হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থল উপস্থিত বর্ণনাকারীদের লেখার ইংরেজি অনুবাদ পাঠ করুন

The Hiroshima Peace Memorial in Hiroshima, Japan, site of the Hiroshima

জাপানের হিরোশিমায় অবস্থিত দি হিরোশিম পিস মেমোরিয়াল, যা হিরোশিমার ন্যাশনাল পিস মেমোরিয়ালের অংশ, যেখান থেকে সাম্প্রতিক সময়ে আণবিক বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে প্রদান করা এই ঘটনার বর্ণনার অনুবাদ করা হয়েছে। ছবি উইকিকমন্স/ উইকিপিডিয়া ব্যবহারকারী এ্যাডেনের সৌজন্যে।

আণবিক বোমার হাত থেকে বেঁচে যাওয়া নাগরিকরা যে ঘটনার সরাসরি বর্ণনা প্রদান করেছে, জাপানের ইকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেগুলো জাপানী ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছে।

আগস্ট ২০১৫, হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা বর্ষণের ৭৫ তম বার্ষিকী, যে বোমার বিস্ফোরণে হাজার হাজার নাগরিক নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্র যেদিন জাপানে এই বোমা ফেলে তার পরের দিন জাপান আত্মসমর্পন করে, এই দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি দিবস হিসেবে ধরা হয়।

এই আণবিক বোমা হামলার ঘটনায় বেঁচে যাওয়া নাগরিকদের সাক্ষ্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যে সব ভিডিওতে পরে ইংরেজি সাব টাইটেল যোগ করা হয়েছে।

‘আণবিক বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া নাগরিকদের বর্ণনা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য অনুবাদকদের নেটওয়ার্ক’ (নেটওয়ার্ক অফ ট্রান্সলেটর ফর দি গ্লোবালাইজেশন অফ দি টেস্টমনি অফ অ্যাটমিক বোম্ব সারভাইভার বা নেট–গাস) নামক সংগঠন এই কাজটি করেছে। এই নেট-গাস নামক সংগঠনটি দি হিরোশিমা ন্যাশনাল পিস মেমোরিয়াল হলে রাখা প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিডিওর অনুবাদ করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের এই বর্ণনার ভিডিও জাপানের হিরোশিমা যাদুঘরে দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের এই বর্ণনার কিছু ভিডিও অনলাইনে এখানে দেখতে পাওয়া যাবে।

এই ওয়েবসাইট এই বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থল উপস্থিত ছিল এমন কিছু ব্যক্তির বর্ণনার অনুবাদকৃত কিছু পডকাস্টও তুলে ধরেছে এবং হিরোশিমা ও নাগাসাকি বোমা বর্ষণের কিছু অনুবাদ করা স্মৃতিচারণ তুলে ধরেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .