রুশ ভাষার ওয়েব ডেভেলপার মঞ্চটি বন্ধ করে দিল ইনটেল

Images edited by Kevin Rothrock.

ছবিগুলো সম্পাদনা করেছেন কেভিন রথরক।

আমেরিকান প্রযুক্তি উদ্ভাবনমূলক কোম্পানি ইনটেল পরিচালিত রুশ-ভাষার জনপ্রিয় ওয়েব ডেভেলপার মঞ্চটির কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এটি কিছুটা হঠাৎ করেই ঘটল। তবে ইনটেলের ইংরেজী ভাষার মঞ্চে রাশিয়ানরা এখনও আমন্ত্রিত। এটি সারা পৃথিবী জুড়ে এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোতে (রাশিয়ান অনলাইন প্রযুক্তি সম্প্রদায় হাব্রাহাবরের মতো) সমাদৃত। তবে ইনটেল বলেছে, ইনটেল শিক্ষা গ্যালাক্সি এবং ইনটেল তথ্য প্রযুক্তি গ্যালাক্সিতে রুশ ভাষার বিভিন্ন সম্প্রদায়ের কার্যক্রম বন্ধ করে দেয়ার কোন পরিকল্পনা তাঁদের ছিল না।

বিশ্বের অন্যতম একটি বৃহত্তম সেমিকন্ডাকটর চিপস, মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল কেন এটির রাশিয়ান-ভাষার ওয়েব ডেভেলপার মঞ্চের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল?

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিতর্কিত ব্লগার আইনের ইচ্ছা পূরণে অসম্মতি জানাতে এটি নিজেকে নিরাপদ দূরত্বে রাখছে। ব্লগার আইনটি গত ১ আগস্ট, ২০১৪ তারিখ থেকে কার্যকর করা হয়েছে। প্রতিদিন যাদের ব্লগে ৩ হাজারেরও বেশি সংখ্যক দর্শক প্রবেশ করেন, সে সব ব্লগারদের এই আইনের আওতায় আনা হয়েছে। প্রচলিত ধারার প্রচার মাধ্যম কেন্দ্রগুলোর উপর যে নিয়মনীতি প্রয়োগ করা হয়েছে, সেই একই নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য।

সরকারের দাপ্তরিক নিবন্ধন অনুযায়ী, এখন পর্যন্ত এই আইনের অধীনে ৩৬৯ টি ব্লগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনটির বিস্তৃত পরিসরে একটি শীতল প্রভাব রয়েছে। ইন্টারনেট বিষয়ক অন্যান্য প্রণীত আইনসমুহের কারনে নতুন ব্লগার আইনটি পরিস্থিতি আরো উত্তেজিত করে তুলেছে। উদাহরণ স্বরূপ, তথ্য স্থানীয়করণ আইনটি এ বছরের সেপ্টেম্বর মাসে কার্যকর হবে। আইনটির অধীনে রাশিয়াতে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারনেট কোম্পানিগুলোকে রুশ ফেডারেশনের সার্ভারে রুশ ব্যবহারকারীদের তথ্য মজুদ করতে হবে। বর্তমানে বিদ্যমান এবং ভবিষ্যতে আসন্ন এসব নতুন এবং আরও কঠোর ইন্টারনেট বিষয়ক আইনগুলোর সমন্বিত প্রভাব রুশ ইন্টারনেট গুরু এ্যান্টন নোসিককে উত্তেজিত করে তুলেছে। তিনি রাশিয়াতে ফেসবুক, টুইটার এবং গুগলের মতো মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সেবাগুলোর আসন্ন “সমাপ্তি” ঘোষণা করেছেন।

ইনটেলের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ব নিদর্শন স্থাপন করতে পারে। আইন প্রণেতা এবং পুলিশ বলছে, রাশিয়ার “নতুন গণ মাধ্যমের” গুণগত মান উন্নয়ন করতে সরকার ব্লগার আইনটি পাস করেছে। তবে রুশ ওয়েব ডেভেলপারদের জন্য করা ইনটেলের মঞ্চটি বন্ধ করে দেয়ায় প্রমাণিত হয়েছে যে এ ধরনের ইন্টারনেট নিয়মনীতি কতোটা সহজে আপাতদৃষ্টিতে নির্দোষ অন্যান্য ওয়েব কার্যক্রমের উপর প্রয়োগ করা যেতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .