
ফিলিস্তিনি এক মেয়ে ইসরায়েলি বুলেট ব্যবহার করে ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন @পালেস্টানিজম
এই ছবিটি আজ সামাজিক মিডিয়াতে ব্যাপক আলোড়ন তুলেছে। টুইটারে পালেস্টানিজম এর ২১৮০০ অনুসারী রয়েছে। তাঁর মতেঃ
This young Palestinian girl collected Israeli bullets from around her house and drew out the map of #Palestine. pic.twitter.com/l1Wg2lDlZC
— F. (@Palestinianism) February 8, 2015
এই মেয়েটি তাঁর বাড়ির চারপাশ থেকে ইসরাইলের ছোঁড়া বুলেট সংগ্রহ করেছে এবং তা দিয়ে #ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে।
পালেস্টানিজম আরও বলেছেনঃ
I sometimes wonder what children her age will grow to be when they surrounded by Israeli tanks, bullets, grenades, rockets, bombs.
— F. (@Palestinianism) February 8, 2015
আমি মাঝে মাঝে আশ্চর্য হই এই ভেবে যে তাঁর বয়সের শিশুরা কিভাবে বেড়ে উঠবে? যেখানে তারা সব সময় ইসরাইলি ট্যাংক, বুলেট, গ্রেনেড, রকেট, বোমা দ্বারা বেষ্টিত থাকে!
তিনি যোগ করেছেনঃ
Who is to blame if these children grow up with nothing but anger and hatred.
— F. (@Palestinianism) February 8, 2015
এই শিশুরা যদি রাগ ও ঘৃণা ছাড়া আর কিছু না নিয়েই বড় হয়, তবে তার জন্য কে দায়ী?
এই মেয়ের পরিচয়, অথবা ফিলিস্তিনের কোথায় তাঁর বাস, সে সম্পর্কে আর কোন তথ্য নেই।