ইয়েমেনে যখন সৌদি বিমান হামলা ষষ্ঠ দিনে পা দিয়েছে, তখন হাজার হাজার ইয়েমেনী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের বিমান বন্দরে আটকে পড়েছে, যাদের শীঘ্রই দেশের ফিরতে পারার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে ইয়েমেনের আকাশ দিয়ে এখন কোন বিমান উড়ে যেতে পারবে না, এটি এখন বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা।
ইয়েমেনের আকাশকে বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকার ঘোষণার ফলে বিদেশে অবস্থানরত হাজার হাজার ইয়েমেনী নাগরিকদের এক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে, যারা ফলে তারা এখন একদিকে ইয়েমেনে ফিরে যেতে পারছে না, অন্যদিকে, এমনকি সকল ধরনের অজুহাতেও তারা বিমান বন্দর এলাকা ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে না, এদিকে কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কারো টাকা পয়সা ফুরিয়ে এসেছে, যার ফলে এই সমস্ত ইয়েমেনীরা বিশ্বের বিভিন্ন দেশের বিমান বন্দরে আটকে পড়েছে।
বিদেশের মাটিতে হাজার হাজার ইয়েমেনী যে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়েমেনের একটিভিস্টরা #স্ট্রান্ডেডইয়েমেন এবং আরবীতে এর কাছাকাছি #يمنيون_عالقون নামক হ্যাশট্যাগ ব্যবহারের মধ্যে দিয়ে টুইট করা শুরুর করেছেঃ
ইয়েমেনের মিডিয়া ফ্রিডম রাইটস ফর ফ্রিডম ফাউন্ডেশনের প্রধান খালেদ আল হাম্মাদি টুইট করেছে :
1000s of #Stranded_Yemenis across the region are in need for urgent help.. #GCC busy with war but forget humanitarian issue #يمنيون_عالقون
— Khaled al-Hammadi (@KhaledHammadi) March 29, 2015
এ অঞ্চলের বিভিন্ন এলাকায় হাজার হাজার ইয়েমেনী নাগরিক আটকে পড়েছে। জিসিসি (উপসাগরীয় সহযোগী সংস্থা) যুদ্ধ নিয়ে ব্যস্ত, কিন্তু তারা মানবিক বিপর্যয়ের বিষয়টি ভুলে গেছে।
Plz help to widespread the Hashtag of #Stranded_Yemenis to give them hand to end their miserable situation across the region since 25/3/2015
— Khaled al-Hammadi (@KhaledHammadi) March 29, 2015
দয়া করে আটকে পড়া ইয়েমেনীদের কথা সবখানে ছড়িয়ে দিতে সাহায্য করুন, ২৫ মার্চ ২০১৫ থেকে শুরু হওয়া তাদের এই অঞ্চলের বেদনাদায়ক পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আহমেদ জা’দানও টুইট করেছে:
مأساة حقيقية يعيشها اليمنيون في الخارج لا يستطيعون العودة الى اليمن بسبب الحظر الجوي #يمنيون_عالقون #Stranded_Yemenis — Ahmed Ja'dan (@ahmedjadan) March 29, 2015
ইয়েমেনের জন্য সত্যিকারের বেদনাদায়ক ঘটনা ঘটছে দেশের বাইরে! ইয়েমেনের আকাশ বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার কারণে বিদেশের অবস্থানরত অনেকে ইয়েমেনী এখান দেশে ফিরতে পারছে না।
একই সাথে একটিভিস্টরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা আটকে পড়া সকল ইয়েমেনীদের জন্য ৭২ ঘন্টার ভিসা প্রদান করে। নুন নোসা টুইট করেছে:
ندعو دول الجوار كالسعودية و عمان منح اليمنيين العالقين في مطارات العالم تأشيرة عبور مدتها 72ساعة من سفاراتهم لتسهيل عودتهم #Stranded_Yemenis
— بياض الثلج (@noon_nosa) March 30, 2015
আমরা সৌদি আরব এবং ওমানের মত প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে আহ্বান জানাচ্ছি, যেন তারা বিদেশে আটকে পড়া ইয়েমেনী নাগরিকরা যাতে স্বদেশের ফিরে আসতে পারে, তার জন্য ৭২ ঘন্টার ভিসা সুবিধা প্রদান করে।
ইয়েমেনকে সমর্থন করুন-এর অন্যতম প্রতিষ্ঠাতা, নুন আরাবিয়া টুইট করেছে :
#يمنيون_عالقون غيرمشكلة انتهاء التأشيرة او قانون جديد يستوجبها لليمنيين هناك تكاليف الاقامه لمدة غير معروفه في ظروف لم تكن في الحسبان #اليمن
— نون عربية (@NoonArabia) March 30, 2015
শুধু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া নয়, দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকার সময় আটকে পড়া ইয়েমেনীদের পানির ন্যায় টাকা খরচের মতও এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
ভদ্রমহিলা একই সাথ যোগ করছে:
#يمنيون_عالقون في المطارات، مطاراتنا دمرت و أغلقت والدول أصبحت تطلب فيزا، نرجو من تلك الدول تسهيل عودتهم الى ارض الوطن. #اليمن #عاصفة_الحزم
— نون عربية (@NoonArabia) March 30, 2015
বিশ্বের বিভিন্ন দেশের বিমান বন্দরে ইয়েমেনীরা নাগরিকেরা আটকে পড়ে গেছে। আমাদের বিমানবন্দর ধ্বংস ও বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন কয়েকটি দেশ আমাদের নাগরিকদের কাছে এন্ট্রি ভিসা চাওয়া শুরু করেছে। আমরা ঐ সমস্ত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তাদের স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা সহজতর করুন।
আল জাজিরা এক সংবাদ প্রকাশ করেছে, যাতে জিবুতিতে আটকে পড়া ইয়েমেনী নাগরিকদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
একই সাথে ভারত এবং পাকিস্তানের মত কিছু ভিন্ন রাষ্ট্রের নাগরিকেরা এই সঙ্কটে এক জটিলতায় আক্রান্ত হয়েছে, যারা নিজের দেশে ফিরে যাওয়ার এক ব্যর্থ প্রচেষ্টায় তাদের ইয়েমেনের ঘর খালি করছে। রোববারে সৌদি আরব দুই ঘন্টার জন্য বিমান আক্রমণ স্থগিত রাখতে সম্মত হলে,পাকিস্তানের এক বিমান ৫০০ জন পাকিস্তানী নাগরিককে নিয়ে স্বদেশের পথে রওনা দেওয়ার উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগে সক্ষম হয়।
ইয়েমেন সংক্রান্ত তাজা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।