যথেষ্ট আর্থিক তহবিল এবং সুবিধার সীমাবদ্ধতা সত্ত্বেও, আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে, যা দেশটিকে একসুতায় গাথার এক উপাদান সরবরাহ করছে।
২০১৫ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ ১৪ টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে।
বাছাইপর্বে নেপালের বিরুদ্ধে জয়ের পর হাজার হাজার আফগান নাগরিক দলের এই জয় উদযাপনে রাস্তায় নেমে আসে। এই প্রজাতন্ত্রে খেলাটি নতুন নয়, যে দেশটির সীমান্ত ক্রিকেট পাগল পাকিস্তান এবং ভারতের সাথে যুক্ত, কিন্তু দশকের পর দশক ধরে চলা যুদ্ধে, খেলাধুলা দেশটিতে অনেক পেছনে পড়ে গেছে।
বিশেষ করে তালেবান শাসনের সময় এই ঘটনা ঘটে, যাদের সময়ে ফুটবল খেলার উপর নিষেধাজ্ঞার মত বিখ্যাত ঘটনা ঘটে এবং তারা জনসম্মুখে শাস্তি প্রদানের জন্য স্টেডিয়ামগুলোকে ব্যবহার করত। এই উগ্রবাদী শাসকদের সময়ে ক্রিকেট ছিল সেই সমস্ত গুটিকয়েক খেলার মধ্যে অন্যতম যেগুলো অহিংস শারীরিক কসরত বা খেলা যা তারা পছন্দ করত, তবে সে সময়ে এর উন্নয়নে খুব সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়।
টুইটারে বিল্লাল সারোয়ারি দেশটির একদল নাগরিকের ছবি প্রদর্শন যারা দেশটির প্রিয় খেলা খেলছে:
#AFG Impressive : Growing popularity of cricket in Afghanistan. Courtesy Mohmmad Nabi. pic.twitter.com/yFrS0gyJre
— Bilal Sarwary (@bsarwary) June 8, 2014
চিত্তাকর্ষকঃ আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ছবি মোহাম্মদ নবীর সৌজন্যে।
আফগান এক সাংবাদিক শায়েস্তা সাদাত লামেহ দলের সাফল্য কামনা করছে:
خپل تیم ته د بریالیتوب په لوړو کې د آسمان هیله کوم! د افغانستان د کرکت ملي تیم نن آسترالیا ته سفر وکړ! #Afghanistan pic.twitter.com/nZvwimEGD2
— Shaista Sadat Lameh (@ShaistaLameh) January 30, 2015
আমি আমার দলের সাফল্য কামনা করছি! আজ আফগান জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে।
এবং এক প্রতিপত্তিশালী ব্যবসায়ী প্রথম খেলায় প্রথম যে আফগান ক্রিকেটার সেঞ্চুরি করবে তাকে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে:
Abdul Yasini , an Afghan announced 15,000$ reward for any cricket player who make 100 runs against Bangladesh in… http://t.co/PSkNp0XD0L
— Wais Barakzai (@WaisBarakzai) February 2, 2015
আফগানিস্তানের প্রথম খেলায় বাংলাদেশের বিরুদ্ধে যে খেলোয়াড় সেঞ্চুরি করবে আব্দুল ইয়াসিনি তাকে ১৫,০০০ ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে।
মুদ্দাসের ইসলামি উপসংহার টেনেছেন এই বলে যে অন্য দেশকে সমর্থন করার দিন শেষ, এখন দেশটির গর্ব করার মত একটি দল রয়েছে:
Those days are gone when we used to cheer for #Pakistan against India in cricket. Today, we are excited for our #Afghan team. Good luck Afg!
— مدثر اسلامي (@mmodaser) February 10, 2015
সেই দিন আর নেই, যখন ভারতের বিরুদ্ধে খেলায় আমাদের পাকিস্তানের হয়ে জয়োল্লাস ধ্বনি প্রদান করতে হত। আজ, আমরা আমাদের আফগানিস্তান দলের জন্য উত্তেজিত। আফগানিস্তানের সৌভাগ্য কামনা করছি।
প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতিমূলক খেলায় ভারতের বিপক্ষে পরাজিত হলেও, আফগানিস্তান অন্য দুটি প্রস্তুতিমূলক খেলায় আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড উভয়কে পরাজিত করেছে। এই দুটি জয় আফগানিস্তানকে প্রথম বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলায় ভাল ফলাফলের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। তবে অনেক সাধারণ আফগানিস্তান নাগরিকদের কাছে বছরের পর বছর ধরে দূর থেকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার দর্শক হয়ে থাকার প্রেক্ষিতে, সেখানে নিজেদের দলকে দেখতে পাওয়া তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।