আরেকটি নামী দামী প্রচার মাধ্যম কর্তৃক গ্লোবাল ভয়েসেসের গল্প চুরি। সমাধান কি?

Guardian Plagiarism Correction

গার্ডিয়ানের সংশোধনী এবং শোধন কলাম থেকে নেয়া ছবি।

গ্লোবাল ভয়েসেসের লেখক ওয়েন গুও গত রবিবারে তাঁর ২৮তম জন্মদিন উদযাপন করলেন। এ বছর তিনি চীনের ভয়ঙ্কর দূষণ সমস্যা নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র নিয়ে লেখা লিখে তাঁর জন্মদিনটি উদযাপন করেছেন। সেটি কয়েক ঘন্টা আগেই প্রকাশিত হয়েছে। ওয়েনের গল্পটি গ্লোবাল ভয়েসেসে প্রকাশিত হওয়ার আগেই প্রামাণ্যচিত্রটি ৩০ মিলিয়ন বার দেখা হয়ে গেছে। পরে একটি আড্ডা পর্ব চলাকালে তিনি আমাকে বলেছেন, “আমি সত্যিই খুব আনন্দিত যে এমন একটি অর্থবহ কাজ করে আমি আমার জন্মদিন উদযাপন করতে পেরেছি”। যে প্রেরণা গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের প্রতিবেদন তৈরির কাজকে বাঁচিয়ে রেখেছে সে প্রেরণা তাঁর এই বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে। এই প্রেরণাই ১০ বছর ধরে আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ওয়েনের গল্পটি আপনাদের পড়া উচিৎ – গল্পটি দারুণ। গল্পটি প্রকাশিত হওয়ার পরের দিনই গার্ডিয়ান পত্রিকায় শ্রদ্ধাভাজন একজন লেখক একই বিষয় নিয়ে ভাবলেন, ওয়েনের গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো কপি-পেস্ট করলেন এবং তাঁর নিজের নামে লেখাটি ছাপালেন। ওয়েনের লেখাটির একটি বাক্য যদি আপনি নির্বাচন করেন এবং সে অংশটি একটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে খোঁজেন তবে ফলাফল হিসেবে গার্ডিয়ান পত্রিকায় ছাপানো সেই গল্পটি সামনে চলে আসবে – সাদৃশ্যের মাত্রা এতোটাই বেশি। লেখক ওয়েনের গল্পের চারটিরও বেশি অনুচ্ছেদ সম্পূর্ণ নকল করেছেন। পাশাপাশি লেখাটির সারাংশও ওয়েনের গল্পটির সাথে হুবহু মিলে যায়।        

গার্ডিয়ান পত্রিকার লেখাটিতে ওয়েন অথবা গ্লোবাল ভয়েসেস কারও নামই উল্লেখ করা হয়নি।

গার্ডিয়ানের লেখাটি প্রকাশিত হওয়ার ৪৮ ঘন্টা পরে চুরি করে লেখা অনুচ্ছেদগুলো আমাদের নজরে আসে। আমরা লেখাটির লেখক এবং গার্ডিয়ানের পাঠক সম্পাদক, দু’জনের সাথেই যোগাযোগ করেছি। পাঠকদের সম্পাদকীয় ডেস্ক থেকে কোন একজনের ক্ষমা চেয়ে চিঠি দেয়ার মতো লেখকও দুঃখ প্রকাশ করে মেইল পাঠিয়েছেন। এর কয়েক ঘন্টা পর তারা লেখাটিতে প্রয়োজনীয় স্বীকৃতি যুক্ত করেছেন। লেখাটিতে বেশ কয়েকবার ওয়েনের উদ্ধৃতি দেয়া হয়েছে। পাশাপাশি গল্পটির শেষে একটি সংশোধনী যোগ করা হয়েছে। তাদের সংশোধনী কলামের ওয়েব এবং প্রিন্ট উভয় সংস্করণেই তারা একটি সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছেন।

তবে ওয়েন এখনও নিজেকে যথেষ্ট প্রতারণার শিকার বলে মনে করছেন। উল্লেখ্য তিনি চার বছর আগে সাংবাদিক হিসেবে তাঁর কাজ শুরু করেছেন।

গার্ডিয়ান শুধুমাত্র তাঁর লেখাই চুরি করেনি, বরং এ ঘটনায় তিনি নিজেকে এমন একটি পেশার দ্বারা প্রতারিত মনে করছেন যে পেশাটিকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন।

এ ঘটনায় আমাদের সম্প্রদায়টিও নিজেদের প্রতারণার শিকার বলে মনে করছে।

প্রধান ধারার একটি স্বনামধন্য প্রচার মাধ্যম কর্তৃক গ্লোবাল ভয়েসেসের ওয়েবসাইট থেকে প্রতিবেদন আক্ষরিকভাবে তুলে নেয়া এবং সেটিকে নিজেদের কাজ হিসেবে উপস্থাপন করার ঘটনা এটাই প্রথম নয়। আর আমাদের সম্প্রদায় এটাও জানে যে এ ঘটনাও শেষ ঘটনা নয়। তা সত্ত্বেও আমাদের সৃজনশীল সাধারন লাইসেন্স এবং গুনাগুণ নীতি যথেষ্ট উদার। এই নীতিতে যে কেউ আমাদের প্রচার সূচী বিনামূল্যে পুনরায় ছাপাতে পারবেন এবং তা যথাযথ গুনাগুণ সহকারে।

সে সব সাংবাদিক যারা আমাদের লেখাগুলো চুরি করছেন তারা আমাদের এ দূর্বলতাই কাজে লাগাচ্ছেন যে আমরা একটি ছোট প্রচার মাধ্যম? একজন সহকর্মী যেমনটি উল্লেখ করেছেন, ওয়েনের গল্পটি প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে যে প্রামাণ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি কলাম ছেপেছে। তিনি প্রশ্ন করেছেন, গার্ডিয়ান পত্রিকাটির লেখক কেন নিউ ইয়র্ক টাইমসের কলামটি থেকে অনুচ্ছেদগুলো টুকে নিলেন না?

সংবাদপত্র সংক্রান্ত নৈতিকতা যেহেতু চিরদিনই হুমকির সম্মুখীন তাই এ সমস্যা আমরা কীভাবে ঠেকাতে পারি তা জিজ্ঞাসা করতে এই ঘটনাটির ব্যপ্তি ছাড়িয়ে বহু দূর যেতে হবে। আর এ ধরনের ঘটনা শুধুমাত্র অনলাইন দুনিয়াতেই ঘটছে তা নয়। তবে আমরা এখনও বিশ্বাস করি, এটি জিজ্ঞাসা করার মতই একটি যথার্থ প্রশ্ন যেঃ স্পষ্টভাবে প্রমানিত সক্রিয় এবং আইনানুগ পদক্ষেপ ছাড়িয়ে এখানে করনীয় পদক্ষেপ কি? সাংবাদিকতা শিল্প যেন নিজেকে আরও উচ্চতর মূল্যবোধে তুলে ধরতে পারে সে বিষয়ে এটিকে উদ্বুদ্ধ করতে আমরা আর কি কি করতে পারি?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .