আসুন একমুহূর্তের জন্য হলেও ইরানের জয়োল্লাসে যোগ দিই

Let's just stop and appreciate the happiness from #IranTalks.

আসুন একটু থামি আর ইরান বিষয়ক আলোচনার প্রশংসা করি।

আমি মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছিলাম ঘটনা কোথায় গড়ায়। খোঁজখবর নেয়া আমার দায়িত্ব এই কারণেই আমি কিন্তু ঘটনার খোঁজখবর নেইনি। আমি খোঁজ নিয়েছি, কারণ আমি ইরানকে পছন্দ করি। এর যাবতীয় ভুল-ক্রুটি, আশা, সৌন্দর্য, হতাশা সবমিলিয়েই দেশটিকে আমি পছন্দ করি। তবে সবচে বেশি পছন্দ করি দেশটির মানুষগুলোকে। ইরানের মানুষেরা বসবাস করেন অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে, অবরোধের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বের সাথে একীভূত হওয়ার প্রত্যাশা নিয়ে। এসব কারণেই আমি পরমাণু কর্মসূচীর সমঝোতা চুক্তি উদযাপন করতে চাই।

তাই পরমাণু কর্মসূচীর খসড়া চুক্তির ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে (যদিও বিশ্লেষণ জরুরি), পরমাণু চুক্তিতে ইরানের পক্ষ থেকে যথেষ্ট ছাড় দেয়া হয়েছে সেটা বিবেচনা করার আগে, ইরানের অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি বিবেচনার আগে (অনেক রাজনীতিবিদ, বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট ইতোমধ্যে বিষয়টি নিয়ে বলেছেন), এই মুহূর্তে ইরানের মানুষদের আনন্দ-উল্লাস আমি প্রাণভরে দেখতে চাই।

গতরাতে ইরানের রাস্তায় মানুষের যে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার নেমে এসেছিল, তার মধ্যেকার আমার কিছু পছন্দের ছবি রইলো এখানে। আমি প্রতিশ্রুতি দিতে পারি, ইরান বিষয়ক আরো গুরুগম্ভীর আলোচনা আমরা চাইলে হাজির করতে পারবো।

তেহরানের রাস্তায় মানুষজন ইরান বিষয়ক আলোচনা উদযাপন করছেন। আশা করি সত্যিকারের মূল্যবোধ বৃদ্ধি পাবে।

ইরান বিষয়ক আলোচনার ফলাফল উদযাপন করতে একদল ইরানি তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছেন।

এখনো পার্টিতেই আছি। সবাই যেন সেন্ট্রিফিউজ [তরল পদার্থ থেকে কঠিন কণা আলাদা করার যন্ত্র] বন্ধ করতে পান করছেন।

আমার এক ইরানি বন্ধু আনন্দের চোটে ওবামাকে চিমটি কাটলেন।

তেহরানে কথা বললাম: এখন উদযাপন করতে বাইরে যাচ্ছি।

তেহরান উত্সবে মেতে উঠেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .