কুর্দি একটিভিস্ট সামান নাসীমের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কর্মীরা এখনো অন্ধকারে রয়েছে, গত সপ্তাহে যার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, ১৯ ফেব্রুয়ারি তারিখের এই নির্ধারিত এই মৃত্যুদণ্ড যাতে কার্যকর না হয় তার জন্য ইরানের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে বেশ কয়েকটি প্রচারণা, শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছে। সংবাদ অনুসারে সামানকে শাস্তি হিসেবে প্রদান করা এই মৃত্যুদণ্ড স্বয়ং ইরানের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির লঙ্ঘন, বিশেষ করে এই বিষয়টির প্রেক্ষাপটে যে, যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন সে ছিল এক অপ্রাপ্ত বয়স্ক নাগরিক ( তখন তার বয়স ছিল ১৭ বছর)।
একটিভিস্টরা এখনো #সেভসামান হ্যাশট্যাগের অধীনে টুইট করে যাচ্ছে, এদিকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিনা এবং তার কারাগারে আটকে থাকার বিষয় নিয়ে অনলাইনে পরস্পর বিরোধী সংবাদ পাওয়া যাচ্ছে।
Still no official confirmation from #Iran‘ian officials re whether Saman is alive or not. Unconscionable. http://t.co/9DUysoct28 #SaveSaman
— Faraz Sanei (@farazsanei) February 21, 2015
ইরানের কোন সরকারি কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেনি যে, সামান কি এখনো জীবিত, নাকি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন নামক সংস্থা সংবাদ প্রদান করেছে যে ইরান সম্প্রতি মাদক পাচারের দায়ে ছয়জন কারাবন্দীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছে। জাতিসংঘ, মাদক পাচার সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পাওয়ার “যোগ্য বলে বিবেচনার করে না”।