- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপানে মিঠাই চালিত একটি রকেট? চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে!

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, বিজ্ঞান, ভাল খবর, যুবা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি

জাপানী মিঠাই প্রস্তুতকারক ইউএইচএ মিকাকুতো [2] (ইউএইচএ) জাপানের বিজ্ঞানী সম্প্রদায় এবং প্রকৌশলীদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেনঃ আর সেটি হচ্ছে, মিঠাই চালিত একটি হাইব্রিড রকেট ইঞ্জিনের নকশা করা এবং সেটি উৎক্ষেপণ করা।

চ্যালেঞ্জটির উত্তর দেয়া হয়েছে। সমগ্র জাপানের বিজ্ঞানীগণ এবং গবেষকরা এই মিঠাই চালিত রকেট প্রকল্পে [1] অংশগ্রহণ করেছেন। একটি রকেট উৎক্ষেপণ করতে তারা একটি মিশন শুরু করেছেন।  

একটি ইউটিউব ভিডিওতে ইউএইচএ মিকাকুতো তাদের এই প্রকল্পের ফলাফল দৃশ্য ধারণ করে দেখিয়েছেনঃ

ভিডিওটিতে দর্শকরা বর্ননা করেছেন, কীভাবে প্রকল্পটি তাদের কল্পনা শক্তিকে কাজে রূপান্তরিত করেছেন। সমগ্র জাপান জুড়ে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, একটি মিঠাই-চালিত রকেট ইঞ্জিন উৎক্ষেপণ করা কেন এমন একটি দুর্জয় কাজ।

দুইবার পরীক্ষামূলক উৎক্ষেপণের পর দলটি গত ৭ মার্চ তারিখে ১০ কিলোগ্রাম ভর, ১.৮ মিটার দীর্ঘ [3] একটি রকেট সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৮ মিটার উঁচুতে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছেন।

rocketmotor [1]

মিঠাই চালিত রকেট ইঞ্জিনের একটি চিত্র। ছবি সৌজন্য মিকাকুতো।

২০ পুঁছো নরম মিঠাই [4] দিয়ে রকেট ইঞ্জিনটি চালানো হয়েছে। মিঠাই চালিত রকেট প্রতিযোগীতা [1] ওয়েবসাইটে অংশ গ্রহণকারী বিজ্ঞানী, যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তাদের মতে, এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা এই পুঁছো মিঠাইগুলোকে দ্রুত কোন দাহ্য গ্যাসে গলিয়ে ফেলার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। এই গলন এবং দহনের ফলে রকেটটিতে শক্তি সঞ্চারিত হয়েছে।

এখানে পুঁছো মিঠাইয়ের একটি বিজ্ঞাপন আছে। এ বিজ্ঞাপনে জনপ্রিয় “আইডল” গ্রুপ একেবি৪৮ [5] এর সদস্যদের লক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছেঃ

এই পোস্টটি প্রস্তাব করার জন্য কেভিন রথরককে [6] ধন্যবাদ।