- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

অনলাইনে কপিরাইট জোরদার করতে রাশিয়াতে “ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি” চালু

বিষয়বস্তু: রাশিয়া, অ্যাডভোকেসী, আইন, নাগরিক মাধ্যম, জিভি এডভোকেসী
Images mixed by Tetyana Lokot.

ছবিঃ তাতিয়ানা লকোট

রাশিয়ার উপমন্ত্রী এলেক্সেই ভলিন শুক্রবার বলেছেন, যোগাযোগ এবং প্রচার মাধ্যম মন্ত্রনালয় রাশিয়াতে থাকা মেধা সম্পত্তি অধিকার প্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কিত তথ্য সম্বলিত একটি তথ্যতালিকা গ্রন্থ তৈরি করবে। আরএপিএসআই এর প্রতিবেদন অনুযায়ী [1], ডিজিটাল আঙ্গুলের ছাপ নীতির উপর ভিত্তি করে সম্ভবত এ ধরণের তথ্যতালিকা গ্রন্থ তৈরি করা হবে এবং “অনলাইন কপিরাইট ফাইলগুলো চিহ্নিত করতে এবং সুরক্ষিত রাখতে” এটি ব্যবহৃত হবে।

উপমন্ত্রী ভলিন বলেছেন, মেধা সম্পত্তি অধিকার প্রাপ্তদের অনেকেই চুরি হয়ে যাওয়ার ভয়ে তাঁদের মেধা সম্পত্তির একটি ডিজিটাল আঙ্গুলের ছাপ দিতে ভয় পাচ্ছেন।

উপমন্ত্রী আরো বলেছেন, “ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি এমন একটি ব্যবস্থা যা একটি কাঙ্খিত সম্পত্তি চিহ্নিত করতে ব্যবহার করা যেতে পারে। বিশেষকরে সম্পত্তিটি অবৈধভাবে বণ্টন হওয়ার কোন রকম সম্ভাবনা ছাড়া।”

ভলিন আরও বলেছেন যে মন্ত্রণালয়টি শুরুতে বিশ্বাস করতো এই শিল্পে কারও একচেটিয়া অধিকার থাকা উচিৎ নয়। মেধা সম্পত্তি নিবন্ধিত করতে স্বতপ্রবৃত্ত হয়ে অবদান রাখতে হবে এবং সমগ্র সেক্টরের স্বার্থে এটিকে কাজে লাগাতে হবে।

ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি এমন একটি কৌশল যা ডিজিটাল ভিডিও [2]এবং অডিও [3] ফাইলের বিভিন্ন অনন্য উপাদান চিহ্নিত করতে এবং বের করে নিয়ে আসতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকে। এরপর বিভিন্ন অনলাইন প্রচারসূচীর গমনপথ অনুসরণ করতে এই অনন্য “আঙ্গুলের ছাপনীতিটি” ব্যবহার করা যায়। ফিল্ম স্টুডিওগুলো বিভিন্ন ওয়েবসাইটে তাঁদের ফিল্মের কপিগুলোর সঠিক অবস্থান খুঁজে বের করতে এবং তাঁদের কপিরাইট জোরদার করতে ডিজিটাল আঙ্গুলের ছাপনীতি ব্যবহার করে। এক্ষেত্রে ভিডিও আপলোডের ক্ষেত্রে ব্যবহৃত অডিও চিহ্নিত করতে এবং কপিরাইট লঙ্ঘন পরীক্ষা করতে ইউটিউবের প্রচারসূচী আইডি এবং ভিডিওর কপিরাইট ম্যাচ, অডিবল ম্যাজিকের অডিও আঙ্গুলের ছাপনীতি যন্ত্র ব্যবহার করে থাকে।

কপিরাইট অধিকারী ব্যক্তিদের রাশিয়ান ইউনিয়ন সম্প্রতি “ইন্টারনেট ট্যাক্স” পদ্ধতি চালু করার প্রস্তাব করেছে। ইন্টারনেট ট্যাক্স পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন কপিরাইট প্রচারসূচীগুলোতে প্রবেশ করতে হলে সকল ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে অভিযুক্ত করার পরামর্শদানকারী একটি কম্বল সমাধান। ব্যবহারকারীরা কপিরাইট প্রচারসূচীটি ব্যবহার করছে কিনা তাঁর উপর ভিত্তি করে নয়, বরং প্রবেশ করলেই এটি অভিযুক্ত করার সুপারিশ করে থাকে। শিল্প প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের তীব্র সমালোচনার [4] পর ধারণাটি স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ান পাইরেসি-বিরোধী আইনটি [5] ২০১৩ সালের ১ আগস্ট তারিখ থেকে কার্যকর হয়েছে এবং রুনেটে বিরোধী দলের তোপের মুখে [6] পরেছে। অন্যান্যের মধ্যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং হোস্টিং প্ল্যাটফর্মগুলো তাঁদের প্ল্যাটফর্মে পাইরেটেড প্রচারসূচী পরিবেশন এবং পাইরেটেড গান, ভিডিও ও অন্যান্য উপাদান সংবলিত ওয়েবসাইট এবং ওয়েব পেইজ নিচে নামানোর জন্য দায়ী। আইনটির নতুন একটি সংশোধনী ২০১৫ সালের মে মাস থেকে কার্যকর হবে। পাইরেটেড প্রচারসূচী সংবলিত ওয়েবসাইটগুলোকে বার বার কপিরাইট লঙ্ঘনের দায়ে দ্রুত বেগে বন্ধ করে দেয়ার অনুমতি এই আইনে দেয়া হয়েছে।