এক অনাথ শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত তাজিক একটি বাজারের পরিচালক প্রচণ্ড নাগরিক ক্ষোভের মুখে পড়েছে

The Nazari Nek bazaar was the scene of an alleged murder of two orphans that turned to thievery. Screenshot from YouTube video uploaded January 20.

নাজারি নেক বাজার এক অনাথ শিশুর হত্যা দৃশ্যের সাক্ষী যে শিশুকে পরে চোর হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ২০ জানুয়ারিতে আপলোড করা ইউটিউব ভিডিওর স্ক্রিনশট।

তাজিক ফেসবুক ব্যবহারকারীরা এক বাজারের মালিকের আচরণে বিস্ময়ে হতবাক হয়ে যায়, যখন দেশটির উত্তরে অবস্থিত এই বাজারের মালিক স্বীকার করে যে সে ১৭ বছরের এক অনাথ কিশোরকে পিটিয়ে হত্যা এবং আরেকজনকে গুরুতর আহত করেছে। বাজারের এই পরিচালক এর আগে এই দুই কিশোরকে ৭০ ডলার (প্রায় ৪৯০০ টাকা) সম পরিমাণ অর্থ এবং খাবার চুরি করার সময় পাকড়াও করে, যারা ঘাফুরভ জেলার বোবাজন এলাকার নাজারি নেক বাজারের এক নিত্যপণ্যের দোকান থেকে এই খাবার চুরি করেছিল।

প্রত্যক্ষদর্শীরা প্রচার মাধ্যমকে জানায় যে এই দুই কিশোর এই অঞ্চলের এক এতিমখানার বাসিন্দা। ১৭ জানুয়ারিতে তাদের যখন নাজেরি নেকের মালিক রুস্তম জুরায়েভ এবং তার প্রহরীরা পাকড়াও করে, তখন তারা চিৎকার করছিল, “আমরা ক্ষুধার্থ”, এরপর তাদের পাহারা দিয়ে এক ঘিরে নিয়ে গিয়ে সে ঘর বন্ধ করে দেওয়া হয়। এই দুই কিশোরের একজন উক্ত কামরার ভেতরেই মারা যায়, দ্বিতীয় কিশোর এখনো হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। ২০ জানুয়ারিতে প্রচারিত প্রাদেশিক এক টেলিভিশনের সংবাদে দেখা গেছে যে উক্ত মালিক এবং প্রহরীরা পুলিশের সামনে তাদের অপরাধ স্বীকার করেছে।

২০ জানুয়ারি তারিখে প্রচারিত উক্ত প্রাদেশিক টিভি সংবাদে, এর ধারাভাষ্যকার তাজিক ভাষায় মারধোর করার কাজে অংশ নেওয়ার জন্য ৩৯ বছর বয়স্ক এই বাজার মালিকের নিন্দা জানায়, সংবাদে আরো উল্লেখ করা হয় যে সে বেশ কয়েকটি বিলাসবহুল গৃহের মালিক, আবার তার কাছে অত্যন্ত দামী কয়েকটি গাড়ি রয়েছে, সে মক্কায় গিয়ে হজ্ব পালন করে এসেছে, তার এরকম আরো কিছু অর্জন আছে যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রের খুব কম নাগরিক যা অর্জন করতে পারে। সেভ দি চিলড্রেন-এর মতে তাজিকিস্তানে প্রায় ৮,০০০-এর মত শিশু রাষ্ট্রীয় ব্যবস্থপনায় স্বল্প অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে বাস করে।

তাজিকিস্তানে জীবনের চেয়ে টাকার মুল্য বেশী

ইয়া দুশানবিনেটস-২ (আমি দুশানবের এক বাসিন্দা ) নামক জনপ্রিয় এক গণ ফেসবুক দলে, বেশীর ভাগ ব্যবহারকারী বাজারের মালিক জুরায়েভের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই দলের বেশ কয়েকজন ব্যবহারকারীর এমন কঠিন কিছু শাস্তির দাবী করেছে যা এই লেখায় যুক্ত করা হয়নি।  

শাশা বিওরন বলছে:

Хотелось бы чтобы в тюрьме ему было не весело.

আমি আশা করি কারাগারে তার দিন খুব আনন্দে কাটবে না।

সামিজান নাসিরজানভ, অন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে যতক্ষণ না এই বিষয়ে সকল তথ্য পরিষ্কার হচ্ছে, ততক্ষণ এই অপরাধের ক্ষেত্রে যেন রায় প্রদান না করা হয়। :

Не судите,от тюрмы и сумы не зарекаются. Он же не хотел убивать. Он избивал вора, у него не было информации, что вор сирота и кушать хочет, но так вышло, что убил его. Никому не желаю попасть в такую ситуацию.

এখনই বিচার করে ফেলবেন না। কেউ দুর্ভাগ্য থেকে নিরাপদ নয়। বাজারের মালিক এই ছেলেটিকে খুন করে ফেলতে চায়নি। সে এক চোরকে প্রহার করেছে এবং সে জানত না যে ছেলেটি অনাথ আর সে ক্ষুধার্থ ছিল। আর এই ঘটনা ঘটে গেছে, আর সে ছেলেটিকে মেরে ফেলেছে। আমি চাই না কেউ এই একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে যাক।

ওলিম আবিদভ এর জবাবে বলছে :

Самиджан, я смотрел сегодня видео, где он и его охраник сказали что ребята говорили им что они сироты с интерната и после того как запинали до смерти мальчишку директор базара хотел с имитировать все так как буто у мальчишки был нож, а директор в целях самообороны переборщил. 

সামিজান, আমি এই ভিডিওটি দেখেছি, যেখানে সে এবং তার প্রহরীরা বলছে যে উক্ত দুই কিশোর জানিয়েছিল যে তারা এতিমখানার দুই এতিম কিশোর। ছেলেটিকে মারতে মারতে মেরে ফেলার পর বাজারের মালিক গল্পটিকে এভাবে সাজাতে চায় যে ছেলেটি একটা চাকু নিয়ে তাকে হামলা করে আর সে কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে।

এজে শারিপভ যুক্তি প্রদান করেছে যে বাজারের পরিচালকের কাজটি একজন ধার্মিক মানুষের ন্যায় ছিল না: 

Во первых, если этот урод Ходжи, то он был обязан объяснить человеческим языком, что воровать это плохо! И пристроил бы их в какую нибудь точку на своем Харом бозоре, а не руки распускать и заниматься самосудом!  Я надеюсь он будет гнить кусая локти.

প্রথমত, এই বাজে ব্যক্তিটি যদি একজন হাজী হয়ে থাকেন, তাহলে তাকে ওই দুই কিশোরের কাছে ব্যাখ্যা করা উচিত ছিল চুরি করা খারাপ কাজ! তিনি এই দুই কিশোরকে না মেরে এবং শাস্তি প্রদান না করে, এর বদলে তার বাজারে কাজ দিতে পারতেন। আমি আশা করি তিনি ভীষণ অনুতপ্ত হবেন।

মূলত জনপ্রিয় দলগুলো খব সাধারণ ভাবে অনেক বেশী আবেগে ভারাক্রান্ত যে কি ভাবে সামান্য এক চুরির ঘটনা এ রকম এক প্রচণ্ড নির্মম ঘটনায় পর্যবসিত হল:

Мир поменялся… Можно соглашаться с этим или нет, но сегодня, действительно, деньги стоят куда дороже человеческой жизни. И, как видно из этой истории, даже небольшие деньги…

পৃথিবী বদলে গেছে। এই বিষয়ে এক মত হউন বা না হউন, এখন জীবনের চেয়ে অর্থের মূল্য অনেক বেশী। যেমনটা আমরা এই কাহিনী থেকে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এমনকি [যদি চুরি করা খাবারকে অর্থের মূল্যে পরিমাপ করি] টাকার পরিমাণ খুব সামান্য ছিল।

দৃশ্যত জনতার ক্ষোভকে সামনে রেখে এর জবাবে, তাজিকিস্তানের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসা রাষ্ট্রপতি এমোমালি রাহমোন ২৩ জানুয়ারি তারিখে দেশটির শিশু অধিকারের প্রতি মনোযোগ প্রদান করে এক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .