কাজাখস্তান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টি বিবেচনা করছে

If Germany drove Brazil to tears by thumping them 7-1 what would they do to Kazakhstan? Photo from nypost, labeled for reuse.

যদি জার্মান ফুটবল দল বিশ্বকাপে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করতে পারে, তাহলে কাজাখস্তানের বেলায় তারা কি করবে? ছবি এনওয়াই পোস্টের, পুনরায় ব্যবহারের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।

আইসল্যান্ডের কাছে সম্প্রতি ৩-০ গোলে পরাজিত হওয়া কাজাখস্তান মাঠে বাজে ফুটবল প্রদর্শন সত্ত্বেও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজক রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় নামার বিষয়টি মাথায় রেখেছে।

৩০ মার্চ তারিখে রাশিয়ার ক্রীড়া বিষয়ক পত্রিকা ষ্পোর্টস এক্সপ্রেসের কাছে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান এরলান কোজাহাগাপানোভ-এর প্রদান করা এক সাক্ষাৎকারে দৃশ্যত এই বিষয়টি উঠে আসে:

Правда, что Казахстан может подать заявку на проведение чемпионата мира 2026 года?

Да, есть такие планы. Сейчас проводим консультации с руководством страны, анализируем свои возможности. У нас экономика активно растет, страна развивается, так что почему нет? Мы хотим провести Зимнюю Олимпиаду 2022 года, а дальше в планах – побороться за ЧМ-2026.

স্পোর্টস এক্সপ্রেস: এটা কি সত্য যে কাজাখস্তান হয়ত ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগতার আয়োজনের লড়াই-এ অংশ নিতে যাচ্ছে?

কোজাহাগাপানোভ:হ্যাঁ, আমাদের এ রকম একটা পরিকল্পনা রয়েছে, বর্তমানে আমরা এই বিষয়টি নিয়ে দেশের নেতাদের সাথে আলোচনা করছি,আমরা আমাদের সম্ভাবনা বিশ্লেষ করছি। আমাদের অর্থনীতি ক্রমশ গতিশীলতা লাভ করছে, আমাদের দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাহলে এখানে কেন এই আয়োজন নয়? আমরা ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক হতে ইচ্ছুক এবং এরপর আমাদের পরিকল্পনা রয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজক হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দুর্নীতি পরায়ণ, তেল সমৃদ্ধ, কর্তৃত্বপরায়ণ এক রাষ্ট্রের কথা বিবেচনা করবে? যার মানবাধিকার পরিস্থিতি এক কথায় অতি জঘন্য এবং এমনকি যার ফুটবল প্রদর্শনও অতি বাজে। খুব বেশী দূরে যাওয়ার দরকার নেই, আগামী কয়েক বছর পর কাতারে হতে যাওয়া ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রতি দৃষ্টি দেওয়া যাক, যে আয়োজনের প্রবল সমালোচনা সত্ত্বেও কাতার এর আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছে, আর এই বিষয়টি কাজাখস্তানের বেলায় উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করছে।

ফুটবল ফেডারেশনের দেশটির নেতাদেরকে এই বিষয়টি উপলব্ধি করার তেমন কোন প্রয়োজন নেই যে দেশটির ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি নুর সুলতান নাজারবায়েভের এই আয়োজনের প্রতিযোগিতায় যোগ দেওয়া উচিত, যিনি বিশ্বের যে কোন কিছুর চেয়ে এই বিষয়টি জনে খুশী হবেন যে আয়োজক রাষ্ট্র হলে অতীতের ধারণা থেকে অনেকটা নিশ্চিতভাবে বলা যায় একেবারে শূন্য থেকে তৈরী করা তার অতি আধুনিক রাজধানীতে (কসমিক ক্যাপিটাল) বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যদি সে সময় নাজারবায়েভ আর জীবিত নাও থাকেন, বর্তমানে কাজাখ ভাষায় রাজধানী হিসেবে পরিচিত তার দেশের রাজধানী- হয়ত তখনো তার নাম বহন করবে

Will Astana see a Word Cup Final? Wiki image.

আস্থানায় কি কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে দেখা যাবে? উইকি ছবি।

এই সংবাদ, অনেকটা ২০২২ সালে শীতকালীন অলিম্পিক আয়োজনে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বিতার সংবাদ ছড়িয়ে পড়ার সংবাদের মত, আর উক্ত আয়োজক রাষ্ট্র হওয়ার দৌড়ে কাজাখস্তান সমান তালে চীনের সাথে পাল্লা দিচ্ছে-এদিকে ব্যায়, প্রস্তুতি এবং সম্ভাব্য দূর্নীতির কারণে কোজাহাগাপানোভ মন্তব্য উদ্বেগের সাথে গ্রহণ করে হয়েছে-পাশাপাশি এই মন্তব্য উত্তেজনাও ছড়িয়েছে।

কাজাখস্তানের টেনগ্রি সংবাদপত্রের ওয়েবসাইট সংস্করণের মন্তব্য বিভাগে রুসলান মন্তব্য করেছে:

Хоть в такой мороз настроение поднял) чемпионат мира )))))) я уже представляю как это будет ))))

এমনকি এক বরফ শীতল আবহাওয়ায় আমার মেজাজ চাঙ্গা হয়ে উঠছে), বিশ্বকাপ)))), আমি ইতোমধ্যে বিষয়টি কল্পনা করতে শুরু করেছি।

ফ্রিম্যান, দূর্নীতির বিষয়ে তার উদ্বেগ উদ্ধৃত করেছে:

На выделеные деньги еще год хорошо поживут чинуши

তারা যে অর্থ উপার্জন করবে তাতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের এক বছর ভালভাবে চলে যাবে।

আর ৪৮ রোনিন ফুটবল নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছে:

У нас есть футбол ? Или без участия просто провести?

আমরা কি আসলে ফুটবল খেলি? নাকি আমরা অনুশীলন ছাড়াই প্রতিযোগিতার আয়োজক হতে পারব?

দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানের সাক্ষাৎকারের জবাবে সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়াটি প্রদান করেছে এরেকে নামক ব্যক্তি, যে নিজেদের মাটিতে ব্রাজিলের ৭-১ গোলে জার্মানীর কাছে বিধ্বস্ত হওয়ার বিষয়টি স্মরণ করেছে, যার ফলে পুরো ব্রাজিল জাতি কান্নায় ভেঙ্গে পড়েছিল:

Все видели как плакали бразильцы в 2014 а мы в 2026 по ходу вешатся будем.

সকলে দেখেছে ২০১৪ সালে ব্রাজিল কি ভাবে কেঁদেছে। ২০২৬ সালে সম্ভবত আমাদেরও একই দশা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .