ক্রেমলিন মালিকানাধীন সার্চ ইঞ্জিনে “শার্লি হেবদো” লেখা শব্দে কিছু মিলছে না

Image edited by Kevin Rothrock.

ছবি সম্পাদনা করেছেন কেভিন রথরক

গত সপ্তাহে প্রকাশিত হওয়া ফ্রান্সের ব্যাঙ্গ পত্রিকা শার্লি হেবদোর একেবারে সাম্প্রতিক সংখ্যা আজ ইবেতে শত শত ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু যদি আপনি গত বছর রুশ সরকার কর্তৃক চালু করা বেটা সার্চ ইঞ্জিন স্পুটনিকে এই পত্রিকার প্রচ্ছদ শিল্পের উপর এক নজর চোখ বুলাতে চান, তাহলে আপনি সেখানে আদৌও কিছু খুঁজে পাবেন না।

আজ সকালে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা আবিষ্কার করে যে স্পুটনিকে শার্লি হেবদো লিখে [ল্যাটিন কিংবা সিরলিক লিপিতে] অনুসন্ধান করলে কোন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অনুসন্ধানকারী, তার “অনুসন্ধানের ধরন” যতই পরিবর্তন করুক না কেন। এদিকে একই শব্দ লিখে গুগল এবং ইয়ান্ডেক্সে অনুসন্ধান করলে করলে বছর জুড়ে প্রকাশিত শার্লি হেবদোর বিভিন্ন সংখ্যার প্রচ্ছদ পাওয়া যাচ্ছে।

“স্পুটনিক.রু-এ ফিল্টার ছাড়াই “শার্লি হেবদো” অনুসন্ধানের ফল

রাশিয়ার এক আঞ্চলিক প্রচার মাধ্যম নজরদারী প্রতিষ্ঠান রসকমনডাজর ধর্ম প্রচারক কোন ব্যক্তিকে নিয়ে সংবাদপত্র সমূহ যেন ব্যঙ্গচিত্র প্রকাশ না করে, এই হুমকি প্রদান করার একদিন পর ক্রেমলিন-এর মালিকানধীন সার্চ ইঞ্জিন স্পুটনিক এই সিদ্ধান্ত গ্রহণ করল। স্থানীয় প্রচার মাধ্যমসমূহে পাঠানো এক বিশেষ চিঠিতে কামচাটকার রসকমানডাজর-এর কর্মকর্তারা এই বলে তাদের সতর্ক করে দেয় যে, যারা এ ধরনের উপাদান ছাপাবে তাদের “উগ্রবাদী” হিসেবে শাস্তির মুখোমুখি হতে হবে।

গুগলে গিয়ে “শার্লি হেবদো” লিখে অনুসন্ধান করলে যে ফল পাওয়া যাচ্ছে।

এদিকে মুসলিম সংখ্যা গরিষ্ঠ চেচনিয়া প্রজাতন্ত্রে রামজান কাদিরভ, ক্রমাগত শার্লি হেবদোর মত ব্যাঙ্গ করার জন্য সাংবাদিকদের উৎসাহ প্রদান করায় ইকো অফ মস্কোর সম্পাদক আলেক্সি ভেনেডিকটভ এবং বিতাড়িত ব্যবসায়িক রাজনৈতিক নেতা মিখাইল খোদোরোকোভস্কিকে “মুসলমান ধর্ম বিশ্বাসের শত্রু” হিসেবে চিহ্নিত করেছে। আজ পশ্চিমা প্রচারমাধ্যমে ইসলাম বিরোধী বিষয় প্রকাশ করার বিরুদ্ধে চেচেন সরকার গ্রোজনিতে শত শত হাজার হাজার জনতার এক গণ বিক্ষোভের আয়োজন করেছে।

রুশ ওয়েবসাইট টিজার্নাল.রু –এর সংবাদ অনুসারে স্পুটনিক-এর মূল প্রতিষ্ঠান রসটেলেকোম, শার্লি হেবদোর প্রচ্ছদ শিল্পকে ফিল্টার (ইন্টারনেটে এই শব্দ দিয়ে অনুসন্ধানে কোন কিছু না পাওয়া) করার বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি। .

সেপ্টেম্বরে ২০১৪–এ সংবাদ সংস্থা ইনফারফ্যাক্স স্পুটনিক অনলাইনে আসার “প্রথম ১০০ দিন” নিয়ে করা এক সমীক্ষা প্রকাশ করে, তাতে দেখা যাচ্ছে এই সময়ে এই সার্চ ইঞ্জিনে নাগরিকদের প্রবেশ ৯০ শতাংশ কম এসেছে। উক্ত রিপোর্টের উপসংহারে বলা হয় চালু হওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে স্পুটনিকের প্রতি আগ্রহ শূন্যের কোঠায় নেমে আসে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .