#বাসেলকেমুক্তকরঃ কারাগারে থাকা একজন সিরিয় ওয়েব ডেভেলাপার

FreeBassel campaign posters by #FreeBassel Campaign and Kallie Taylor.

#বাসেলকেমুক্তকর প্রচারাভিযান এবং ক্যালি টেইলরের দেয়া বাসেলকে মুক্ত কর প্রচারাভিযানের পোস্টার

বাসেল খারতাবিল (আকা সাফাদি) গত তিন বছর ধরে সিরিয়াতে কারাভোগ করছেন। তিনি একজন ওয়েব ডেভেলপার এবং উন্মুক্ত জ্ঞান সম্পন্ন আইনজীবী। সিরিয়াতে এক সময়ের ক্রিয়েটিভ কমনস পরিচালনাকারী বাসেল গ্লোবাল ভয়েসেস, ক্রিয়েটিভ কমনস এবং এসএমইএক্স সম্প্রদায়ের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর তাই তাঁর কারাভোগের তৃতীয় বর্ষপূর্তি অর্থাৎ ১৫ মার্চ তারিখে আমরা আমাদের নেটওয়ার্কগুলোকে আহ্বান জানিয়েছি, কিছু ভিন্ন উপায়ে বাসেলকে তাদের সমর্থন জানাতেঃ 

১. #বাসেলকেমুক্তকরপাঠাগারে জমা দিন

সমর্থকেরা বাসেলের জন্য একটি “অফলাইন ইন্টারনেট” তৈরি করছেন। সেখানে আমরা সংবাদ, ধারাভাষ্য, শিল্প এবং অন্যান্য তথ্যসমূহ সংগ্রহ করে এই পাঠাগারে সংকলন করছি। গত তিন বছর ধরে অফলাইন থাকার কারনে তিনি যে সংবাদ, ধারাভাষ্য, শিল্প এবং তথ্যাদি জানতে পারেননি, সেগুলোই আমরা এখানে সংকলন করেছি। #বাসেলকেমুক্তকর পাঠাগার টাম্বলার ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এবং আমাদের এই প্রচেষ্টাতে যোগ দিন!    

২. উইকিপিডিয়াতে অংশ নিন।

তথ্য আপডেট করতে এবং অনলাইনে বাসেল সম্পর্কে সোর্সিং করতে আগামীকাল উইকিপিডিয়া এডিট-এ-থনের জন্য ক্রিয়েটিভ কমনস এবং ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনে যোগ দিন।

৩. একটি চিঠি পাঠান

আপনার দেশের সিরিয় দূতাবাসে চিঠি লিখুন। লিখা শুরু করতে এই নমুনা চিঠিগুলো ব্যবহার করুন!  

অথবা কোন পুরনো রীতিতে চিঠিটি লিখুন এবং টুইটারে আপনার সমর্থন প্রকাশ করুন! ইংরেজি এবং আরবি ভাষায় #বাসেলকেমুক্তকর হ্যাশট্যাগটি ব্যবহার করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .