আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় ভ্রমণের অভিজ্ঞতা দেবে গুগল স্ট্রিট ভিউ

Launching of Google Streetview Car in Bangladesh.  Image by Rezwan. (9/2/2013)

ঢাকায় গুগল স্ট্রিট ভিউ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি রেজওয়ানের সৌজন্যে (৯/২/২০১৩)

স্মার্টফোন বা কম্পিউটারে বসে যে কেউ এখন গুগল ম্যাপে গিয়ে ঢাকা ও চট্রগ্রামের রাস্তা ও নির্দিষ্ট স্থানগুলোর ছবি দেখতে পারবেন কারণ গত ৫ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে চালু হয়েছে গুগল স্ট্রিট ভিউ। এ ছাড়াও দেশের ৪০টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং পর্যটনের জন্যে উল্লেখযোগ্য স্থানের প্যানোরামা ছবি গুগল স্ট্রিট ভিউতে পাওয়া যাবে।

বর্তমানে সারাবিশ্বের বেশ কটি দেশে গুগল স্ট্রিট ভিউ সুবিধা দিচ্ছে গুগল যা ২০০৭ সালের মে মাসে চালু হয়েছিল। বাংলাদেশে এ তালিকায় যুক্ত হয়েছে ৬৫তম হিসেবে। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা থেকে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি চিত্রগ্রহণের জন্যে।

গুগল এবং ইউএনডিপি ও ইউএসএইডের সহায়তায় পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতার ফলে গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে চালু হয়েছে।

গুগল স্ট্রিট ভিউতে জাতীয় সংসদ ভবন

গুগল স্ট্রিট ভিউতে জাতীয় সংসদ ভবন

গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি সুবিধা যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারোমিক ভিউতে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যে কোন নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যাবে। মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে উক্ত স্থানের ছবি তোলে। এ জন্য বিশেষ ভাবে তৈরি গাড়িটিতে রয়েছে প্যানোরোমা সুবিধার ছবি তোলার জন্য ৯টি ক্যামেরা যেটি ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারে। সঙ্গে থাকে বিশেষ লেজার ও জিপিএস সুবিধা যেটি ছবি তোলার সঙ্গে সঙ্গে যেখান থেকে ছবি তোলা হলো সেখান থেকে ছবি তোলার স্থানটির দূরুত্ব কতটুকু সেটি নির্ধারন করে দেয়। নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলা শেষে ছবি উক্ত স্থানের তথ্য সংগ্রহ, মানুষের মুখের ছবি, নাম্বার প্লেট ঘোলা করে দেয়া ইত্যাদি একাধিক মান নিয়ন্ত্রন শেষে যুক্ত হয় গুগল ম্যাপসে।

গুগল স্ট্রীট ভিউ গাড়ির কাজ শেষ। বাংলাদেশকে আমাদের দলে স্বাগতম ।

গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে চালু হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত দিয়েছেন। এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো:

একটি সফটওয়্যার কোম্পানির প্রধান পাভেল সারওয়ার ফেসবুকে জানিয়েছেন:

#GoogleStreetView এ নিজের লুঙ্গি দেখে খুবই মজা পাইলাম।।  [Amused to see my Lungi (a Sarong like cloth) in Google Streetview]

#GoogleStreetView এ নিজের লুঙ্গি দেখে খুবই মজা পাইলাম।।

ফেসবুকে কাজল আব্দুল্লাহ লিখেছেন:

কয় ঘন্টা ধইরা ঢাকার রাস্তার স্ট্রিটভিউ দেখতেছিলাম! বাসার সামনের রাস্তা দিয়া হাইটা আসলাম। মোবাইলে গুগলের স্ট্রিটভিউ দিয়া! মাথা নষ্ট ম্যান!
‪#‎ThankYouGoogle‬ ‪#‎GoogleMap‬ ‪#‎StreetView‬ ‪#‎Dhaka‬ ‪#‎Bangladesh‬ ‪#‎গুগল‬ ‪#‎Google‬ ‪#‎GoogleEarth‬

তাফসির ফেসবুকে লিখেছেন:

Street View দেখার লোভ সামলাতে না পেরে এখন মোবাইলের মাধ্যমেই দেখছি! নিজের এলাকার ছবি দেখতে গিয়ে এ কি দেখলাম! grin emoticon #StreetView #GoogleMaps

Street View দেখার লোভ সামলাতে না পেরে এখন মোবাইলের মাধ্যমেই দেখছি! নিজের এলাকার ছবি দেখতে গিয়ে এ কি দেখলাম!

তামযিদ ফারহান মগ্ন গুগল স্ট্রিট ভিউর ছবিগুলো দিয়ে ঢাকা শহরের একটি হাইপারল্যাপ্স ভিডিও বানিয়েছেনঃ

Dhaka Hyperlapse from Tamzid Farhan Mogno on Vimeo.

ডেইলি স্টারের একটি উপসম্পাদকীয়তে এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনির চৌধুরি বলেছেন কিভাবে গুগুল স্ট্রিট ভিউ বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, বিশেষ করে পর্যটন বাড়ানো, বিদেশি বিনিয়োগ প্রাপ্তি এবং আরও অনেক উপায়েঃ

Google Maps and StreetView will play a key role as our country's small and medium businesses go online and improve their web presence. [..] Teachers in Bangladesh and around the world could use the imagery in lessons about culture, history, geography, architecture and local businesses. Students can see parts of the country which they may not have the chance to experience in person otherwise. StreetView technology could also play a key role in innovating Bangladesh's crisis response strategy by assessing locations where natural disasters have taken place.

গুগল ম্যাপ এবং স্ট্রিট ভিউ আমাদের দেশের ক্ষুদ্র ও মধ্যম বাণিজ্যগুলোকে অনলাইনে তুলে ধরতে সাহায্য করবে এবং ওয়েবে তাদের অবস্থান সুদৃঢ় করবে। [..] বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশের শিক্ষকরা এইসব চিত্র দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ভুগল, স্থাপত্য এবং স্থানীয় শিল্প সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে পারবেন। ছাত্রছাত্রীরা দেশের অনেক যায়গায় ভ্রমণ করতে পারবে যা হয়ত তাদের জন্যে অসম্ভব ছিল। স্ট্রিট ভিউ প্রযুক্তি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক কাজে দিবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .