- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৫ থেকে, সম্মুখে এবং ঊর্ধ্বগতিতে এগিয়ে যাওয়া

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা

সম্ভবত মহাশূন্য থেকে আমরা চীনের প্রাচীরের মত দৃশ্যমান নই। তবে সৌভাগ্যক্রমে ২৫ জানুয়ারি, ২০১৫ তারিখে সেবু সিটির বিশাল প্রভিন্সিয়াল ক্যাপিটাল নামক ভবনের সামনে ড্রোন, সেখানে স্থাপিত ক্যামেরায় আমাদের ছবি তোলে, আর তা তোলার সময় এটি আমাদের থেকে মাত্র কয়েকশ মিটার উপরে উড়ছিল, যা গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সারিবদ্ধ অংশের খানিকটা ধারণ করতে পেরছে, যারা শ্রদ্ধাপূর্ণ চাহনিতে এই ছবিতে ধরা পড়েছে-বিষয়টি বিবেচনা করলে বলতে হবে কত দ্রুত আমরা এই কাজটি করতে সমর্থ হয়েছি –সারি এবং বৃত্ত তৈরী করা–যা আমাদের দশ বছরের অস্তিত্বের প্রতিনিধিত্ব করছে।

গত বছরের ডিসেম্বর মাসে আমরা দশ বছরে পা দিয়েছি, কাজে জানুয়ারি ২০১৫-এ ফিলিপাইনের সেবু সিটিতে অনুষ্ঠিত ষষ্ঠ গ্লোবাল মিডিয়া সিটিজেন সামিট [1] ছিল আমাদের উদযাপনের আরেকটি মুহূর্ত, আমরা আমাদের সম্প্রদায়ের বর্তমান ৮০০ জনের বেশী সক্রিয় সদস্যদের ক্ষেত্রে এই আয়োজন করতে না পারাই ছিল আমাদের একমাত্র মনঃকষ্টের কারণ।

যেহেতু কেবল এই একবার আমাদের এই ভার্চুয়াল সম্প্রদায় একে অপরের সামনাসামনি হতে পারে, তাই আমাদের প্রতি দ্বিবার্ষিক এই সম্মেলন [2] এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের এই সামিটে অর্ন্তভুক্ত ছিল চারদিনের আভ্যন্তরীণ আলোচনা এবং উন্মুক্ত ইন্টারনেটঃ আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক অধিকার [2] নামক বিষয়ে সেবু প্রভিনশিয়াল ক্যাপিটাল ভবনে সর্বোচ্চ স্তরের এক গণ সম্মেলন। এর বিবরণী ছিল উন্মুক্ত, গতিশীল এবং যথাযথ, সাথে গ্লোবাল ভয়েসেস–এর সদস্যরা বিশ্বের কারাবন্দী মিডিয়া কর্মী এবং একটিভিস্টদের [3] মুক্ত করে দেওয়ার আহ্বান সম্বলিত বিবৃতি পাঠ করে। একই সাথে সামিটে গুগলের সমর্থনে প্রবন্ধ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষাণা করা হয় [4]

আমাদের এই ২০১৫ সম্মেলন সফল করার জন্য অনেকের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার আছে:

আমাদের বক্তা [5], সামিটের অধিবেশনে [6] বিনীতভাবে আপনার বিশেষ জ্ঞান তুলে ধরেছে (সামিটের সাইটে [1] এই বিষয়ক বিবরণ এবং ভিডিও দেখুন)

আমাদের এই সম্মেলনের অংশগ্রহণকারী, যারা ফিলিপাইনের কাছে এবং দূর থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তারা এই অনুষ্ঠানের অংশ ছিল।

আমাদের এই অনুষ্ঠানের আন্তর্জাতিক স্পন্সর ছিল ফোর্ড ফাউন্ডেশন [7], ম্যাকআর্থার ফাউন্ডেশন [8], গুগল, ওপেন সোসাইটি ফাউন্ডেশন [9], নাইট ফাউন্ডেশন [10], ইয়াহু এবং অটোমেটিক [11]

আর আমাদের এই সামিট এতটা সাফল্য মণ্ডিত হত না, যদি না আমরা আয়োজক এলাকা থেকে এতটা দারুণ সমর্থন পেতাম। আমাদের মিডিয়া স্পনসর সানস্টার পাবলিকেশনস [12], আমাদের প্রযুক্তি স্পনসর গ্লোবাল টেলিকম [13] এবং স্মার্ট কমিউনিকেশন [14] অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আমাদের কর্মযজ্ঞ সাধনের জন্য পুরো দুদিন বিশালাকায় সমগ্র প্রভেনশিয়াল ক্যাপিটল ভবন আমাদের দিয়ে দেওয়ার জন্য সেবু প্রদেশকে [15] ধন্যবাদ। ফিলিপাইনের নিজস্ব উপায়ে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এবং মুসাও সুগবো-এ এক অসাধারণ পরিসমাপ্তি পার্টির জন্য ফিলিপাইনের পর্যটন বিভাগকে [16] ধন্যবাদ। আর পিআরওয়ার্কশপ [17]-এর ডোরিস ইসাবুল-মোঙ্গায়া এবং তার দলকে তাদের অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং বিশেষ জ্ঞানের জন্য ধন্যবাদ যা সেবুতে কাটানো আমাদের সময়কে নানান ভাবে স্মরণীয় করে রেখেছে–এবং ড্রোন দ্বারা ধারণকৃত ভিডিওর জন্য ধন্যবাদ।

আর এখন আমাদের সম্মুখে ও ঊর্ধ্বগতিতে এগিয়ে যাওয়ার পালা।