২০১৫ সিমা পুরস্কারের জন্য ৩৭ জন চূড়ান্তভাবে নির্বাচিত

Sima 2015 documentary finalists

২০১৫-সিমা বা স্যোশাল মিডিয়া ওয়েবসাইট-এর স্ক্রিনশট-এর চূড়ান্ত মনোনয়নের চলচ্চিত্রের স্ক্রিনশট। সিমা ওয়েবসাইট থেকে গ্রহণ করা হয়েছে।

এই বছরের সামাজিক প্রভাব তৈরি করা প্রচার মাধ্যম পুরস্কার বা সিমা (স্যোশাল মিডিয়া ইম্প্যাক্ট) পুরস্কারের জন্য ৩৫টি দেশ থেকে ৩৭ জনকে নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কারের জন্য যে সমস্ত বিষয় মনোনীত হয়েছে তার মধ্যে রয়েছে পুয়ের্টোরিকো-এর হিজড়া সম্প্রদায়, হাইতির অস্থিরতা এবং নাইজেরিয়া থেকে নেদারল্যান্ডের অভিবাসনের বিষয়টি অনুসরণ করা।

ফাইনালে উত্তীর্ণরা সিমার সংগ্রহ এবং ভ্রমণ নামক সিরিজে প্রবেশ করেছে, এটি এমনকে প্লাটফর্ম যা সারা বিশ্বের তথ্যচিত্রকে নথিবদ্ধ করার কাজে নিয়েজিত।

গত বছরের সেরা ফিচার তথ্যচিত্রের পুরস্কার লাভ করে, ‘এমন এক বিশ্ব যা আমাদের নয়’ [এ ওয়ার্ল্ড নট আওয়ারস] যার নির্মাতা মাহদি ফেলিফেল-এই তথ্যচিত্রে দক্ষিণ লেবাননে অবস্থিত ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরের বাসিন্দাদের নিজের কোন দেশ না থাকা এবং তাদের হতাশা চিত্রিত করা হয়েছে। এই নিয়ে তৃতীয় বছরের মত সিমা পুরস্কার প্রদান করতে যাচ্ছে, যা এখন আন্তর্জাতিক চলচিত্র পুরস্কার উৎসব এবং সংগ্রহশালা, সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং সাড়া বিশ্বের সেরা সামাজিক প্রভাব তৈরী করা চলচ্চিত্রের বিতরণকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

২০১৫ সালে গ্লোবাল ভয়েসেস সিমার এক অংশীদার। ক্রিয়েটিভ ভিশন ফাউন্ডেশন, জিটেকনোলজি এবং এ্যাঞ্জেল স্টেশন নামক প্রতিষ্ঠান সিমার স্পনসর

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .