- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এক ডলারে পকেটে থাকলে কিয়েভে যা যা কিনতে পারা যায়

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, ইউক্রেইন, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, ভাল খবর, রুনেট ইকো
Image from You have one dollar, what's next? on Facebook.

ছবি “এক ডলার হাতে আছে, তাহলে কি?” নামক ফেসবুক পাতা থেকে নেওয়া।

অর্থনীতির দুর্দশা ইউক্রেনের স্থানীয় মুদ্রা রিভনিয়ার উপর জোরালো এক আঘাত হেনেছে। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে এর ৩৩ শতাংশ পতন ঘটে (ডিসেম্বরে ২০১৪-এ ১৬ রিভনিয়ার বিপরীতে এক মার্কিন ডলার পাওয়া যেত)। কিন্তু উদ্যমী ইউক্রেনের স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা-কারো কাছে এক ডলার থাকলে তা দিয়ে সে ইউক্রেনের রাজধানী কিয়েভে কি কি করতে পারে আইডিয়ার ক্রাউডসোর্স (নতুন নতুন চিন্তা বা ধারণা সংগ্রহ) করে-এর ভাল দিক খুঁজে বের করার চেষ্টা করেছে।

এ্যালেনা ডেনগা এই বিষয়ের তার বন্ধুদের মাঝে এক জরিপ এবং স্বয়ং নিজেও অনুসন্ধান চালিয়েছে, যার ফলে ভদ্রমহিলার তার ব্লগে কি ভাবে এক ডলার খরচ করতে হবে সে বিষয়ে সকল চিন্তার এক তালিকা পোস্ট করেছে [1]। অন্যান্য অনেক জিনিস ছাড়াও কিয়েভে এক ডলার দিয়ে যা যা মিলবে:

রাস্তার পাশের দোকানের এক কাপ কাপুচিনো অথবা আমেরিকানো কফির দাম ২২.৫ ইউক্রেনীয় রিভানিয়া- যা এক ডলারের কম! মিডিয়াম থেকে ছবি নেওয়া হয়েছে ।

যদি আপনি কোন সংস্কৃতি অনুষ্ঠানে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এক ডলারে আপনি কোন হলে গিয়ে ম্যাটিনি শোর টিকেট কাটতে পারেন অথবা কিয়েভে অজস্র যে স্ব যাদুঘর রয়েছে তার একটা দেখে আসতে পারেন, আপনার এই ৩৩ রিভানিয়া অন্য কিছুতে ব্যয় করার সুযোগ রয়েছে যার মধ্যে আছে ফলের ক্যান্ডি, বন্ধুকে পাঠানোর জন্য পোস্টকার্ড (শম্বূক গতির ডাকে!) এবং এমনকি কিয়েভ থেকে ভিনিৎসা যাওয়ার এক টিকেট কাটতে পারেন।

একজন ফেসবুক ব্যবহারকারী এমনকি ২০ (= ৭১ সেন্ট) ইউক্রেনীয় রিভানিয়া দিয়ে অপেরা দেখার টিকেট কাটতে সমর্থ হয়েছে।

Screen Shot 2015-02-24 at 7.47.42 PM

ইউক্রেনের কারমেন-এর ন্যাশনাল অপেরা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫, সন্ধ্যা সাতটা- টিকেটের মূল্য-২০ রিভানিয়া, এবং এই এক ডলার দিয়ে একটা স্যান্ডউইচ কেনার জোরাল সম্ভাবনা রয়েছে।

তার ব্লগে এই লেখা পোস্ট করার এক রাতের মধ্যে এলেনার পোস্ট ৩৫০০ বার দেখা হয়েছে, যার প্রেক্ষাপটে সে আরো ক্রাউডসোর্সিং-এর জন্য একটি ফেসবুক সম্প্রদায় [2] স্থাপন করে, যেখানে ব্যবহারকারীরা ইতোমধ্যে ইউক্রেনের অন্য শহরগুলোয় এক ডলারে (৩৩ রিভিয়ানা) কি কি পাওয়া যেতে পারে সে বিষয়ে তাদের চিন্তা প্রদান করেছে।