
পিক্সেল অফিন্সিভ ছদ্মনামের এক শিল্প সংগ্রাহকের আঁকা প্রদর্শন করছে সমাজকল্যাণ মন্ত্রী ডিনকি সোলিমান যিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির হলুদ অ্যাপ্রোন পরিধান করে রয়েছেন এবং পোপের নজর থেকে রাস্তার শিশুদের লুকিয়ে ফেলার জন্য দেওয়াল সাদা করছে।
পোপ ফ্রান্সিসের ফিলিপাইনস আগমনের প্রস্তুতি হিসেবে ম্যানিলার রাস্তা থেকে গৃহহীন এবং গরীবদের সরিয়ে দেওয়ার ঘটনা বারবার অস্বীকার করার পর অবশেষে ফিলিপাইনস সরকারের সমাজকল্যাণ মন্ত্রী স্বীকার করলেন যে পোপের ভ্রমণের সময় ১০০টির মত পরিবারকে এয়ারকন্ডিশন রিসোর্টে পাঠানো হয়েছিল।
মানবিক এক মন্ত্রণালয় হিসেবে পরিচিত সমাজকল্যাণ ও উন্নয়ন মন্ত্রণালয়ের (ডিএসডাব্লিউডি) মন্ত্রী ডিনকি সোলিমান সংসদের এক অনুসন্ধানী সভায় বলেন যে তার মন্ত্রণালয় রোক্সাস-এর প্রশস্ত পথ থেকে ওইসব পরিবারকে বাতাঙ্গাস-এর শীতাতপ নিয়ন্ত্রিত রিসোর্টে নিয়ে যাওয়া হয়, ম্যানিলায় যে রাস্তা দিয়ে পোপের মোটর গাড়ির শোভাযাত্রা তার গন্তব্যে এগিয়ে গিয়েছে।
নাসুগবু বাতাসাঙ্গায় অবস্থিত দি শাতু রয়ালে নামের রিসোর্ট ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফিলিপাইনসের রাজধানী শহরের ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই ছয় দিনের এক “পারিবারিক অবসর” কাটানোর জন্য উক্ত মন্ত্রণালয়কে ৯৭,০০০ মার্কিন ডলার খরচ করতে হয়েছে, সম্ভবত যা একুইনোর দূর্নীতি-নির্মূল প্রচেষ্টার অংশ। মন্ত্রনালয়ের মতে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে এর অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি যা তাদের চাকুরী খুঁজে পেতে কিংবা জীবিকা নির্বাহে সাহায্য করবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে পোপ ফ্রান্সিস গরীবদের প্রতি সমর্থনের কারণে জনপ্রিয়, তিনি এই দেশে এসেছেন কারণ তিনি অভাবগ্রস্ত এবং নিঃস্ব নাগরিকদের স্বচক্ষে দেখতে চেয়েছেন, বিশেষ করে হাইয়ান নামক টাইফুনের যারা শিকার তাদের। ফিলিপাইনের নেট নাগরিকরা ডিএসডাব্লিউডি-এর মন্ত্রী এবং রাষ্ট্রপতি নোয়নোয় একুইনোর প্রশাসনকে বিদ্রূপ করছে:
dear dinky soliman, kung ang itinago mo ke @Pontifex ay ang mukha mo at d ang mga homeless, mas marami sana ang natuwa sayo. 🙂 @dswdserves
— cecille (@cecille_hbl) January 25, 2015
প্রিয় ডিনকি সোলিমান, যদি আপনি গৃহহীনদের বদলে পোপের কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতেন, তাহলে আরো অনেক লোক আপনার প্রতি খুশী হত।
hiding the poor from pope francis is purely anti poor sec. dinky soliman. #hypocrisy
— Robert Protacio (@sybillsantino) January 23, 2015
ডিনকি সোলিমান। পোপ ফ্রান্সিসের চোখের সামনে থেকে গরিবদের সরিয়ে নেওয়া সত্যিকার অর্থে গরীব সম্প্রদায়ের বিরোধীতা করা।
Nagmano ka pa naman kay Pope Francis Dinky Soliman! Mga walanghiya kayo!
— Alyssa Po (@alyyyssapo) January 23, 2015
আর ডিনকি সোলিমান আপনি পোপ ফান্সিসের আশীর্বাদ লাভ করেছেন! আপনি কত না নির্লজ্জ!
And witness how Dinky Soliman imagines poor people becoming a threat to the Pope's security. That stupid secretary should resign at once!
— Jude M. Mangilog (@judemangilog) January 24, 2015
ডিনকি সোলিমান কি ভাবে কল্পনা করল যে গরীব লোকেরা পোপ ফ্রান্সিসের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তার সাক্ষী হয়ে রইলাম। এই নির্বোধ মন্ত্রীর তৎক্ষণাৎ পদত্যাগ করা উচিত।
Does Dinky Soliman think the Pope is clueless of the street kids fiasco?At this Info Age nobody can hide anything.
— eugenio isidro (@eugenio_isidro) January 24, 2015
ডিনকি সোলিমান কি মনে করে পথ শিশুদের নিয়ে ঘটা কেলেঙ্কারির বিষয়ে পোপের কোন ধারণা নেই? এই তথ্য প্রযুক্তির যুগে কেউ কোন কিছু লুকাতে পারে না।
Sec Dinky Soliman bakit mo naman tinago mga street children eh yan nga hhinahanap ni Pope? Nakakahiya na naman tayo intrrnational community
— Resty Mendoza (@restymendoza) January 23, 2015
মন্ত্রী ডিনকি সোলিমান কেন আপনি রাস্তার শিশুদের লুকিয়ে ফেললেন যখন তারাই ছিল মূল্যবান একজন যাদের পোপ অনুসন্ধান করছিল? আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আমাদের কি বিব্রত না হতে হল।

পিক্সেল অফেন্সিভ-এর আরেকটি মীম, যা ফেসবুকে প্রদর্শিত হয়েছে।
মন্ত্রী ডিনকি সোলিমান এর আগের এক সংবাদ অস্বীকার করে যে সংবাদে উল্লেখ করা হয় যে উক্ত মন্ত্রণালয় পোপের এই ভ্রমণের সময় গরীবদের তার সামনে থেকে লুকিয়ে ফেলে। এর আগে তিনি জোর দিচ্ছিলেন তার মন্ত্রণালয় যে প্রশিক্ষণ দিচ্ছিল তার সময়কাল পোপের এই ভ্রমণের সাথে ঘটনাক্রমে মিলে গেছে।
গৃহহীন পরিবারদের “এলাকা ছাড়া” করার বিষয়টি সোলিমান স্বীকার করে নেওয়ার, ফিলিপিনো আইন প্রণেতারা এই ঘটনায় এক তদন্ত শুরুর নির্দেশ প্রদান করেছেন।
পোপ ফিলিপাইনস ত্যাগ করার সাথে সাথে ওই সকল গরীব পরিবারকে আবার ম্যানিলায় ফিরিয়ে আনা হয়।