তাজিক এক কর্মকর্তা তার রাষ্ট্রপতিকে “সূর্য” বলে অভিহিত করেছে

Rahmon has Tajikistan under his heel. Demotix ID  +add to lightbox Add to cart ID: 968180. Photo of German Chancellor Angela Merkel and the President of Tajikistan, Emomaii Rahmon, speak during a conference. Photo by Riccardo Valsecchi.

তাজিকিস্তান নামক দেশটিকে রাহমোন তার জুতার তলে রেখেছে। ডেমোটিক্স আইডি ৯৬৮১৮০। জার্মান চ্যান্সেলার এ্যাঞ্জেলা মার্কেলের সাথে এক সম্মেলনে তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রাহমোনের বক্তৃতা প্রদানের সময়কার ছবি। ছবি তুলেছে রিকার্ডো ভালসেচ্চি

রাজনৈতিক নির্ভরশীলতার ক্ষেত্রে তাজিকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছে বিশালাকায় জলন্ত এক অগ্নিপিণ্ড ছোট ছোট তারকারা যার চারপাশের কৃতজ্ঞতা স্বরূপ ঘুরতে থাকে।

তাজিকিস্তানের ধর্ম সংক্রান্ত কমিটির প্রধান আব্দুরাহিম খোলিকজোদা সাম্প্রতি তাজিক রাষ্ট্রপতি এক সরকারি মালিকানাধীন সংবাদপত্রে লেখা প্রবন্ধে সর্বোতভাবে এই মত প্রদান করেন এই বলে এমোমালি রাহমোন হচ্ছেন এক “সূর্য” এবং “ সুখের তারা”। তিনি এতে “রাষ্ট্রের গৌরব” এবং “আধুনিক তাজিকিস্তানের স্থপতি” হিসেবে রাহমোনের প্রশংসা করেন, খোলিকজোদা বিশ্বাস করেন যে রাহমোনের প্রশংসা করা মানে তাজিকিস্তানের প্রশংসা করা।

রাষ্ট্রপতির অর্জন সম্বন্ধে শুনুন, খোলিকজোদা উল্লেখ করেছেন যে রাহমোন সহস্রাব্দ এক অন্ধকার সময় পার করে তাজিক জাতিকে আবার বিশ্ব রাজনীতিতে ফিরিয়ে এনেছেন, স্বাধীনতা পরবর্তী গৃহযুদ্ধের ধ্বংসলীলা থেকে দেশটিকে উদ্ধার করেছেন, অপরাধীদের ক্ষমা করেছেন, উদ্বাস্তুদের ফিরিয়ে এনেছেন এবং সমৃদ্ধ এক রাষ্ট্রের অংশ হিসেবে জাতিকে এক করেছেন। লেখক উপসংহার টেনেছে এই বলে যে এই অন্ধকারচ্ছন্ন সময়ে সংসদ সদস্যদের এমামোলি রাহমোনকেকে দেশটির নেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে।

মহাবিশ্বের সাথে তুলনা করার পরেও সন্তষ্ট না হয়ে, খোলিকজোদা রাষ্ট্রপতি রাহমোনের সংস্কার প্রচেষ্টাকে মার্টিন লুথার, অলিভার ক্রমওয়েল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং মহাত্মা গান্ধির সাথে তুলনা করেছে।

কৌতূহল জনক বিষয় হচ্ছে খোলিকজোদা, যিনি সম্ভবত আগামী মার্চ মাসে সংসদের আসনে লড়ার জন্য তার এই পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি ২০০৭ সালে রাহমোন স্বাক্ষরিত বিয়ে এবং অন্য অনুষ্ঠান মাত্রাতিরিক্ত খরচ নিষিদ্ধ করে পাশ করা আইনের প্রতি গুরুত্ব আরোপে বিশেষ মনোযোগ প্রদান করেছেন। এই অতীব কঠোর পদক্ষেপ রাহমোনের ছেলের বিয়েতে প্রয়োগ করা হয়নি, যা ঠিক সে বছর অনুষ্ঠিত হয় এবং সে অনুষ্ঠান ছিল বেশ ব্যয়বহুল।

ওজোদির, আরএফই/আরএফএল-এর তাজিক সেবার মন্তব্য বিভাগে এই প্রবন্ধ নিয়ে বেশ আলোচনার সূত্রপাত ঘটে। সেখানে সাধারণত মন্তব্যকারীরা তাজিকিস্তানে রাহমোন ক্রমশ পূজণীয় এক ব্যক্তিত্বে পরিণত হওয়ার মত বিষয়ের নিন্দা করেছে।

মাহমুদ লিখছে:

Таклидро мо точикон хеле ва хеле дуст медорем. Ин кадар бардор бардориро ба мисли рохбарони Кореяи шимоли нарасонед. Худо аз варианти Корея нигах дорад Точикистонро.

আমরা, তাজিকরা, অনুকরণ করতে ভালবাসি, উত্তর কোরিয়ার মত আমাদের কোন ব্যক্তির অর্চনা করা ঠিক না। পরম করুণাময় আমাদের উত্তর কোরিয়ার মত রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করুন।

মেহরব নামের আরেক মন্তব্যকারী, দেশটির রাজনৈতিক অভিজাত শ্রেণীর মাঝে যে আখ্যানটি প্রভাব বিস্তার করে রেখেছে তার প্রতিধ্বনি করেছে, যার মাধ্যমে রাহমোন সকল কিছু থেকে পরিত্রাণ পাবে এর সাধারণ কারণ হচ্ছে তাজিকিস্তান এখন আর তার নিজের সাথে যুদ্ধে লিপ্ত না: 

Бародари беном! солеки чанг буд оё нонро ба сери медидед? солеки ноором буд оё бе парво дар ними шаб ба кучахо баромада метавонистед? оё агар ин мамлакатеки бесарусомонихо буд дар як мухлати кутох аз соли саюз ободтару зеботар гардид ин бас нест? хай чи кунем боз бар зидди давлат чанг кунем? боз модаронро бе бача, фарзандонро бе падар ва занхоро беваю фохиша карда дар кучахо сар дихем????????????

যখন আমরা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছিলাম তখন কি আমাদের কাছে যথেষ্ট রুটি ছিল? সে সময় কি আমরা রাতের বেলায় বাইরে যেতে পারতাম? এটা কি যথেষ্ট নয় যে, আমাদের এই রাষ্ট্র যা এক সময় ধ্বংস হয়ে গিয়েছিল তা এখন সোভিয়েত সময়ের চেয়ে ভাল আছে? আবার কি আমরা আমাদের সরকারের সাথে লড়াই করব? আবার কি আমরা আমাদের মা-দের সন্তানহারা করব, আমাদের সন্তানদের পিতৃমাতৃহীন করব এবং আমাদের স্ত্রীদের বিধবায় এবং রাস্তায় বাস করা পতিতায় রূপান্তরিত করব?

তবে, হায়দার এই নতুন মাত্রার চাটুকারিতার বিদ্রূপ করছে। খোলিকজোদার উচিত ছিল তার প্রবন্ধকে বিনীত ভাবে উপস্থাপন করা এবং এটিকে তাজিক রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদের সাথে যুক্ত করা যে সংবাদে জানা গেছে একজন ব্যক্তি নিজেকে “শেষ নবী” হিসেবে ঘোষণা করা এক ব্যক্তি বহুবিবাহ এবং ভূমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছে:

 э кандата зан раиси кумитаи дин. ва боз ба фикрам фаромуш кардаи илова куни ки чаноби оли хамон махдии охири замон ва пайгамбари бархак аст…….

худо хохад 2 даври дигар раиси кумитаи дин мешави

ভাল কাজ করেছেন জনাব ধর্মীয় কমিটির প্রধান। আমি মনে করি যে আপনি মহামান্য শাসকের উপাধির সাথে (রাষ্ট্রপতি রাহমোনকে উল্লেখ করে করা সম্বোধন) শেষ এবং সত্যিকারের প্রেরিত পুরুষ কথাগুলো যোগ করতে ভুলে গেছেন…তাহলে আপনি আরো কয়েক মেয়াদে ধর্মীয় কমিটির প্রধান হিসেবে কাটাতে পারবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .