বাড়ির চারপাশ থেকে সংগৃহীত ইসরাইলের বুলেট দিয়ে ফিলিস্তিনের মানচিত্র আঁকল এক মেয়ে

A Palestinian girls draws the map of Palestine using Israeli bullets. Photograph shared by @Palestinianism on Twitter

ফিলিস্তিনি এক মেয়ে ইসরায়েলি বুলেট ব্যবহার করে ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন @পালেস্টানিজম

এই ছবিটি আজ সামাজিক মিডিয়াতে ব্যাপক আলোড়ন তুলেছে। টুইটারে পালেস্টানিজম এর ২১৮০০ অনুসারী রয়েছে। তাঁর মতেঃ

এই মেয়েটি তাঁর বাড়ির চারপাশ থেকে ইসরাইলের ছোঁড়া বুলেট সংগ্রহ করেছে এবং তা দিয়ে #ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে।

পালেস্টানিজম আরও বলেছেনঃ

আমি মাঝে মাঝে আশ্চর্য হই এই ভেবে যে তাঁর বয়সের শিশুরা কিভাবে বেড়ে উঠবে? যেখানে তারা সব সময় ইসরাইলি ট্যাংক, বুলেট, গ্রেনেড, রকেট, বোমা দ্বারা বেষ্টিত থাকে! 

তিনি যোগ করেছেনঃ

এই শিশুরা যদি রাগ ও ঘৃণা ছাড়া আর কিছু না নিয়েই বড় হয়, তবে তার জন্য কে দায়ী?

এই মেয়ের পরিচয়, অথবা ফিলিস্তিনের কোথায় তাঁর বাস, সে সম্পর্কে আর কোন তথ্য নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .