- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফেসবুক প্রতিবেদন অনুসারে রাশিয়া থেকে বিভিন্ন উপাদান সরিয়ে নেওয়ার অনুরোধ আসার পরিমান দ্বিগুণ হয়েছে

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, রুনেট ইকো
Images mixed by Tetyana Lokot.

ছবি মিশ্রণ তাতিয়ানা লোকট-এর

ফেসবুক, রাশিয়াতেও অন্যতম এক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট, এই সাইটটি তার প্রতিবেদনে [1]জানিয়েছে যে ২০১৪ সালের দ্বিতীয় ছয়মাসে বিভিন্ন লেখা ও উপাদান সরিয়ে নেওয়ার রুশ সরকারের আহ্বান আগের চেয়ে দ্বিগুণে পরিণত হয়েছে।

বিশ্বব্যাপী সরকারি অনুরোধ বিষয়ক [2] ফেসবুকের এক নতুন প্রতিবেদনে, জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সময় হিসেবে এই সাইটটি সংবাদ প্রকাশ করেছে যে উক্ত সময়ের মধ্যে রুশ সরকারের কাছ থেকে কেবল দুটি একাউন্ট সম্বন্ধে তথ্য প্রদানের অনুরোধ এসেছিল, ফেসবুক বলছে যা তারা রক্ষা করেনি। বিপরীতে ২০১৪ সালের প্রথম ছয় মাসে, রুশ সরকারের কাছ থেকে ফেসবুকের কোন রুশ নাগরিকের একাউন্ট সম্বন্ধে তথ্য জানাতে চেয়ে সরকার কোন অনুরোধ পাঠায়নি।

ফেসবুক প্রতিবেদন প্রকাশ পাচ্ছে যে একই সময়ে ফেসবুক তার সাইট থেকে রুশ সরকারের কাছ থেকে অনুরোধের কারণে ক্ষেত্রে ৫৫টি লেখা বা উপাদান সরিয়ে নিয়েছে (সেই তুলনায় ২০১৪ সালের প্রথম ছয়মাসে সাইটটি ২৯টি উপাদান সরিয়ে নেওয়ার দাবী পূরণ করা হয়েছিল)। তবে এই নেটওয়ার্ক সাইটটি সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি যে সব মিলিয়ে তারা আসলে রুশ সরকারের কাছ থেকে কতকগুলো এই ধরনের অনুরোধ লাভ করেছিল এবং এর কত শতাংশ তারা পূরণ করেছে।

যোগাযোগ, তথ্য, প্রযুক্তি এবং গণ মাধ্যম বিষয়ক কেন্দ্রীয় পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় আইন অনুসারে আমরা রাশিয়া সংক্রান্ত কিছু কিছু লেখা সেদেশের নাগরিকদের কাছ থেকে সরিয়ে নিয়েছি, যেগুলো মাদকের ব্যবহার এবং আত্মবিধ্বংসী কাজ, উগ্রবাদী কর্মকাণ্ড, অনুমোদন হীন গণ হাঙ্গামা/ মিছিল সৃষ্টির অথবা রুশ ফেডারেশনের ঐক্যের জন্য হুমকিস্বরূপ, এমন সব বিষয় তুলে ধরে ।

২০১৪ সালের প্রথম ছয় মাসের তুলনায় ফেসবুক রাশিয়ার নাগরিকদের জন্য তার সাইটে, নতুন যে সমস্ত শ্রেণী যুক্ত করেছে তার মধ্যে রয়েছে অনুমোদনহীন গণ হাঙ্গামা/ মিছিল সৃষ্টির উদ্দেশ্য এবং রুশ ফেডারেশনের ঐক্যের জন্য হুমকি” স্বরূপ সব লেখা বা উপাদান।

২০১৪-এর ডিসেম্বর মাসে, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনেই-এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচির ফেসবুক পাতা রাশিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুক বন্ধ করে রাখে [3], যা রুনেট ব্যবহারকারীদের মাঝে এক ব্যাপক হতাশার সঞ্চার করে। তবে পরবর্তীতে ফেসবুক প্রতিনিধি ভবিষ্যতে বিক্ষোভ সম্পর্কিত কোন লেখা অথবা পাতা রাশিয়ায় বন্ধ না করার প্রতিশ্রুতি প্রদান করেছে [4]