
মার্কিন কংগ্রেসে ইজরায়েল-এর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রদান করা তিনটি ভাষণের মূল শব্দ নিয়ে এক সংখ্যাবাচক সমীক্ষার পর তারেক আমর আবিষ্কার করেছেন যে সেখানে “শান্তি” শব্দটির খুবই স্বল্প ব্যবহৃত হয়েছে, যেখানে “পারমাণবিক” শব্দটি বার বার উঠে এসেছে। ছবি মিশ্রণ লেখকের।
তারেক আমরের লেখা এই পোস্ট ৮ মার্চ ২০১৫ তারিখে মেডিয়ামে প্রথম প্রকাশিত হয়।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৩ মার্চে যুক্তরাষ্ট্রের সংসদে ভাষণ প্রদান করে। নেতানিয়াহু এই নিয়ে তিনবার সেখানে ভাষণ প্রদান করল; সে ১৯৯৬ সালে প্রথমবার, ২০১১ সালে দ্বিতীয়বার সেখানে ভাষণ দেয়। এইবার যুক্তরাষ্ট্রের সংসদের স্পিকার জন বোহেনার-এর আমন্ত্রণে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই নিয়ে যে দেন- দরবার, সে বিষয়ে ভাষণ দেয়।
রাজনীতিবিদদের ভাষণ শোনার ধৈর্য্য আমার খুব সামান্যই আর সেক্ষেত্রে নেতানিয়াহু এর ব্যতিক্রম নয়। এ কারণে, তার ভাষণের এক সারমর্ম তৈরীর জন্য আমি এক ছোট আকারের সফটওয়্যার স্ক্রিপ্ট (কম্পিউটার বা সফটওয়্যার স্ক্রিপ্ট খুব সাধারণ এক প্রোগ্রাম) বেছে নিয়েছে।
সাধারণ যখন মানুষ কথা বলে তখন মানুষের মুখ থেকে যে সমস্ত শব্দগুলো বেশী উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় কার্যকরী শব্দ (ফাংশনাল ওয়ার্ড), যেমন “এই”, “হয়”, “বেশ”, “জন্য”, “এবং” ইত্যাদি। কথা বলার সময় এই সমস্ত শব্দগুলো অন্য যে কোন শব্দের চেয়ে বেশী ব্যবহৃত হয় এবং এগুলোর তেমন একটা আভিধানিক মানে নেই, আর এ কারণে এই শব্দগুলোকে সাধারণত সরিয়ে ফেলা হয়। তবে এবার নেতানিয়াহু কার্যকরী শব্দ “ইরান” ব্যবহারের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। “এই” শব্দ বাদ দিলে তার ভাষণে সবচেয়ে বেশী বার “ইরান” শব্দটি এসেছে গণনা বিষয়ক ভাষাতত্ত্বে (কম্পিউটিং- লিঙ্গুয়িস্টিক) প্রায়শ ব্যবহার করা শব্দকে বলা হয় স্টপ-ওয়ার্ড বা বিরতি-শব্দ।

এখন, এই ভাষণের মূল বিষয়টির প্রতি মনোযোগ প্রদানে, আমি বিরতি শব্দ বাদ দিয়ে সবচেয়ে বেশী উচ্চারিত ১০টি শব্দকে তালিকাভুক্ত করেছি।

যদি এর ফলাফলের দিকে তাকানো যায়, তাহলে এই বিষয়টি পরিষ্কার আসে যে এই ভাষণ হচ্ছে ইরানের পরমাণু চুক্তি নিয়ে,আর যে ভাষণ প্রদান করে “ইজরায়েলের” প্রধানমন্ত্রী এবং “যুক্তরাষ্ট্রের” মাটিতে এই ভাষণ দেওয়া হয়। তার এই ভাষণের সবচেয়ে বেশী উচ্চারিত দশটি শব্দের মাঝে “ইরান” সবচেয়ে বেশী উচ্চারিত হয়েছে।
এখনো প্রক্রিয়াধীন এই চুক্তি, পাশাপাশি ইরান এবং ইরান সরকার সম্বন্ধে ইজরায়েলের প্রধানমন্ত্রীর মতামত কি? আসুন আমরা দেখি এখানে কোন কোন শব্দ ব্যবহারের দিক থেকে একে অন্যের খুব কাছাকাছি।
হ্যাঁ! এই “লেনদেন” হচ্ছে “খারাপ”। এটা পারমাণবিক “বোমা” বানানোর দিকে এগিয়ে যাচ্ছে। এর “পরিবর্তন” ঘটিয়ে, এক “ভাল” বিকল্প দরকার। “ইরান” এক “কট্টরপন্থী” রাষ্ট্র। এটা এই “কর্মসূচিতে” “উৎসাহ” প্রদান করছে এবং সম্ভবত তারা নিষ্ঠুর এক সশস্ত্র বাহিনী “আইএসআইএস”-এর সাথে সম্পৃক্ত। “ইজরায়েল”, “আমেরিকার” পাশে আছে এবং সে “কিছু” জানে। “আমেরিকাকে” “ধন্যবাদ” জানাতে হয়, আর “ইসলাম” এবং “যুদ্ধ” একসাথে অবস্থান করে।
তাহলে বলতে হয়, মার্কিন কংগ্রেসে প্রদান করা এর আগের দুই ভাষণের তুলনায় এ বছর প্রদান করা তার ভাষণটি কেমন হয়েছে?

এই তিনটি ভাষণের তুলনা করার জন্য আমি কিছু শব্দ নির্বাচন করেছে
“ইরান” এবং “পারমাণবিক” কর্মসূচি আলোচিত বিষয়, অপরদিকে “শান্তি” এবং “গণতন্ত্র” যেন হাজার হাজার মাইল দূরে। “আমেরিকা” সবসময় সেখানে রয়েছে এবং এর নজির এতটা বেশী যে সারা বিশ্বে তা ছড়িয়ে আছে। নেতানিয়াহু, তার প্রদান করা ২০১১ সালের ভাষণে “মিশরের” কথা উল্লেখ করেছিল, যা ছিল তথা-কথিত আরব বসন্তের বছর। তারপরেও সে শব্দটি “প্যালেস্টিনিয়ান” শব্দের আড়ালে প্রায় ঢাকা পড়ে গিয়েছিল। “যুদ্ধ” শব্দটি তেমন পছন্দনীয় নয়, তবে “পারমাণবিক” শব্দটি বছরের পর বছর জুড়ে উল্লেখযোগ্য অংশ হয়ে ছিল।