চিলির জনপ্রিয় উত্তেজনাকর ইউটিউব ভিডিও চ্যানেলঃ ওকিটোকি

Screen capture from Woki Toki. YouTube.

ইউটিউবের ওকিটোকি চ্যানেলের ৭৬-এর স্ক্রিন থেকে ধারণ করা ছবি

ওকিটকি হচ্ছে চিলির নাগরিকদের তৈরী করা ইউটিউব চ্যানেল যা প্রতিদিনের শহুরে জীবনের উপর ভিত্তি করে ভিডিও তৈরী করে যা দ্রুত ছড়িয়ে পড়ছে। এই চ্যানেলের সৃষ্টিশীল দল অনলাইনে এক স্বাধীন প্রোডাকশন কোম্পানি পরিচালনা করে, তারা আশা করছে এই সকল ভিডিওর মাধ্যমে তারা গ্রাহকের মনোযোগ আকর্ষণ করতে পারবে।

এল ডিফেনিডোকে প্রদান করা এক সাক্ষাৎকারে ওকিটকির ক্রিয়েটিভ ডিরেক্টর নিকোলাস রোহাস কি ভাবে এই গ্রুপ তাদের যাত্রা শুরু করল এবং দারুণভাবে তাদের চিন্তার বিবর্তনের কাহিনী বর্ণনা করছে যার ফলে তাদের ইউটিউব চ্যানেল আজ তাদের চিলির সবচেয়ে বেশী দর্শক আকর্ষণ করা চ্যানেলে পরিণত করেছে। প্রথম ছয় মাস এই গ্রুপ খুব সামান্য অর্থের মাধ্যমে নিজেদের তুলে ধরেছিল:

আমাদের অংশীদারদের সাথে ঘটা পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদের বলতে পারি, কাউকে আমরা ভিন্ন কিছু করতে পারি এই বিশ্বাস যোগানোর চেয়ে কাজটা করে ফেলা ভাল। কেন আমরা কাগজ নিয়ে আর পাওয়ার পয়েন্টে বসিয়ে লোকদের বলব যে আমরা এ ভাবে কাজ করি, এবং এই হচ্ছে ব্র্যান্ড যা সত্যই ভাল হবে। না এভাবে নয়, চলুন আমরা এগিয়ে যাই এবং নিজেরাই তা করে ফেলি, আসুন আমরাই ব্র্যান্ড হয়ে উঠি। স্বয়ং নিজেরা চীনের তৈরী স্যুপ কেনার বদলে ভিডিও নির্মাণে অর্থ ব্যায় করি, আসুন আমরা নিজেরাই নিজের গ্রাহক হই এবং সম্ভবত বিষয়টি কাজ করবে।

যখন অডিও ভিজুয়াল সামগ্রী পেশাদারী মান অনুসারে নির্মাণ করা হয়, তখন চ্যানেলটির জনপ্রিয় হয়ে ওঠা ঋণী হয়ে পড়ে সমসাময়িক চিলির আলোচনা এবং প্রচলিত প্রেক্ষাপটে ধারণ করা ভিডিওর কাছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ওকিটোকি একটি বিশেষ বিষয়ের ভিত্তিতে তৈরী করা ৪২টি জনপ্রিয় বাক্য দিয়ে একটি সিরিজ ভিডিও সংগ্রহশালা তৈরী করেছে, যার মধ্যে রয়েছে পরিবার, ক্রীড়া, কর্মস্থলের জীবন এবং যৌনতা নিয়ে চলা অন্তহীন বিতর্ক নিয়ে করা রসিকতা। এছাড়াও অন্যান্য সিরিজ রয়েছে যেমন “দুই মিনিটে বিশ্ব” এবং একই সাথে ছেকে আনা জনপ্রিয় সংস্কৃতির বিষয়ে করা ভিডিও,এবং প্রায়শ গতানুগতিক ভিডিও, স্বল্প দৈর্ঘ্য, বিনোদন ভিডিও। আর এর সাথে এই ঘটনাও বিস্ময়কর নয় যে, এখানে সেই সমস্ত ভিডিও রয়েছে, যা ইউটিউবের মন্তব্য বিভাগে উত্তপ্ত বিতর্ক তৈরী করে।

একই সাথে ওকিটোকি নানাবিধ সামাজিক পরীক্ষা চালায়, তারা নাগরিকদের ব্যাখ্যা করতে কিংবা মজাদার কাজ করার জন্য চ্যালেঞ্জ জানায়। (যেমন এর এক উদাহরণ হচ্ছে বেশ কয়েকজন পুরুষকে মেয়েদের অন্তর্বাস পড়ে নিজেকে সাজানোর আহ্বান জানানো হয়। অন্য এক ভিডিওতে বেশ কয়েকজন পুরুষ এবং নারীকে যৌন খেলনার বিশেষ ব্যবহার ব্যাখ্যা করতে বলা হয়)। যেমনটা কেউ একজন কল্পনা করতে পারে এই সকল ভিডিও অত্যন্ত জনপ্রিয়। ইউটিউব ছাড়াও আপনারা ফেসবুক এবং টুইটারে ওকিটোকিকে অনুসরণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .