বিরোধী দলীয় প্রার্থী হিসেবে তাজিক রাষ্ট্রপতির ৮২ বছর বয়স্ক প্রাক্তন গণিত শিক্ষক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন

Tajik President Emomali Rahmon meets with elders during a working trip. Wikipedia image.

তাজিক রাষ্ট্রপতি এমোমলি রাহমন তার এক ভ্রমণের সময় দেশটির প্রবীণদের সাথে সাক্ষাৎ করেন। উইকিপিডিয়ার ছবি।

দাঙ্গাহারা জেলা পরিষদে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক ভাষা পরীক্ষায় অংশ নেওয়া তাজিকিস্তানের ইসলামিক রেনেসাঁস দলে দশজন প্রার্থী ফেল করেছে, যে এলাকা এই প্রজাতন্ত্রের অর্ন্তবর্তীকালীন রাষ্ট্রপতি এমোমলি রাহমন ও তার মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রীর জন্মস্থান।

তাজিকিস্তানের সর্ববৃহৎ বিরোধী দল–যা মধ্য এশিয়ার একমাত্র ধর্মীয় দল-দলটি ক্রমাগত চাপের মত এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে–সেই হিসেবে তাদের দশজন প্রার্থীর ফেল করার বিষয়টি তেমন একটা সংবাদ নয়। তবে ঘটনা হচ্ছে ৮২ বছর বয়স্ক খোলমুহাম্মদ কামোলভ, যিনি রাহমনকে মাধ্যমিক স্কুলে গণিত শিখিয়েছেন, ফেল করা উক্ত দশজন প্রার্থীর মধ্যে তিনিও একজন।

আইআরপিটি-এর (ইসলামিক রেনেসাঁস পার্টি) নিজস্ব ওয়েবসাইট জানিয়েছে যে দাঙ্গহারা এলাকার প্রায় অর্ধেক প্রার্থী বাধ্যতামূলক রাষ্ট্র ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। আইআরপিটি বলছে কামোলভ পরীক্ষা প্রদানের পর ওই ভবনের ঠাণ্ডা বারান্দায় তার ফলাফলের জন্য দুই ঘন্টা অপেক্ষা করেন, যে পরীক্ষায় তিনি খারাপ হাতের লেখার জন্য ফেল করেছেন।

আইআরপিটি উল্লেখ করেনি কেন কামোলভ তার প্রাক্তন দল পিপলস পার্টির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা অবসরভোগী এই প্রবীণের রাহমনের পাটিগণিত অথবা বীজগণিত বিষয়ক দক্ষতা নিয়ে কোন মতামত রয়েছে।

দ্রুত এই সংবাদ ফেসবুকে বিদ্রুপের ঢেউ তোলে, যেখানে ব্যবহারকারীরা যে ব্যক্তি তাজিকিস্তানের রাষ্ট্রপতিকে শিক্ষা প্রদান করেছে তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ পোষণ করেছে, যাকে তাদের নিছক নিরেট এক বোকা বলে মনে হয়েছে:

Барои хамин 23 сол шуд ки шогирдуш вая вай кунед вай шавад гуфта гаштаст!

আর এই কারণে তার ছাত্র বিগত ২৩ বছর ধরে বলে “ওটা কর, ওটা করেছি ওটা করা হয়েছে”।

আরেকজন ব্যবহারকারী ধারণা দিচ্ছে যে একজন প্রার্থী হিসেবে উক্ত শিক্ষকের নিবন্ধিত হতে ব্যর্থ হবার সঙ্গে ভাষার খুব সামান্য সম্পর্ক রয়েছে:

Бечора муаллим хамаи илму хату каламашро ба шогирдонаш додааст то дар тамоми сохторхо сохиби мансабу макоми баланд шаванд, аммо худ аз санчиш нагузаштааст. Муаллима як приёми бачоияш мондааст, ки аз хизби шогирдаш вакил шавад аз имтихони шаш забон хохад гузашт.

অসহায় শিক্ষক, যে তার সকল জ্ঞান তার স্কুলের ছাত্রকে প্রদান করেছে যাতে তারা সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান হতে পারে, কিন্তু সে নিজে উক্ত পরীক্ষায় পাশ করেতে ব্যর্থ হয়েছে। এখন তার একমাত্র সুযোগ হচ্ছে তার ছাত্রের পিপলস পার্টিতে ঢোকার চেষ্টা করা এবং তার সদস্য হওয়া, সেক্ষেত্রে সে যদি একই সাথে ছয়টি ভিন্ন ভাষাতেও পরীক্ষা দেয়, তারপরেও সবকটাতে সে পাশ করবে।

তবে এখন পর্যন্ত পিপলস পার্টির (রাহমনের দল) তাদের প্রার্থীদের নিবন্ধিত করার ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হয়নি :

Номзадhои ХХДТ-ро ангуштонашон бошад басанда аст!Барои пахши як тугмаи такдирсуз hусни хату имло чи даркор?..

পিডিআরটি-এর সদস্যদের আঙ্গুল রয়েছে আর সেটাই তাদের জন্য যথেষ্ট। সুন্দর হাতের লেখার কোন দরকার নেই-তাদের কেবল [সংসদে] বোতাম টেপার কাজটি করতে হবে যা সকলে জীবন ধ্বংস করছে।

বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এক স্থানীয় মহিলা আইনজীবী ফায়জিনিসো ভহিদোভা একই মতামত ব্যক্ত করেছেন :

Муаллими президенти кишвар аз имтихони забон нагузашт” Аслан намедонам, имтихони забони точики чи зарурат дорад, вакте ки вакилон бахс накунанд, бахсу мубохиса (дебаты) нест, лоихаи конунро нанависанд, кариб ки бо кори эъчоди машгул нестанд. Лоихаи конунхо аз хукумат ворид мешавад. Барои тугмачаро пахш кардан магар забони точики лозим аст?

আমি বুঝতে পারি না কেন এই কাজে ভাষা পরীক্ষার প্রয়োজন রয়েছে, যখন সংসদের সদস্যরা যুক্তি তর্কের ধার ধারে না, তারা কোন বিতর্ক করে না, তারা কোন আইন প্রণয়ন করে না, এবং প্রায় কোন সৃষ্টিশীল কাজ করে না। সরকারের বিভিন্ন বিভাগ খসড়া আইন প্রণয়ন করে। শুধু একটা বোতাম টেপার জন্য তাজিক ভাষায় পাশ করার কি এমন প্রয়োজন?

আবদুমানান শেরয়ালিয়েভ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী বিদ্রূপাত্মক ভাবে বলছে যে উত্তম হাতের লেখা তাজিকিস্তানের ব্যর্থ বিদ্যুৎ খাতের জন্য ক্রমে আরো বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Доштани хусни хуби хат барои вакилони оянда вочиб аст, чун бинобар масрафи бехудаи барк компютеру принтерхо аз корбари гирифта мешаванд ва вакилон бояд барои чавоб ба мактубхои мардум аз калам истифода кунанд.

বর্তমানে যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস থেকে কম্পিউটার এবং প্রিন্টার সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে সংসদ সদস্যদের হাতের লেখা সুন্দর হওয়া ব্যাধ্যতামূলক, সংসদ সদস্যদের তাদের ভোটারদের লেখা চিঠির উত্তর প্রদানে কলম ব্যবহার করেতে হবে।

দাঙ্গাহারা হচ্ছে দক্ষিণ তাজিকিস্তানের এক ছোট্ট পশ্চাৎপদ গ্রাম, যার জন সংখ্যা প্রায় ১৩৫,০০০ জন, এমামলো রাহমন-এর স্বদেশ হিসেবে এলাকাটি উদযাপন করে এবং একই সাথে সরকারের মন্ত্রীসভার উল্লেখযোগ্য বেশ কয়েকজন সদস্য এই জেলাকে তার জন্মভূমি হিসেবে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে অর্থমন্ত্রী, শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তামন্ত্রী, রাষ্ট্রীয় অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিভাগের চেয়ারম্যান এবং দূর্নীতি দমন বিভাগের ও জাতীয় ব্যাংকের প্রধান।

মন্ত্রীসভার অন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীর দাঙ্গাহারার জেলার নিকটবর্তী এলাকাকে নিজেদের জন্মস্থান বলে অভিহিত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এদিকে সাম্প্রতিক বছর সমূহে রাহমন পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে, যার মধ্যে তার পুত্র (কাস্টমস বিভাগের প্রধান), তার কন্যা (প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী) এবং তার জামাতা (প্রথম অর্থ প্রতিমন্ত্রী)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .