
নাইজেরিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত মুহাম্মাদু বুহারি। ছবি স্টেটস ক্রাফট ইঙ্কের, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী অবসর প্রাপ্ত জেনারেল মুহাম্মাদু বুহারি অন্তর্বতী রাষ্ট্রপতি গুডলাক জনাথনকে পরাজিত করেছে, এই সংবাদ ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পরে, দেশটির কয়েকজন ভোটার বুহারির করণীয় কাজ (#টুডুলিস্টফর বুহারী) নামক হ্যাশট্যাগের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতির জন্য অবশ্য করণীয় কাজের এক তালিকা তৈরী করে।
নাইজেরীয় এক মাঙ্গা এবং মহাকাব্য বিষয়ক কমিকের অঙ্কন শিল্পী সুগাবেলির করা একটি টুইট থেকে এই টুইটার হ্যাশট্যাগের যাত্রা শুরু:
Guys!!! Can we start a hashtag – #ToDoListForBuhari ???? @bubusn @FantaBender @OoTheNigerian @ChineEzeks @QueenCleo_92 @bimadew @AfroVII
— Sugabelly (@sugabelly) March 31, 2015
নাগরিকগণ! বুহারির জন্য করণীয় কাজের তালিকা তৈরীতে আমরা কি একটা হ্যাশট্যাগ শুরু করতে পারি
বুহারির কাছে নাইজেরিয়ার নাগরিকদের প্রত্যাশা অনেকে বেশী, যার প্রচারণার মূল মন্ত্র ছিল “পরিবর্তন”। টুইটার ব্যবহারকারীরা পরিবহন ব্যবস্থার উন্নতি, দূর্নীতির বিরুদ্ধে এক শক্ত লড়াই, যুব সমাজের বেকারত্ব দূর করার ক্ষেত্রে এক বাস্তব সমাধান, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারনেটে প্রবেশের সুযোগ, মাতৃ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে সকল সীমাবদ্ধ তার সমাধান এবং এক বিনিয়োগ উপযোগী পরিবেশ উন্নয়নের আহ্বান জানিয়েছে।
@কেএসকোয়ার-এর মতে বোকো হারেমের মত জঙ্গী গোষ্ঠীর হুমকি দূর করা হবে নির্বাচিত এই রাষ্ট্রপতির জন্য অবশ্য করণীয় কাজ:
#ToDoListForBuhari Increase Military Funding
— What is your Truth? (@kEsquire) March 31, 2015
বুহারির জন্য অবশ্য করণীয় কাজ হচ্ছে সামরিক বাহিনীর জন্য ব্যয় বৃদ্ধি করা।
@ আইএ্যামম্যাগনেটিক৬, একই সাথে এপ্রিল ২০১৪-এ বোকো হারামের হাতে অপহৃত কিশোরীদের উদ্ধারের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব প্রদানের বিষয়ে জোর দিয়েছে:
GodBlessBuhari,GodblessNigeria.#NigeriaDecided. first things first.(1) #BringBackOurGirls #ToDoListForBuhari — ADAORAH (@iammagnetic6) March 31, 2015
পরম করুণাময় বুহারির মঙ্গল করুক, পরম করুণাময় নাইজেরিয়ার মঙ্গল করুক, নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ কাজগুলো সবার আগে করা দরকার (১)। বুহারির জন্য অবশ্যই করণীয় কাজ হচ্ছে বোকো হারেমের হাতে বন্দী মেয়েদের উদ্ধার করা।
সান্ড্রা টেডেক্স ইয়োথের এক বক্তা, সে বুহারিকে উপদেশ প্রদান করেছে যেন সে পুলিশ কর্মকর্তাদের প্রেরণা জোগায়:
#ToDoListForBuhari Sanitise the Nigerian police force. Pay them better. Get them out of barracks and into communities to live.
— #WePledgePeace (@Sandra_coolfm) March 31, 2015
বুহারির জন্য অবশ্য করণীয় কাজ হচ্ছে নাইজেরীয় পুলিশ বাহিনীতে এক পরিবর্তন সাধন করা, তাদের ছাউনি থেকে বাইরে নিয়ে আসা এবং সম্প্রদায়ের মাঝে বসবাস করতে দেওয়া।
পুলিশ বাহিনীতে সংস্কার সাধনের মত একই বিষয়ে হাসানোল বাসার পরামর্শ প্রদান করেছে:
#ToDoListForBuhari – Reform the Nigerian Police Force – Nigerians shd nt be policed by ignorant thugs with zero understanding of the law
— Hassanool_Basar (@Hassanool_basar) April 2, 2015
নাইজেরীয় পুলিশ বাহিনীর সংস্কার সাধন করুন। নাইজেরিয়া নামক রাষ্ট্রকে সেই অজ্ঞ গুণ্ডাদের হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া উচিত নয়, আইন সম্বন্ধে যাদের জ্ঞান শূন্য।
মূলত নাইজেরিয়ার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা, যেখানে শরিয়া আইন প্রচলিত, সেখানে অন্যায়ভাবে কেবল নারীদের লক্ষ্য করে এই আইন প্রয়োগের বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। সুগাবেলি নির্বাচিত রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করছে যে নাইজেরিয়া শুধুমাত্র যে আইনের দ্বারা শাসিত হওয়া উচিত তা হচ্ছে সংবিধানিক আইন:
#ToDoListForBuhari – Get rid of Sharia Law. The ONLY law governing Nigerians should be the Constitution of the Federal Republic of Nigeria
— Sugabelly (@sugabelly) March 31, 2015
শরিয়া আইনের হাত থেকে পরিত্রাণ চাই। কেবল সাংবিধানিক আইনের দ্বারা নাইজেরিয়াকে শাসন করা উচিত।
অর্থনৈতিক খাতের ক্ষেত্রে, নেট নাগরিকদের পরামর্শ হচ্ছে সরকারি ব্যায়ে কৃচ্ছ্রতা সাধন দরকার:
Cutting government waste starts with politicians and political appointees. We demand a 70% reduction across the board #todolistforbuhari
— Iyinoluwa Aboyeji (@iaboyeji) March 31, 2015
সরকারি অপব্যয়ের শুরু হয় রাজনীতিবীদ এবং রাজনৈতিক নিয়োগের মাধ্যমে, আমাদের দাবি সরকারের সকল বিভাগের জন্য যে ব্যায় তার পরিমাণ ৭০ শতাংশ কমিয়ে আনা
Recurrent expenditure has to be reduce. Capital expenditure to have larger share in the federal budget #ToDoListForBuhari
— A B Inuwa (@Abba_bI) April 1, 2015
বার বার যে সমস্ত খাতে ব্যায় করা হয়, সে সবের পরিমাণ কমিয়ে আনতে হবে। কেন্দ্রীয় বাজেটের জন্য মূল ব্যায় বরাদ্দ করতে হবে।
সরকারি কর্মচারীদের দূর্নীতি কমিয়ে আনার জন্য @টেমিসল কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছে:
Restructure the civil service so that it isn't this gaping void sucking resources while producing sub-par results. #ToDoListForBuhari
— TT (@temisol) March 31, 2015
সরকারি পদ বিন্যাসের কাঠামোকে ঢেলে সাজানো দরকার যাতে মাঝখানে যে ফাঁক রয়েছে তা যেন নিম্নমানের ফলাফল বয়ে আনার সময় যেন সম্পদ লুটেপুটে খেতে না পারে।
এই অবশ্য করণীয় কাজের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা তালিকায় অনেক গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। নাইজেরিয়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আবার @সুগাবেলি তার বক্তব্য প্রদান করেছে :
#ToDoListForBuhari – Get rid of the Generator Cartels. Nigerians need constant electricity to be productive. — Sugabelly (@sugabelly) March 31, 2015
জেনারেটর বিক্রেতাদের হাত থেকে পরিত্রাণ চাই। উৎপাদনশীল হওয়ার জন্য নাইজেরিয়ার দরকার নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহ।
নির্বাচিত রাষ্ট্রপতির নির্বাচনী প্রচারণার অন্যতম বার্তা ছিল তেলের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা। এই লক্ষ্য অর্জনে আবিববা প্রিন্সুউইল তেলের খনির জন্য বিশাল পরিমাণ বিনিয়োগের পরামর্শ প্রদান করছে। :
#ToDoListForBuhari continue massive investments in the Niger Delta + provide incentives for Nigerians 2 study STEM subjects.
— Abbiba Princewill (@Bibbs_A) April 2, 2015
নাইজার বদ্বীপে ক্রমাগত ব্যাপক পরিমাণ বিনিয়োগ করা দরকার, সাথে এসটিইএম [প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত] বিষয়ে জ্ঞান অর্জনের জন্য অর্থ সরবরাহের প্রয়োজন।
@এলডিভিইয়ান, একই সাথে স্বাস্থ্য খাতে উন্নতির বিষয়টি নিশ্চিত করার প্রয়োজনীয়তার প্রতি বুহারির মনোযোগ প্রদানের বিষয়ে সুর মিলিয়েছে:
#ToDoListForBuhari Maternal Health. Infant mortality. Health tech. Mental health. Everything that has to do with health. We're suffrin! — RBL (@eldivyn) March 31, 2015
মাতৃ স্বাস্থ্য, নবজাতকের মৃত্যুর হার, স্বাস্থ্য প্রযুক্তি, মানসিক স্বাস্থ্য; যে সকল বিষয়ে উন্নতি করা দরকার, তার সবকিছু হচ্ছে স্বাস্থ্য নিয়ে। আমরা এই বিষয়ে কেবল ভুগছি!
এবং নাইজেরিয়ার শিক্ষা খাতের সীমাবদ্ধতার ক্ষেত্রে রিও ডেজা নাইজা পরামর্শ প্রদান করছে:
Build better schools so that young kids won't be roaming the streets selling pure water & Gari. #ToDoListForBuhari — Rio Deja Naija (@shangoshad) March 31, 2015
উন্নত মানের বিদ্যালয় তৈরী করা, যাতে কিশোরদের রাস্তায় বিশুদ্ধ পানি এবং কাসাভা থেকে তৈরী খাদ্য ‘গারি’ বিক্রি করতে না হয়।