আমি মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছিলাম ঘটনা কোথায় গড়ায়। খোঁজখবর নেয়া আমার দায়িত্ব এই কারণেই আমি কিন্তু ঘটনার খোঁজখবর নেইনি। আমি খোঁজ নিয়েছি, কারণ আমি ইরানকে পছন্দ করি। এর যাবতীয় ভুল-ক্রুটি, আশা, সৌন্দর্য, হতাশা সবমিলিয়েই দেশটিকে আমি পছন্দ করি। তবে সবচে বেশি পছন্দ করি দেশটির মানুষগুলোকে। ইরানের মানুষেরা বসবাস করেন অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে, অবরোধের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বের সাথে একীভূত হওয়ার প্রত্যাশা নিয়ে। এসব কারণেই আমি পরমাণু কর্মসূচীর সমঝোতা চুক্তি উদযাপন করতে চাই।
তাই পরমাণু কর্মসূচীর খসড়া চুক্তির ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে (যদিও বিশ্লেষণ জরুরি), পরমাণু চুক্তিতে ইরানের পক্ষ থেকে যথেষ্ট ছাড় দেয়া হয়েছে সেটা বিবেচনা করার আগে, ইরানের অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি বিবেচনার আগে (অনেক রাজনীতিবিদ, বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট ইতোমধ্যে বিষয়টি নিয়ে বলেছেন), এই মুহূর্তে ইরানের মানুষদের আনন্দ-উল্লাস আমি প্রাণভরে দেখতে চাই।
গতরাতে ইরানের রাস্তায় মানুষের যে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার নেমে এসেছিল, তার মধ্যেকার আমার কিছু পছন্দের ছবি রইলো এখানে। আমি প্রতিশ্রুতি দিতে পারি, ইরান বিষয়ক আরো গুরুগম্ভীর আলোচনা আমরা চাইলে হাজির করতে পারবো।
People on Tehran's streets celebrating #IranTalks, hoping for increase in rial value http://t.co/SPhvZRMx8y
— Sobhan Hassanvand (@Hassanvand) April 2, 2015
তেহরানের রাস্তায় মানুষজন ইরান বিষয়ক আলোচনা উদযাপন করছেন। আশা করি সত্যিকারের মূল্যবোধ বৃদ্ধি পাবে।
Group of #Iran‘ians gather outside Foreign Minstry in Tehran to celbrate outcome of #IranTalks http://t.co/F2iJrZ9I3o pic.twitter.com/tic9SO48GB
— Hadi Nili (@HadiNili) April 2, 2015
ইরান বিষয়ক আলোচনার ফলাফল উদযাপন করতে একদল ইরানি তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছেন।
Still in the party. People are drinking to (in the honor of) all the turned off Centrifuges :)) به سلامتی سانتریفیوژهای خاموش #IranTalks
— jadi (@jadi) April 2, 2015
এখনো পার্টিতেই আছি। সবাই যেন সেন্ট্রিফিউজ [তরল পদার্থ থেকে কঠিন কণা আলাদা করার যন্ত্র] বন্ধ করতে পান করছেন।
Friend of mine in #Iran pinching #Obama‘s cheek out of sheer joy #IranTalks pic.twitter.com/M68J6yKgQt
— Holly Dagres (@hdagres) April 2, 2015
আমার এক ইরানি বন্ধু আনন্দের চোটে ওবামাকে চিমটি কাটলেন।
Contact in Tehran: “I'm going out to celebrate.” #IranTalks #Iran
— Golnaz Esfandiari (@GEsfandiari) April 2, 2015
তেহরানে কথা বললাম: এখন উদযাপন করতে বাইরে যাচ্ছি।
Tehran celebrates #IranTalks. @rebaz_hassani pic.twitter.com/7lfRnPPlHO
— Negar نگار (@NegarMortazavi) April 3, 2015
তেহরান উত্সবে মেতে উঠেছে।