৩১ জানুয়ারিতে অনুষ্ঠিত এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সকারু নামে পরিচিত অস্ট্রেলিয়া ফুটবল দল এশিয়া কাপ ২০১৫–এর শিরোপা ঘরে তোলে। টুর্নামেন্টের আয়োজক দল সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় অতিরিক্ত সময়ে দেয়া গোলে ২-১-এ জয়লাভ করে।
মেলবোর্নে বাস করা গ্লোবাল ভয়েসেস-এর ব্লগার এই লেখক টিভিতে সরাসরি খেলা দেখেছেন এবং এসিফাইনাল নামক টুইটার হ্যাশট্যাগ অনুসরণ করেছেন, এবং তিনি অস্ট্রেলিয়ার টুইটার জগতে মনোযোগ বজায় রেখেছিলেন। .
এই ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিডনি অলিপিক পার্কে অবস্থিত স্টেডিয়াম অস্ট্রেলিয়ার সকল টিকেট বিক্রি হয়ে গেছে :
How good is this! #AC2015 #AsianCup #ACFinal #Socceroos pic.twitter.com/vtbaKgGY9a
— Adam Santarossa (@adamsantarossa) January 31, 2015
কি দারুণ এক বিষয়!
অস্ট্রেলিয়ার অনেক ভক্ত অনুভব করছিল এখন দলটির তারকা খেলোয়াড় টিম কাহিল তাদের ভরসা:
Tim Cahill was born for these moments. He will deliver #ACFinal
— Troy Riordan (@reardo34) January 31, 2015
এই ধরনের এক মূহূর্তের জন্য যেন টিম কাহিলের জন্ম। সে তার কাজ করে দেখাবে।
ফাইনালে রেফারির মান বারবার মীম (ইন্টারনেট বিদ্রুপের)-এর বিষয়ে পরিণত হয়েছিল। একচক্ষু সমর্থকরা (অন্ধ ভক্ত) যা বিশ্বাস করছিল, তাদের চোখ যেন সেটাই দেখাচ্ছিল:
There's been more dives in the first 10 minutes of the Asian Cup Final than the 2014 Olympics #AC2015 #ACFinal
— Fergus White (@fergus_white) January 31, 2015
২০১৪ সালের অলিম্পিকে যতগুলো ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে, এশিয়া কাপের ফাইনালের প্রথম ১০ মিনিটে তার চেয়ে বেশী মাটিতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল।
The ref needs a holiday, maybe 4th division in the Siberian league for a month or 2.
#ACFinal #AUSvKOR #Socceroos #AsianCup2015 #ACFinal
— Paul Fisher (@fishstar76) January 31, 2015
রেফারির এই পর্যায়ের খেলা পরিচালনা করা থেকে ছুটি গ্রহণ করা উচিত, তার উচিত হবে সার্বিয়ার চতুর্থ বিভাগের লীগে এক থেকে দুই মাস খেলা পরিচালনা করা।
তবে খেলার শুরুতে সকারু দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়ে :
Jedinak needs to get his temper under control! #AUSvKOR #ACFinal #GoSocceroos
— Donna (@DSpiceW) January 31, 2015
জেডিনাকের উচিত তার মেজাজ নিয়ন্ত্রণে রাখা।
Lots of stray passes from @Socceroos. Need to calm their nerves. #AsianCup! #AC2015 #ACFinal
— Alvin Ng (@AlvinNg) January 31, 2015
অস্ট্রেলিয়া দলটি অনেক ভুল পাস দিচ্ছে, তাদের মাথা ঠাণ্ডা রেখে খেলা উচিত।
৪৪ মিনিটে লুয়াঙ্গো গোল দেওয়ার পর থেকে তারা মাথা ঠাণ্ডা করে খেলতে শুরু করে:
MASSIMOOOOOOOOOOOOOOOOOO
LUONGOOOOOOOOOOOOOOOOOO
GOOOOOOOOOAAAAALLLLLLL!!!!!
#ACFinal
— Blake (@AussiePhinatic) January 31, 2015
মাসিমোওওওওওওওও
লুয়াঙ্গোওওওওওওও
গোওওওওওওওল
বিরতীর সময় কিছু সমর্থক অন্য কয়েকটি বড় অনুষ্ঠানের দিকে মনোযোগ প্রদান করে, মূলত যার মধ্যে রয়েছে কুইন্সল্যান্ডের প্রাদেশিক নির্বাচন এবং অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের মহিলাদের ফাইনাল:
What a night for #live #tv Glad I'm in charge of the remote tonight. #ACFinal #qldvotes #AusOpen
— Bernadette McSherry (@bmcsherr) January 31, 2015
সরাসরি টিভি অনুষ্ঠান দেখার জন্য এক অসাধারণ রাত। আমি খুশী এই কারণে যে আজ টিভির রিমোটের আমি অধিকারী।
[এই প্রবন্ধের লেখকও তাদের সাথে পুরোপুরি যোগ দিতে পোল ব্লাজার-(ভোট চোর) নামে পরিচিত ব্লগের লাইভ ব্লগে যুক্ত হয়]
এদিকে, দক্ষিণ কোরিয়ার কিছু নাগরিক ইংরেজি টুইটে তাদের হতাশা তুলে ধরে:
MT @binnyhendrix Aus, why play so dirty? It's so shameful. This #acfinal would be so much more enjoyable if Aus played w good sportsmanship.
— stella lee née lee (@treeliruli) January 31, 2015
অস্ট্রেলিয়া, কেন এত নোংরা খেলা খেলছ? এটা খুব লজ্জাজনক। যদি অস্ট্রেলিয়া উত্তম ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলত, তাহলে এই ফাইনাল খেলা কত না উপভোগ্য হত।
আরেকটি মীম-এ উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন-এর এই ছবি তুলে ধরা হয়:
Kim Jong Un declares this a victory for communism #AUSvKOR #GoSocceroos #AC2015 #ACFinal pic.twitter.com/8oo9aVSVIc
— Ares Mars (@AresMarsFlack) January 31, 2015
কিম জং উন এটিকে সাম্যবাদের এক জয় হিসেবে ঘোষণা দিয়েছে।
যখন কোচ আনজে পোস্টেকোগলু আহত টিম কাহিলকে মাঠ থেকে উঠিয়ে নেন, তখন সমর্থকরা এক স্বস্তির নিঃশ্বাস ফেলে:
Cahill off, wow. Okay… you're the boss, Ange. #ACFinal
— Hendo (@HendoHoops) January 31, 2015
কাহিলকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, দারুণ। ঠিক আছে… আনজে আপনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী
তবে সকলে এত শান্ত হয়ে ছিল না:
My dads losing it at the tv.. #ACFinal #AUSvKOR
— Amanda ن (@AmandaHektic) January 31, 2015
আমার বাবা টিভির উপর তার সকল রাগ ঝাড়ছে।
নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ের খেলায় এই আশঙ্কার জন্ম হয়:
Unbelievable! Son Heung-Min with an equaliser in the 91st minute! #ACFinal.
— Tom Webber (@thwebber) January 31, 2015
অবিশ্বাস্য! ৯১ মিনিটে সন হেউং-মিন সমতা সূচক গোল করল!
So many controls were just thrown at the screen #ACFinal
— Marc Pittonet (@MPittonet) January 31, 2015
এতক্ষণ ধরে চেপে রাখা উত্তেজনা এখন টিভির স্ক্রিনের উপর গিয়ে পড়ছে।
জেমস ট্রোসির ১০৫ মিনিটে করা গোল শেষ পর্যন্ত খেলার ফলাফল নির্ধারক হিসেবে বিবেচিত হয় :
So @afcasiancup champions ✔️ @TheAFCCL champions ✔️
Well done @socceroos! Did our nation proud tonight! Proud of all of you
#ACFinal
— Sports Banter (@sports_banter) January 31, 2015
তাহলে অস্ট্রেলিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন, সকারুরা দারুণ খেলেছে। আজকে কি আমাদের এই জাতি গর্ব অনুভব করবে! তোমাদের সকলের জন্য আমরা গর্বিত।
প্রতিযোগিতার সবচেয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেল মাসিমো লুয়োঙ্গো:
.@MassLuongo gets a #AC2015 Champions selfie!! #ACFinal pic.twitter.com/PF3s6HRIrk
— AFC Asian Cup (@afcasiancup) January 31, 2015
এশিয়া কাপ ২০১৫-এ, মাসিমো লুয়েঙ্গোর প্রাপ্তি এক চ্যাম্পিয়ান সেলফি।
বিতর্ক ছাড়া ফুটবল নামক খেলার কোন অস্তিত্ব নেই। ফাইনালের দুইদিন আগে এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা এশিয়ার ফুটবল থেকে অস্ট্রেলিয়াকে বাদ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। স্পোর্টসফ্যান তার কথাকে এই বলে উদ্ধৃতি করে যে “এশিয়ার ফুটবল সংস্থায় অস্ট্রেলিয়ার সদস্যপদ গ্রহণযোগ্য নয়”, এটা কেবল আরবদের একার ভাবনা নয়। দৃশ্যত যার অন্যতম কারণ হচ্ছে ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য।
ধারণা করা গিয়েছে যে টুইটারে অস্ট্রেলিয়ার নাগরিকদের জবাব কি হবে। খেলা শুরুর পূর্বে ইয়ান ওয়াটস স্থানীয়দের অনুভূতি তুলে ধরে:
West Asia wants Australia out of the Asian football competitions. Sounds like sour grapes to me. #bunchofsorelosers http://t.co/r4VMrn2qXX
— Ian Watts (@ianwattsdesign) January 29, 2015
পশ্চিম এশিয়ার দেশগুলো চায় যে অস্ট্রেলিয়া এশীয় ফুটবল ফেডারেশ থেকে বের হয়ে যাক। শুনে আমার মনে হচ্ছে, আঙুর ফল টক এ রকম কিছু ব্যাপার ঘটছে।
অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের পর, স্টিফেন ফেঞ্চ এই জয়ের গুরুত্বকে এভাবে তুলে ধরে:
Australia is definitely a part of Asia now!! Asian Cup champions!!!! #ACFinal pic.twitter.com/oWaI5rgSPK
— Stephen Fenech (@StephenFenech) January 31, 2015
নিঃসন্দেহে অস্ট্রেলিয়া এখন এশিয়ার এক অংশ!! এশিয়া কাপ চ্যাম্পিয়ান!!!!
এশিয়ার ফুটবল সংস্থা থেকে অস্ট্রেলিয়াকে বাদ দেওয়ার নীরস আহ্বানের বিপরীতে তার সাফল্য ক্রমেই বাড়তে থাকবে।