রুনেটের এক বিশাল প্রতিষ্ঠান ইয়ানডেক্সের নতুন শ্রোতা গবেষণা উপাত্তে (ব্যবহারকারী গবেষণা তথ্য) উন্মোচিত হয়েছে এখন বিআরআইসিএস বা সিআইএস-এর (সোভিয়েত ইউনিয়ানের প্রাক্তন রাষ্ট্রসমূহের সংগঠন) রাষ্ট্রসমূহের চেয়ে রাশিয়ায় ইন্টারনেটে প্রবেশের হার অনেকে বেশী, তবে তা বাল্টিক রাষ্ট্রগুলোর চেয়ে কম। বর্তমানে রাশিয়ার শতকরা ৬০ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিক নিয়মিত ওয়েব ব্যবহার করে থাকে।
ইয়ানডেক্সের ডাটা অনুসারে (যার সূত্র পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন), ২০১৪ সালের শরৎ পর্যন্ত ৭ কোটি ২৩ লক্ষ রুশ নাগরিক (দেশটির প্রায় ৬২ শতাংশ নাগরিক) অন্তত মাসে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে থাকে এবং ৬ কোটি নাগরিক অন্তত দৈনিক একবার ইন্টারনেটে প্রবেশ করে। ২০১৩ এর শরৎ-এর তুলনায় ২০১৪ সালে একই সময়ে রুনেটইকোয় নতুন প্রবেশকারীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ।
ইয়ানডেক্সের ইন্টারনেট ডেভলপমেন্ট (ইন্টারনেট ব্যাবহার উন্নয়ন) প্রতিবেদন একই সাথে অঞ্চল ভিত্তিক ডাটা সরবরাহ করেছে, যেখানে ইন্টারেনেটে প্রবেশের পরিমাণ এবং এর গড় গতিবেগ, ব্রডব্যান্ডের মূল্য এবং মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশের সুযোগ এবং ইয়ানডেক্স.ম্যাপ ডিরেক্টরিতে নিবন্ধিত কোম্পানির ও সংগঠনের সংখ্যা উল্লেখ করেছে যা তাদের নিজস্ব ওয়েবসাইটের তালিকা তৈরী করে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়ার অন্য অঞ্চলের তুলনায় মস্কো এবং সেন্ট পিটার্সবাগ এই সব বিষয়ে ঢের এগিয়ে রয়েছে।
এই প্রতিবেদনে একটি বিষয় বিতর্কের সৃষ্টি করেছে, রুশ সেনার ক্রিমিয়ায় প্রবেশের পর এই প্রথম এ বছর ইয়ানডেক্স তার প্রতিবেদনে একে রাশিয়ার এক অঞ্চল হিসেবে উল্লেখ করেছে। টিজার্নাল উল্লেখ করেছে যে রাশিয়ার যে কোন অঞ্চলের তুলনায় সবদিকে থেকে ক্রিমিয়ার অবস্থান পেছনে, তবে এর একমাত্র ব্যতিক্রম হচ্ছে ২৬১ রুবেল (৪.৭৫ ডলার) মূল্যের নির্ধারিত ফিক্সড ইন্টারনেট লাইন, যার বিপরীতে ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত রাশিয়ায় ফিক্সড লাইনের গড় মূল্য প্রতি মাসে প্রায় ৩৬২ রুবেল।
রাশিয়াতে ক্রিমিয়া হচ্ছে একমাত্র অঞ্চল যেখানে উক্ত সময়ে সক্রিয় ইন্টারনেট মিডিয়ার সংখ্যা হ্রাস পেয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে ক্রিমিয়ার তাতার ও স্থানীয় মিডিয়ায় বিরুদ্ধে পরিচালিত অভিযান, যারা এখন রুশ মিডিয়া হিসেবে নিবন্ধিত হতে বাধ্য হচ্ছে, যাদের অনেকে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হওয়ার উপক্রম প্রায়।
সর্বোপরি, ইয়ানডেক্স আবিষ্কার করেছে যে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাশিয়ায় প্রায় ৪,৫০০টি সক্রিয় মিডিয়া ওয়েবসাইট রয়েছে, যার এক চতুর্থাংশ সক্রিয় মস্কো অঞ্চলে। এই সমস্ত ওয়েবসাইট একসাথে মিলে, প্রতিদিন প্রায় এক লক্ষের কাছাকাছি সংবাদ ছাপিয়ে থাকে।