দি ওয়ার্ল্ডের জন্য করা আন্দ্রেয়া ক্রোসান-এর এই প্রবন্ধ ও রেডিও রিপোর্ট ৭ এপ্রিল ২০১৫ তারিখে পিআরআই.অর্গ-এ প্রথম প্রকাশিত হয় এবং লেখা বিনিময় চুক্তির অংশ হিসেবে এখানে প্রকাশিত হয়েছে
গত বছর মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের আক্রমণে পশ্চিম আফ্রিকার রাষ্ট্র লাইবেরিয়া বিপর্যস্ত হয়ে পড়ে, যা হাজার হাজার নাগরিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
আর যারা এই রোগের আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতর ছটফট করছে, তারা দেখতে পাচ্ছে যে মুখোশ এবং রোবটের মত পোষাক পড়া ডাক্তার এবং নার্স তাদের যত্ন নিচ্ছে। চিকিৎসক এবং পরিচর্যাকারীরা যাতে রোগীদের সংস্পর্শে এসে নিজেরা এই রোগে আক্রান্ত না হয়, তার জন্য তাদের এই সকল পোষাক পরিধান করা অত্যাবশ্যকীয়। কিন্তু এই ভয় ধরানো পোষাক মানবতাকে উন্মোচিত হতে দেয় না।
এখন পর্যন্ত।
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা শিল্পী মেরি বেথ হেফারনান সংবাদে ইবোলা প্রতিরোধী পোষাক পরা এই সকল ব্যক্তিদের দেখেন। আর এই ঘটনার পর ভদ্রমহিলা ভাবলেন, এই পোষাক রোগীদের সাথে স্বাস্থ্যকর্মীদের বিচ্ছিন্ন করে রেখেছে। এই অবস্থায় তার মাথায় একটা চিন্তা এসে হাজির হল, তা হচ্ছে এই সকল স্বাস্থ্যকর্মীর ছবি তোলা, যা তাদের রোগ প্রতিরোধী পোষাকের সাথে সংযুক্ত থাকবে।
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দিকে হেফারনান এই কাজটি করার জন্য লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় এসে হাজির হন।
তিনি সাথে ক্যামেরা, ছয়টি প্রিন্টার, কালির কার্টিজ এবং প্রিন্ট করা ছবি লাগানোর জন্য আঠালো লেবেল নিয়ে হাজির হন। `
হেফারনান বলেন, ছবি তোলার সময় ভাইরাস প্রতিরোধী এই পোষাক স্বাস্থ্যকর্মীদের গায়ে না থাকলে রোগীদের তারা যে ভঙ্গিমায় সেবা করত আমি তাদের সেই ভঙ্গিমা প্রদান করতে বলি। বেশীর ভাগ স্বাস্থ্যকর্মী ক্যামেরা সামনে এক উষ্ণ হাসি প্রদর্শনের বিষয়টি বেছে নেন আর এভাবে রোগীরা তাদের স্বাস্থ্য কর্মীদের হাসিমুখের চেহারা দেখতে সক্ষম হয়”।
এই সমস্ত ছবি রোগ প্রতিরোধী পোষাকের সাথে যুক্ত করা হয় এবং প্রতি কর্মদিবসের শেষে সেগুলোকে ফেলে দেওয়া হয়।
“এই কাজের অন্যতম এক চ্যালেঞ্জ ছিল যে লাইবেরিয়া ছবি প্রিন্ট করা খুব কঠিন এবং এগুলো খুব ব্যয়বহুল”। যার ফলে হেফারনান তার তোলা প্রতিটি স্বাস্থ্যকর্মীর এক কপি ছবি উক্ত কর্মীকে প্রদান করেন, যাতে তারা তা নিজেদের কাছে রাখতে পারে।
হেফারনান বলেন, “স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্রের চেয়ে পোষাকে এই ছবি যুক্ত করার বিষয়টি উত্তম”।
পরিচয়পত্র হচ্ছে খুব ক্ষুদ্র একটা জিনিস, যা লেমিনেট করা থাকে, একই সাথে এটা কর্তৃত্বের বিষয়। এটা ক্ষমতার সাথে যুক্ত নাগরিকদের সাথে অন্যদের এক পার্থক্য গড়ে তোলা, আর আমি যে বিষয়টি চেয়েছি, তা হচ্ছে রোগীদের আরো ক্ষমতাশালী করতে।
এবং কর্মীদের জন্য, এই বিষয়টি তাদের একে অন্যের মাঝে এবং রোগীদের সাথে আরো উত্তমরূপে এক বন্ধন গড়তে সাহায্য করবে।
স্বাস্থ্যকর্মীরা হেফারনানকে বলেন, “এখন আমাদের দেখতে আর ভয় ধরানো নিনজার মত লাগছে না”।
যদি সকল কাজ ঠিকঠাক মত হয়, তাহলে স্বাস্থ্যকর্মীদের আর হয়ত তাদের পোষাকের সঙ্গে নিজের চেহারার এই ছবি লাগাতে হবে না। সাম্প্রতিক মাসগুলোয় ইবোলা মহামারিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই দেশটি নিজেকে ইবোলা মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করতে যাচ্ছে।