বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মিউজিক স্ট্রিমিং সেবাদানকারী সংস্থা স্পটিফাই রাশিয়ায় তাদের সেবা চালু করার সিদ্ধান্ত বাতিল করেছে, যার কারণ হিসেবে তারা অর্থনৈতিক মন্দা এবং রাশিয়ার নতুন কঠোর ইন্টারনেট আইনকে উল্লেখ করেছে।
বর্তমানে সুইডেন ভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবাদানকারী এই সংস্থাটি ৬০ মিলিয়ন ব্যবহারকারীকে সেবা প্রদান করছে। সংস্থাটি প্রাথমিকভাবে অক্টোবর ২০১৪ সালে রাশিয়ায় তাদের সেবা চালু করার পরিকল্পনা করে, কিন্তু তা ২০১৫ সালের শুরু পর্যন্ত স্থগিত করা হয়, স্থানীয় মোবাইল সেবা প্রদানকারীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হবার কারণে।
স্পোটিফাই রাশিয়া থেকে সরে আসছে ” সুদুর ভবিষ্যতের কথা” চিন্তা করে, একটি আরবিসি রিপোর্ট অনুযায়ী, যেখানে সাবেক গুগল নির্বাহী এবং যাকে রাশিয়ান স্পটিফাই অফিসের প্রধান করে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই আলেকজান্ডার কুবানেসভিলিকে উদ্ধৃত করা হয়েছে। অংশীদারদের পাঠানো একটি চিঠিতে তিনি বলেন যে স্পটিফাইয়ের সিদ্ধান্ত পরিবর্তনের কারণ “অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পরিস্থিতি, এবং নতুন কঠোর ইন্টারনেট আইন”। এছাড়া কুবানেসভিলি নিজেও সংস্থাটি ছেড়ে দিচ্ছেন বলে উল্লেখ করেন।
যদিও অধিকাংশ সংবাদ মাধ্যম রাশিয়ার অর্থনৈতিক মন্দাকে মূল কারণ হিসেবে উপস্থাপন করলেও, স্পটিফাই, অন্যান্য ইন্টারনেট কোম্পানির মতো নতুন তথ্য স্থানীয়করণ আইনকে ভয় করবার যথেষ্ট কারণ রয়েছে যে আইনে ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত সংস্থাদের রাশিয়ান ব্যবহারকারীদের নিজস্ব তথ্য রাশিয়ার সীমান্তের মধ্যে রাখবার বিধান রয়েছে। ক্লাউডভিত্তিক সেবা হবার কারণে স্পটিফাই সহজে রাশিয়ান এই আইন অনুযায়ী কাজ করতে পারবে না, যে আইন অনুযায়ী “রাশিয়ানদের তথ্য রাশিয়ায় আর সুইডিশদের তথ্য সুইডেনে সংরক্ষিত হবে”, কোম্পানিটির এক সূত্র আরবিসিকে ব্যাখ্যা করে বলেন।
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট এবং পশ্চিমের সঙ্গে রাজনৈতিক অচলাবস্থার কারণে রাশিয়ায় ব্যবসা করা থেকে পিছিয়ে আসা আন্তর্জাতিক কোম্পানির তালিকায় সর্বশেষ সংযোজন স্পটিফাই। ডিসেম্বর ২০১৪তে গুগল রাশিয়ার ডাটা স্টোরেজ আইনের প্রতিক্রিয়া হিসেবে তাদের রাশিয়ান ইঞ্জিনিয়ারিং সদর দপ্তর বন্ধ করার জথা জানায়, এবং জানুয়ারি ২০১৫তে ইন্টেল রাশিয়ার বিতর্কিত ব্লগার আইনের সাথে সামঞ্জস্যতা না থাকায় এবং আইন থেকে নিজেদের রক্ষা করবার জন্য, রাশিয়ান ভাষার ডেভেলপার ফোরাম বন্ধ করে দেয়।