- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

একেকবার একেকটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে একজন নারী সোমালিয়ার প্রতি দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করছে

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, সোমালিয়া, ছবি তোলা, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি
Screenshot of Ugaaso Boocow's Instagram account. [1]

উগায়াসোও বোওকাউস-এর ইনস্টাগ্রাম একাউন্ট

পিআরআই এর দি ওয়ার্ল্ডের [2] জন্য ব্রাডলেই ক্যাম্পবেল [3]-এর করা এই প্রবন্ধ ও রেডিও প্রতিবেদন মূলত দি অ্যাক্রোস ওমেনস লাইভস [4] নামক প্রকল্পের অংশ যা ১৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে পিআরআইঅর্গ প্রথম প্রকাশিত হয় [5] এবং কন্টেন্ট শেয়ারিং চুক্তি অনুসারে এখানে প্রকাশিত হয়েছে।

সোমালিয়া হচ্ছে বিশ্বের আরেকটি দেশ, যা যুদ্ধে বিধ্বস্ত।

আমরা যে বিষয়টিকে বিস্তারিত ভাবে তুলে ধরেছি।

তবে দেশটিতে সংঘর্ষের বাইরে অনেক কিছু আছে। আর উগায়াসোও বোওকাউস আমাদের ঠিক সে বিষয়টি প্রদর্শন করতে চায়। টরেন্টোয় বাস করা এই মেয়েটি সম্প্রতি মোগাদিসুতে চলে এসেছে, যেখান থেকে তার পিতামাতা এসেছিল। কিন্তু এখন কানাডায় বাস করা তার বন্ধু এবং পরিবারের সান্নিধ্যে থাকার জন্য, সে ইনস্টাগ্রামে ছবি এবং স্বল্প দৈর্ঘ্য ভিডিও পোস্ট করা শুরু করেছে।

এখন, ৪৭,০০০ হাজার ব্যক্তি এবং সাথে আরো অনেকে তার একাউন্ট অনুসরণ করছে। সে বলছে “আমি সেই সমস্ত বিষয় পোষ্ট করছি, যা আমাদের কানাডায় ছিল না, যেমন বাইরের দিক দিয়ে পানি চুইয়ে পড়া মাটির কলসি যার মাঝে থাকে ফলের রস, তরমুজ এবং আম, চাপ দিয়ে বের করা তাজা লেবুর রস- আফ্রিকার সবচেয়ে দীর্ঘ উপকূল। আমি শুধুমাত্র এই বিষয়টি দেখাতে চাই যে এখানে এখন সবকিছু অনেক স্বাভাবিক, জীবন যাপন করা, কাজ করা এবং এই দেশের এক কিশোরী হওয়া।

https://instagram.com/p/zP9MypMR2A/ [6]

তার ছবিগুলো সুন্দর। কিন্তু প্রথম দর্শনে আপনি হয়ত খেয়াল নাও করতে পারেন এই ছবিগুলো অজস্র কথা বলছে, বিশেষ করে যখন কেউ বাঁধানো রাস্তা এবং আলো দেখবে। সে বলে “এটা অবিশ্বাস্য যে আমি ছোট ছোট যেসব জিনিস পোস্ট করছি তা কানাডায় বাস করা কারো কাছে অর্থহীন। তুমি এক আলোর ছবি তুলেছ, কারণ আমাদের এখানে আসলে আলো আছে। এখানকার রাস্তাঘাট বাঁধানো, আমাদের এখন সুউচ্চ ভবন রয়েছে। এর কারণ যাই হোক এগুলো নাগরিকদের মুগ্ধ করে।

বিভিন্ন মহাদেশ এবং দেশে তার অনুসারীর দল ছড়িয়ে আছে। তার বাসস্থান টরেন্টো শহরে তার অনুসারীরা রয়েছে। অন্যরা আছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে। নাইজেরিয়ায় আছে অনেকে। সে চায় সোমালিয়া, মোগাদিসু, এবং পূর্ব আফ্রিকাকে নাগরিকরা ইতিবাচক শব্দে সংজ্ঞায়িত করুক।

তারও এর প্রতি দীর্ঘ সময় ধরে এক টান রয়েছে। মোগাদিসু তার গৃহ। আমার হৃদয়ে সবসময় মোগাদিসু আমার বাস গৃহ হয়ে রয়েছে। আমি ২০ বছর বা তার বেশী সময় ধরে মোগাদিসুতে নেই, কিন্তু মোগাদিসু সবসময় আমার ঘর হয়ে ছিল এবং থাকবে।

https://instagram.com/p/wUZKBWsRwm/ [7]

https://instagram.com/p/y9m8DAsR2P/ [8]