মার্ডকের মুসলমান বিরোধী টুইটের জবাবে কৌতুক অভিনেতা আজিজ আনসারি রুপার্টের দোষ নামক হ্যাশট্যাগ চালু করেছে

Screen shot 2015-01-12 at 6.29.51 PM

তিন মাস আগে আজিজ আনসারি ইনস্ট্রাগ্রাম একাউন্টে আপলোড করা হয়, যার শিরোনাম ছিল এমএসজির মঞ্চে পিতা মাতাকে আলিঙ্গন করা, আমার সবচেয়ে সুখের দিন”।

যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা আজিজ আনসারী #রুপার্টফল্ট (রুপার্টের দোষ) নামে এক টুইটার হ্যাশট্যাগ চালু করেছে, যার মধ্যে দিয়ে মিডিয়া জগতের সম্রাট রুপার্ট একটি মন্তব্যকে বিদ্রূপ করা হয়েছে, উক্ত মন্তব্যে রুপার্ট বলেছে প্যারিসের শালি হেবদো এবং কোসের সুপারমার্কেটে হামলার দায়ভার “মুসলমানদের গ্রহণ করতে হবে”।

স্যোশাল মিডিয়া বিশ্লেষক সেবা প্রতিষ্ঠান টপসির সূত্রানুসারে ২৭.০০০ টুইট এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে, আরো এখনো অজস্র টুইটার ব্যবহারকারী আনসারীর এই অনলাইন আন্দোলনে যোগ দিচ্ছে।

কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রচার মাধ্যম সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রুপার্ট প্যারিসের ব্যাঙ্গ পত্রিকার অফিসে হামলার ঘটনার পর যখন ৫৫০,০০০ জন অনুসারীর মাঝে তার এই টুইট পোস্ট করে তখন তা সাথে সাথে ক্ষোভের সঞ্চার করে:

সম্ভবত বিশ্বের বেশীরভাগ মুসলমান শান্তিপ্রিয়, কিন্তু যতক্ষণ না তারা তাদের বাড়তে থাকা জিহাদি ক্যানসারকে চিহ্নিত এবং ধ্বংস করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সকল হামলার দায়ভাগ গ্রহণ করতে হবে।

এই অস্ট্রেলীয়- আমেরিকান নাগরিক ক্ষুব্ধ টুইটার ব্যবহারকারীদের আবার আঘাত করেন এই বলে যে:

ফিলিপাইন থেকে আফ্রিকা হয়ে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত সকল স্থানে বড় ধরনের জিহাদি হামলার বিপদ উঁকি দিচ্ছে। তাদের প্রত্যাখান এবং ভণ্ডামি রোধে রাজনৈতিক শুদ্ধতার প্রয়োজন।

রুপার্ট মারডক এবং তার পরিবারের মালিকানাধীন কয়েকটি কোম্পানি হচ্ছে, টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, ফক্স নিউজ, ফক্স নেটওয়ার্ক, স্কাই নিউজ, স্টার টিভি, ওয়াল স্ট্রিট জার্নাল, দি নিউ ইয়র্ক পোস্ট এবং যুক্তরাষ্ট্রের দি টাইমস ও দি সান।

আনসারি এই চিন্তার কারণে উদ্বিগ্ন যে বিশ্বের ১৬০ কোটি মুসলমানের প্রত্যেককে উগ্রবাদীদের দ্বারা সংগঠিত এই সন্ত্রাসী হামলার জন্য দায় ভার গ্রহণ করতে হবে, যা ঘটিয়েছে সাইদ এবং শেরিফ কোশি নামক দুই ভাই ও আমেদি কৌলিবালি:

রুপার্ট, আমরা কি ধাপে ধাপে আগাবো? নর্থ ক্যারোলিনায় বাস করা আমার ৬০ বছর বয়স্ক পিতা মাতা কি ভাবে সন্ত্রাসী দলগুলোকে ধ্বংসে সাহায্য করতে পারে? দয়া করে আমাকে পরামর্শ প্রদান করুন।

দয়া করা আমাকে জানাবেন কি, আপনার ধর্মের নাগরিকদের দ্বারা সংগঠিত যে কোন অথবা সকল অপরাধ নির্মূলে আপনি কি করেছেন???!!!

মার্ডক তার টুইটারের লেখায় মুসলমানদের ক্ষেত্রে বাতিল হয়ে যাওয়া পুরোনো এক শব্দ ‘মোসলেম’ শব্দটি ব্যবহার করেছে, যা তাকে আরো সমালোচিত করে। এই শব্দটির সাথে উপনিবেশিক সময়ের যোগসূত্র রয়েছে-মধ্য প্রাচ্যে তার দখলকৃত এলাকার বাসিন্দাদের বোঝতে বৃটিশ সম্রাজ্য এই শব্দটি ব্যবহার করত। দি ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে যে ১১ সেপ্টেম্বর ২০১১ –এর পর থেকে প্রচার মাধ্যমে সত্যিকার অর্থে এই শব্দটি ব্যবহারের ক্ষেত্রে পুনর্বিবেচনা করে, তারা এই বিষয়টিকে চিহ্নিত করেছে যে অনেকে অবমাননা করার জন্য মোসলেম শব্দটি ব্যবহার করে।

পার্ক এবং রিএ্যাকশন টিভির এই অভিনেতা ধারাবাহিক টুইটের মাধ্যমে এক বিশাল প্রচার মাধ্যম সাম্রাজ্যের এই মালিককে বিদ্রূপ করেছে, তাকে জিজ্ঞেস করেছে, “খ্রিষ্টানরা যে সমস্ত অপকর্ম করেছে আপনি কি তার দায় ভার গ্রহণ করবেন”? ইন্টারনেটে নিজেকে প্রচার করা মার্ডক এক ভণ্ড, আনসারি রুপার্টের দোষ নামে (#রুপার্টস ফল্ট) নামে হ্যাশট্যাগ সূচনা করে- তাকে #রুপার্টসফল্ট হ্যাশট্যাগের মাধ্যমে খ্রিষ্টানরা যে সমস্ত অপরাধ করেছে তার জন্য দায়ী করেছে:

যে কোন সময় একজন খ্রিষ্টান ব্যক্তি পেছন থেকে আপনার গাড়ির ইতি ঘটাতে পারে।

আপনি এক ক্যাথলিক খ্রিষ্টান, শিশু যৌন নিপীড়নকারীদের ধরছেন না কেন?

নরওয়েতে নিহত ওই ৭০ জন শিশু?

ওই সমস্ত ক্রুসেডার, যাদের কৃতকর্মের অবস্থান অনুসারে নিন্দা জানায়নি অথবা ক্ষমা প্রার্থনা করেনি।

হিটলার এক ক্যাথলিক অনুসারী হিসেবে বেড়ে উঠেছিল। এক গণহত্যাকারী।

সাধারণ সকল অন্যায় ও অপরাধের জন্য বিশাল এক প্রচার মাধ্যম সাম্রাজ্যের মালিককে দোষারোপের জন্য অনেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে :

ইবোলা, রুপার্টের দোষ

যখন কেউ তাদের ব্যবহার করে,সেক্ষেত্রে উক্ত স্থান এবং ওইসব সন্ত্রাসীদের যথাযথ ভাবে ব্যবহার করতে না পারার দোষ রুপার্টের।

অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল মানব যন্ত্রণার দোষ রূপার্টের।

রিয়্যালিটি টিভি, রুপার্টের দোষ।

বয়স্ক, প্রচণ্ড ধনী,পক্ষপাত দুষ্ট শ্বেত বর্ণের এক ব্যক্তি যার অনেকগুলো বহুবিধ প্রচার মাধ্যম কোম্পানি এবং টুইটার একাউন্ট রয়েছে তার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই।

তবে মার্ডক দ্রুত তার টুইটারে স্বর পাল্টে ফেলে, যাকে আনসারি স্বাগত জানায়নি:

প্যারিসে আজ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটেছে, কিন্তু আহমেদ মেরাবাতে বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না, মুসলমান এই পুলিশ কর্মকর্তাকে আজ দাফন করা হচ্ছে- রুপার্ট মার্ডকের টুইট
আনসারির জবাব-হে তুমি বর্ণবাদী,এখন উল্টো ভাব দেখাচ্ছ।

আনসারির জন্ম সাউথ ক্যারোলিনায়। তার পিতামাতা ভারতের তামিলনাড়ু থেকে আগত এক মুসলমান দম্পতি, কিন্তু সে খুব সতর্ক ভাবে তার টুইটার ফিডে নিজের অবস্থান পরিষ্কার করেছে। :

স্পষ্ট করে বললে, আমি খুব একটা ধার্মিক নই এবং খ্রিষ্টান বা মুসলমানদের আমি বিরুদ্ধে নই, রুপার্ট মার্ডক যা ছড়াচ্ছে, সেগুলোকে উপেক্ষা করার মত এই সব টুইটকেও উপেক্ষা করুন।

টুইটারে কেলেঙ্কারি ঘটানো মার্ডকের জন্য নতুন কিছু নয়। ২০১৩ সালে সে ঘোষণা প্রদান করে “সমাজকে একীভূত করা দরকার। মুসলমানদের জন্য কাজটা সবচেয়ে কঠিন”। আর সিডনী অবরুদ্ধের ঘটনায় এর “রক্তাক্ত পরিণতিকে” ধারণ করার জন্য সে দি ডেইলি টেলিগ্রাফকে ( তার সংবাদপত্র সাম্রাজ্যের একটি অংশ) অভিনন্দন জানিয়েছিল।

আনসারি একমাত্র বিখ্যাত ব্যক্তি নয় যে মার্ডকের টুইটকে সহজ ভাবে নিতে পারেনি, হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিংও এই বিষয়ে টুইট করেছে :

একজন খ্রিষ্টান হিসেবে আমি জন্মগ্রহণ করেছি। আর এ কারণে যদি রুপার্ট মার্ডককে আমার দায়ভার গ্রহণ করতে হয়, তাহলে আমি নিজেকে নিজ-ধর্ম থেকে বহিষ্কৃত করব।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .