রসকোমাডাজর হচ্ছে রুশ সরকার পরিচালিত এক নজরদারীর প্রতিষ্ঠান, এটি “উগ্রবাদী” দল চিহ্নিত করার ক্ষেত্রে মিডিয়ার স্বাধীনতার বিষয়ে নতুন এক গুচ্ছ “ব্যাখ্যা প্রদান” আদেশ জারী করেছে। সম্প্রতি দেশটির বিচার মন্ত্রণালয় এ রকম ৪১টি দলকে নিষিদ্ধ ঘোষণা করে, আর অতি সম্প্রতি নভেম্বর ২০১৪-এ ইউক্রেনের পাঁচটি জাতীয়তাবাদী সংগঠনকে এরা তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে।
আজ রসকোমনাডাজর প্রদত্ত এক বিবৃতি অনুসারে, রাশিয়ার উগ্রবাদ প্রতিরোধ আইনে নিষিদ্ধ যে কোন দলের বিষয়ে কোন ধরনের সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা রয়েছে, যদি না একই সাথে সংবাদ সংস্থা উল্লেখ করে যে উক্ত সংগঠনটি “ধ্বংস হয়ে গেছে” অথবা “রাশিয়ায় তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে”। এসব সংগঠন সম্বন্ধে সংবাদ প্রকাশের অন্য গ্রহণযোগ্য উপায় হচ্ছে এগুলোকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা, তাদের প্রতি ‘চরমপন্থী’, ‘উগ্রবাদী, অথবা “জাতীয়তাবাদী” চরিত্র আরোপের মাধ্যমে তাদের সম্বন্ধে বর্ণনা করা।
কোন সংবাদপত্র অথবা ওয়েবসাইটকে যদি এই আইন ভঙ্গ করা অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা করা হবে এবং রসকোমনাডজর আনুষ্ঠানিক ভাবে সতর্কীকরণ বার্তা পাঠাবে। ১২ মাস সময়ের মধ্যে কেউ যদি কোন একটি মাসে একবারে বেশী এই রকম সরকারি সতর্কীকরণ বার্তা পায় তাহলে বিচার মন্ত্রনালয়ের ক্ষমতা রয়েছে যে সংবাদপত্রের প্রকাশনা বাতিল করার। অনুমানের ভিত্তিতে এ রকম উগ্রবাদী উপাদান সম্বলিত লেখা প্রকাশের অভিযোগে রসকোমনাডজর রাশিয়ার অন্তত ছয়টি প্রধান সংবাদপত্রে বিরুদ্ধে সতর্কীকরণ বার্তা পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে লেন্টা.রু, নোভায়াইয়াগেজেট্টা,পলিত.রু, বিজনেসঅনলাইন, বিএফএম.রু এবং মিডিয়াজোনা।