
আরিকার সমুদ্রতটে মানব বন্ধন রচনা। ছবি টুইটারে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে।
রোববার, ১ মার্চ পেরুর রাজধানী লিমা থেকে ১৮ মাইল দূরে অবস্থিত আরিকা সমুদ্রতটে মানবতার এক অসাধারণ কার্য সংঘঠিত হয়েছে।
আলেহান্দ্রো এসপিনোজা, এল কোমার্সিও নামক সংবাদপত্রের হোয়াটস এ্যাপ একাউন্টে সংবাদ প্রদান করেন যে প্রবল সামুদ্রিক ঢেউয়ের সাথে লড়াই করতে থাকা চারজন সাঁতারুর জীবন রক্ষায় সমুদ্র তট উপস্থিত ব্যক্তিরা এক মানব বন্ধন তৈরী করে, যার ফলে উপকূলে ডুবে যাওয়া থেকে মানুষদের রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের আর সমুদ্রে নামতে হয়নি। পরে পেরুর সংবাদ বিষয়ক ওয়েবসাইট তাউয়ি.পে এই সংবাদটি তুলে ধরে।
এই সাইটটি ব্যাখ্যা করেছে:
[…] al percatarse que los rescatista no se abastecían para sacar del agua a los bañistas, los que se encontraban en el lugar armaron una cadena humana espontáneamente para poder ayudar.
A pesar de que había salvavidas, era complicado sacara (sic) a los bañistas, pues la corriente y las olas eran muy fuerte. Pero finalmente, la cadena humana pudo salvarlos y los que participaron del rescate recibieron los aplausos del público.
[…] যখন সেখানে উপস্থিত ব্যক্তিরা খেয়াল করে যে তাদের পক্ষে আর পানি থেকে সাতারুদের উদ্ধার করা সম্ভব নয়, তখন তারা স্বতঃস্ফূর্ত ভাবে এক মানব বন্ধন তৈরি করে, যাতে তারা এদের সাহায্য করতে পারে।
যদিও সেখানে জীবন রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিল, কিন্তু সাতারুদের সমুদ্রের ঢেউ থেকে উদ্ধার করে আনাটা ছিল জটিল একটা কাজ। কিন্তু অন্তত এই মানববন্ধন তাদের রক্ষা করতে সমর্থ হয়, আর যারা এই উদ্ধার কার্যে অংশ নিয়েছিল তারা জনতার করতালি লাভ করে।
বেশ কিছু সংবাদপত্রে এই ঘটনাটি শিরোনাম হয়, টুইটার ব্যবহারকারীরা এই মানববন্ধনের ছবি প্রদর্শন করে:
#Lima: 50 bañistas formaron ‘cadena humana’ para salvar a cuatro … – Trome http://t.co/bCe1qExFLb
— 757Live Peru (@757LivePE) marzo 3, 2015
চারজন সাঁতারুকে উদ্ধারে সমুদ্রস্নানে অংশ নেওয়া ৫০ জন নাগরিক এক মানববন্ধন তৈরী করে…
Cadena humana salvó a cuatro personas de morir ahogadas playa Arica ► wooo [FOTOS] #WasapEC► http://t.co/NfBanZFrVR pic.twitter.com/h4exqVPvAN“
— cristhian (@cristhian258612) marzo 3, 2015
এক মানববন্ধন আরিকা সমুদ্র তটে ডুবে যাওয়ার উপক্রম চারজনকে উদ্ধারের করেছে।
#Nacionales: Cadena humana de bañistas en Playa Arica salvó a cuatro personas que se ahogaban #CadenaHumana #AHOGADOS #Banistas #Playa
— El Comercio de Cusco (@ComerciodeCusco) marzo 3, 2015
আরিকা সমুদ্র তটে ডুবে যাওয়ার উপক্রম চারজনকে উদ্ধারের জন্য সেখানে সাঁতার কাটা ব্যক্তিরা এক মানববন্ধন তৈরী করে।
একজন টুইটার ব্যবহারকারী এক পরিপূর্ণ আশার বাণী প্রদান করেছে :
Ver la solidaridad de los bañistas en playa Arica para salvar a unas personas, con una cadena humana me hace creer en la humanidad! #Respect
— Jean Fernandez Tapia (@Jeanpierreft) marzo 2, 2015
আরিকা সমুদ্র তটে মানব বন্ধন গড়ে কয়েকজন ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য সাতারুরা যে একাত্মতা প্রদর্শন করেছে তা মানবতার প্রতি বিশ্বাস রাখতে আমাকে বাধ্য করেছে!
সৌভাগ্যক্রমে এই ধরনের মহানুভবতা প্রদর্শন পেরুতে অস্বাভাবিক কিছু নয়। কয়েকদিন আগে পেরুর শত শত মোটর সাইকেল-এর চালক রাতের বেলা তাদের মোটর সাইকেলে লাইট জ্বালিয়ে রাখে যাতে উকাইলির রানওয়ে উজ্জ্বল হয়ে উঠে, যেন এই আলোতে মুমূর্ষু তিন রোগীকে নিয়ে যাত্রা করা বিমান আকাশে উড্ডয়ন করতে পারে।