- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান, আইএসআইএস আতঙ্কের কারণে সিরিয়ায় যেতে ইচ্ছুক ফটোগ্রাফারের পাসপোর্ট জব্দ করেছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, ভ্রমণ, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার
CAPT

ছবি সাকু তাকাকুসাকির [1]। আন্তর্জাতিক ক্রিয়েটিভ কমন্স শেয়ার এলাইক ৪.০-এর অধীনে লাইসেন্স করা হয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৭ ফেব্রুয়ারি তারিখে জাপানের ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ইয়ুচি সুগিমোটোর পাসপোর্ট জব্দ করা হয়েছে [2],এতে উদ্ধৃত করা হয় যে সিরিয়ায় যাওয়ার ইচ্ছে পোষণ করার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অস্বাভাবিক সিদ্ধান্তে এক প্রতিবাদের ঝড় ওঠে, বিশেষ করে বিদেশী প্রচার মাধ্যমে, তারা যুক্তি দেখায় যে জাপান সরকার সুগিমাটোর অধিকার লঙ্ঘন করছে।

ভিডিওঃ জাপানের বিদেশী সংবাদদাতা ক্লাবে সুগিমোটোর সংবাদ সম্মেলন (ইংরেজি অনুবাদ সহ)।

এই বিতর্ক যে বিষয়ের উপর আলোকপাত করেছে তা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সামাজিক এবং সাংস্কৃতিক আচরণের মাঝে তুলনা, এতে যুক্তি দেখানো যেতে পারে যে জাপানি সংস্কৃতি অন্য দেশের মত ব্যক্তির অধিকার রক্ষায় ততটা প্রতিশ্রুতিশীল নয়।

জাপান সরকারের সুগিমোটোর পাসপোর্ট জব্দ করার এই সিদ্ধান্ত,জানুয়ারির শেষে আইএসআইএস-এর হাতে সাংবাদিক কেনজি গোটো [3] এবং হারুনা ইয়ুকাওয়ার নামক দুজন জাপানের নাগরিকের নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড সামগ্রিক ভাবে জাপানের জন্য দারুণ এক আঘাত হয়ে আসে [4], এই হত্যাকাণ্ডের পূর্ব পর্যন্ত এই বিষয়টি স্বয়ং গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসেনি,যেহেতু কোন দলের কাছে এরা “শত্রু’ বা ‘উপদেষ্টা’ ছিল না।

জাতীয় দৃষ্টিভঙ্গি রাতারাতি পাল্টে গেছে [4]। জাপানে এখন এ রকম আবছা একটা ধারণা হয়েছে যে বিশ্বে এমন কিছু স্থান আছে যা ভ্রমণ উপযোগী নয়। কেন এক সাংবাদিকের অধিকার ছিনিয়ে নেওয়া হল, এই নিয়ে প্রশ্ন করার বদলে সমাজে সবার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, “কেন এখন সেখানে সবাই যেতে যাচ্ছে”?

নিঃসন্দেহে এর আগে কোন জাপানি নাগরিক এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি দেখেনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুগিমোটোর পাসপোর্ট জব্দ করার পেছনে সামাজিক এই আবেগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে [5]

তবে, কারণ যাই হোক, এই বিষয়টিকে এড়িয়ে যাওয়া সহজ নয় যে ফ্রিল্যান্স এই ফটোসাংবাদিকের পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়েছে। এদিকে সুগিমোটোর সিরিয়ায় যাওয়া রোধ করতে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া এক যৌক্তিক কারণ হিসেবে কাজ করেছে, যদি এ ধরনের আর কোন ঘটনার উৎপত্তি ঘটে তাহলে এই বিষয় জাপানে আগামীতে এক বিস্তারিত বিতর্কের সূত্রপাত ঘটাবে।