- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস, কারাবন্দী অনলাইন মিডিয়া কর্মী এবং একটিভিস্টদের অবিলম্বে মুক্তি প্রদানের আহ্বান জানাচ্ছে

বিষয়বস্তু: অ্যাডভোকেসী, নাগরিক মাধ্যম, জিভি এডভোকেসী
Six of the detained bloggers in Addis Ababa. Photo used with permission.

গ্লোবাল ভয়েসেস, কারাবন্দী অনলাইন মিডিয়া কর্মী এবং একটিভিস্টদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে

বিশ্বে জুড়ে ব্লগার, মিডিয়া কর্মী এবং অনলাইন একটিভিস্টদের কারাগারে আটকে রাখার বিষয়ে নিন্দা জানিয়ে আজ গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এক বিবৃতি প্রকাশ করেছে। ফিলিপাইনের সেবু সিটিতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সিটিজেন সামিট ২০১৫-এর উদ্বোধনী অধিবেশনে চীন, বাহরাইন এবং মেক্সিকোর মত দেশের কারাবন্দী ব্লগারদের নাম যৌথভাবে পাঠ করা হয়। এই বিবৃতি মত প্রকাশের স্বাধীনতার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর প্রতিশ্রুতি এবং কারাগার থেকে তাদের মুক্তির দাবীর প্রত সমর্থনের বিষয়টি নিশ্চিত করে।

আমরা, গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যরা, সারা বিশ্বের সকল প্রকার অনলাইন একটিভিস্ট, স্বাধীন মিডিয়া কর্মী এবং ব্লগার, যারা বর্তমানে সরকারের দ্বারা কারাবন্দী অথবা উগ্রবাদীদের হাতে আটক রয়েছে, তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সকল ব্যক্তি- যাদের অনেকে আমাদের বন্ধু এবং সহকর্মী-আমরা অধিকার এবং পরিবর্তন আনার জন্য উন্মুক্ত ভাব প্রকাশের ক্ষমতায়, সহযোগিতায় উৎসাহ প্রদান এবং সংঘর্ষের সমাধানে বিশ্বাসী। তবে, মত প্রকাশের মত সার্বজনীন মানবাধিকারের নিরাপত্তা ছাড়া অধিকার রক্ষার এই শক্তিকে উপলব্ধি করা যায় না।

নিচের তালিকায় সেই সমস্ত ব্যক্তির মধ্যে মাত্র কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা তাদের সরকার অথবা অন্য সেই সকল ক্ষমতাধর ব্যক্তির হাতে নির্যাতনের শিকার হয়েছে যারা সামরিক শক্তিকে সংগঠিত করার ক্ষমতা রাখে। তালিকার বাইরেও এ রকম আরো অনেক নাম রয়ে গেছে। আমরা এই ক্ষেত্রে চুপ করে থাকতে পারি না-এবং আপনিও তা পারেন না। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের এই দাবীর সাথে যোগ দিন, যেন বিশ্বের সকল রাষ্ট্রের সরকার সার্বজনীন মানবাধিকার ঘোষণার অধীনের নিজেদের দায়িত্ব পালন করে; এই সকল ব্যক্তির অধিকারকে রক্ষা এবং সম্মান করুন।

আলজেরিয়া
ইউসেফ ওউলদ দাদা

আজারবাইজান
রাসুল জাভারভ
খাদিজা ইসমাইল
ওমর মামাদভ
আব্দুল আবিলভ
রাশাদাত আখুনাদভ
রাশাদ হাসানভ
ইলকিন রুস্তমজাদে
মাহাম্মাদ আজিজভ

বাহরাইন
আব্দুলজালিল আলসিনগেস
হুসাইন হুবাইল
আলি মেয়ারাজ
আহমেদ হুমাইদিন
আবদুল্লাহ আল-খাওয়াজা
জয়নাব আল খাওয়াজা
আম্মার আবদুলরাসুল
নাবিল রাজাব
ঘাহাদা জামশির

চীন
কানচাক তাসফেল গোপেই তাসাং, চোমেই
শিয়াং নানফু
ইলাহাম টোহটি
কি চোংহুই
মেমেতজান আবদুল্লাহ, ফ্রিল্যান্সার
ডোকরু তসুলত্রিম ( জোহুরি সিচেঙ্গ)
নিয়াজ কাহার, গোল্ডেন ট্রিম
চেন উই
ঘিয়ারাত নিয়াজ (হিয়ালিয়াতে নিয়াজি, ইউঘুরবিজ
লিউ শিয়াওবো
গুলমিরে ইমিন
ইয়াং তোংইয়ান (ইয়াং তিয়ানশুই)
ঝাং মিয়াও

কিউবা
আঞ্জেল সানটিসেটেবান প্রাটস

মিশর
আলা আব্দে এল ফাত্তাহ
মোহাম্মেদ আব্দেল নাবি
আহমেদ ফোউয়াদ
আবদুল্লাহ আল ফাখরানেই
সামহি মুস্তাফা
সানা সেইফ
ইয়ারা সাল্লাম

ইথিওপিয়া
এসকিনদার নেগা
রেয়াত আলেমু
অবুসেত তায়ে
তেমাসেগান দেসালেগান
আবেল ওয়াবেয়েলা
বেফেকাদু হাইলু
আতনাফ বেরাহানে
নাতালে ফেলেকে
মাহালেত ফানতাহুন
জালেলাম কিবারেট
এদিম কাসায়ে
তাসাফালেম ওয়েলদেইয়েস
আসেমামাওয়া হেইলেগিওর্গিস

ইরান
সারাজ আলদিন মিরদামাদি
মাহাদেইয়ে গোলরো
সাইদ মালেকপোর
আটজন ফেসবুক ব্যবহারকারী
সোহেলি আরাবি

ইজরায়েল
মোহাম্মদ সাবা’আনেহ

কুয়েত
আবদুল্লাহ ফাইরুজ আবদুল্লাহ আব্দে আল-কারিম

ম্যাসেডোনিয়া
টোমিস্লাভ কাজেরোভস্কি

মালয়েশিয়া
তেরেসা কোক

মালদ্বীপ
আহমেদ রিজওয়ান আবদুল্লাহ

মৌরিতানিয়া
মোহাম্মদ চেইকিহ ওউলাদ মোহাম্মদ
বারহিম ওউলদ রামদানে
জিবি শো
বাইরাম ডাহ আবেদি

মেক্সিকো
পেদ্রো সেলেস্টিনো কানাচে হেরেরা

ওমান
জুনাইদ হাফিজ

সৌদি আরব
সোহাইল আরাবি
সাউদ আল শামমারি
মিখালিফ আল শামমারি
রাফিবাদাউয়ি

সিরিয়া
তাল আল মাল্লোহি
মাজেন দারাউইশ
হুসাইন ঘেরার
জিহাদ আসাদ মোমাম্মদ
আকরাম রাসলান
ফারেস মামাউ
আলি মাহমুদ ওথমান
হানি আল জিতানি
রাজান জেইতুনেহ
বাসেল খারতাবিল (সাফাদি)

তিউনিশিয়া
ইয়াসিন আইয়ারি

তুরস্ক
সেভান নিসানইয়ান
ওসমান গারিপ
মেটিন অজটুর্ক

সংযুক্ত আরব আমিরাত
ওসমা এল নাজ্জার

যুক্তরাষ্ট্র
ব্যারেট ব্রাউন

ভিয়েতনাম
বুই থি মিনাহ হাং
ডাং শিউয়ান দেয়ু
লে কোয়েক কুয়ান
ট্রুঅং দুইয়ে নাহট
মিনহ মান ডাং নগুয়েন
হং লে থো
নগুয়েন কুয়াং লাপ
ট্রুয়ং দুয়ে নাহট