স্কটিশ স্বাধীনতার জন্য দেয়া একটি ভোট ক্যারিবিয়ানদের কতোটা প্রভাবিত করতে পারে ?

Labour for Scottish Independence; photo by Màrtainn MacDhòmhnaill, used under a CC BY-NC 2.0 license.

স্কটিশ স্বাধীনতার জন্য দেয়া শ্রম; সিসি বাই-এনসি ২.০ অনুমোদনক্রমে ব্যবহৃত ছবি। সৌজন্য মারটাইন ম্যাকঢোমনাইল।

একটি ঐক্যের সমন্বয়ে গঠিত হয়েছে যুক্তরাজ্য। সাবেক উপনিবেশ এবং কমনওয়েলথের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো মিলে একটি গ্রুপ, যারা যুক্তরাজ্য এবং অন্যান্য রাষ্ট্র গঠন করেছে। এই রাষ্ট্রগুলো এক সময় এই সাম্রাজ্যের অংশ ছিল। তাদের কিছু কিছু আশ্রিত রাজ্য হিসেবেও ছিল। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে স্কটিশরা যে গণভোটের আয়োজন করেছেন, তাতে ক্যারিবিয়ানরা বিশেষভাবে গভীর আগ্রহ প্রকাশ করেছে। স্কটিশ ন্যাশনাল পার্টি মূলত স্বাধীনতার জন্য এই আন্দোলনের ডাক দিয়েছে। দলটি ২০১১ সালে অনুষ্ঠিত স্কটিশ সংসদীয় নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে জয় লাভ করে। 

“হ্যাঁ” ভোটের প্রস্তাবকেরা মনে করেন, শত শত বছরের পুরনো এই ঐক্য এখন আর আধুনিক সময়ের চাহিদা পূরণ করতে পারছে না। [They feel like what West Indians refer to as the “outside child” of the UK parliament and think that Scotland can be better served by using its economic strength (primarily derived from oil and gas revenues) for its own interests.] তাদেরকে যেমন যুক্তরাজ্য সংসদের “বহিরাগত সন্তান” বলে উল্লেখ করেন তারা এখন নিজেদেরও তেমনটাই মনে করেন। ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো স্কটিশরা এও মনে করেন যে স্কটল্যান্ড যদি তাঁর অর্থনৈতিক শক্তিকে (প্রাথমিকভাবে তেল এবং গ্যাস লভ্যাংশ থেকে প্রাপ্ত) তাঁর নিজের কল্যাণে পুরোপুরি ব্যবহার করতে পারতো তবে নিজেদের প্রয়োজনগুলো আরও বেশি মেটানো যেত।

একজন বারমুডিয়ান অধিবাসী “আগুন লাগা” শিরোনামে একটি ব্লগ পরিচালনা করেন। এই বৃহস্পতিবারে অনুষ্ঠিত গণভোটে তিনি ভোট দিতে পারবেন এবং তিনি ভোট দিবেন। তিনি মনে করেন, স্বাধীনতার জন্য দেয়া একটি ভোট বারমুডার উপর অত্যন্ত শক্তিশালী একটি প্রভাব ফেলবে। তিনি লক্ষ করেছেন, ব্রিটিশ বহির্বাণিজ্য অঞ্চল ১৯৯৫ সালে সত্যিকারভাবে একটি গণভোটের আয়োজন করেছিল। তবে “সাধারণত বারমুডিয়ান স্বাধীনতার জন্য সমর্থন শতকরা ২৫ থেকে ৩০ শতাংশের আশেপাশেই দোদুল্যমান অবস্থায় ছিল-[…] অর্থাৎ সংখ্যালঘু লোক স্বাধীনতার দাবি তুলেছিলেন”। ব্লগার পরামর্শ দিয়েছেন, “বাড়িতে শিক্ষাদানের ঔপোনিবেশিক গাজর এবং ইইউ [ইউরোপিয়ান ইউনিয়ন] নাগরিকত্ব হারানোর সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও স্কটিশ স্বাধীনতা আন্দোলনটি – এবং হ্যাঁ ভোটের গুরুত্বপূর্ণ ঘটনাতে সত্যিকার অর্থে স্কটিশ স্বাধীনতার বারমুডিয়ান স্বাধীনতার সম্ভাবনা সম্পর্কে বারমুডিয়ানদের কল্পনাকে সম্মোহিত করার একটি সম্ভাবনা”। 

যুক্তরাজ্য তাঁর সাম্প্রতিক গঠনে (যেখানে স্কটল্যান্ড যুক্তরাজ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত) কমনওয়েলথ অব নেশনের ছত্রছায়ায় থাকা ক্যারিবিয়ানদের অনেক সুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে। সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার, আন্তর্জাতিক শান্তি, স্বচ্ছতা, সু-শাসন এবং টেকসই উন্নয়ন সহ যেসব মূল্যবোধ কমনওয়েলথ সনদে সংরক্ষিত রয়েছে সেগুলো ও গণতন্ত্রের মতো ইস্যুতে একে অপরকে সহযোগীতা করে থাকে। ছোট ছোট এবং অর্থনৈতিকভাবে আরও অরক্ষিত সদস্য রাষ্ট্রগুলোর প্রয়োজন মেটাতে ঐক্যটি সহযোগীতাপূর্ণ ভূমিকা পালন করে থাকে।  

এসব কিছু মাথায় রেখে একজন অতিথি দ্যা বাজান প্রতিনিধি শিরোনামে বারবাডিয়ান ডিয়াস্পরা ব্লগে একটি পোস্ট করেছেন। তিনি স্কটিশ স্বাধীনতাকে “তাদের নিজেদের দূর্ভাগ্য এবং সেই ফলাফল যা তাদের সীমানা অতিক্রম করে বহুদূরে নিয়ে যাওয়ার একমুখী টিকিট” বলে অভিহিত করেছেনঃ

সংকুচিত যুক্তরাজ্য ক্যারিবিয়ানের দেশগুলোর ক্ষেত্রে বেশ কিছু পরিণতি বয়ে আনবে। বিশেষকরে, কমনওয়েলথ সচিবালয়ে অনুদান প্রদান এবং প্রযুক্তিগত সহযোগীতার জন্য সংস্থাটির তহবিল গঠনের মতো মৌলিক বিষয়ে প্রভাব পড়বে। […] কমনওয়েলথ ভুক্ত ১২টি ক্যারিবিয়ান দেশের পক্ষে ইউরোপিয়ান সম্প্রদায়ের সাথে পেরে উঠতে এবং সংস্থাটির অভ্যন্তরীন অর্থনৈতিক সহযোগীতা ও উন্নয়নের জন্য একটি শক্তিশালী যুক্তরাজ্য প্রয়োজন। ক্যারিবিয়ান স্বার্থের […] পক্ষে এই সহযোগীতা ও উন্নয়ন সমর্থন হিসেবে পর্যটন, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগী সহ অর্থনৈতিক সংযোগের আশ্রয়দাতা। অপেক্ষাকৃত কম ভাগ্যবান যুক্তরাজ্যকে এসব সহযোগীতার ক্ষেত্রে অবশ্যই কাটছাঁট করতে বল প্রয়োগ করা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .