অনলাইন এক গণ বিতর্কের স্থান প্রতিষ্ঠা করা এবং “ইসলামকে অপমান” করার অভিযোগ অভিযুক্ত হবার কারণে ৯ জানুয়ারিতে সৌদি আরবে সৌদি উদারনৈতিক ব্লগার রাফি বাদাউয়িকে প্রকাশ্যে চাবুক মারা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে গত বছর ৩০ বছর বয়স্ক এই নাগরিককে শাস্তি হিসেবে ১,০০০ বার চাবুক মারা এবং দশ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে, সংবাদে জানা গেছে ৯ তারিখ শুক্রবারে জুম্মার নামাজের পর তাকে জেদ্দার এক মসজিদের সামনে ৫০ বার চাবুক মারা হবে। তার নির্ধারিত শাস্তির পরিমাণ শেষ না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার তাকে চাবুক মারা হবে।
তার এই শাস্তি আন্তর্জাতিক ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাথে তাকে ১ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় দুই কোটি আট লক্ষ সম পরিমাণ টাকা) জরিমানা ধার্য্য করা হয়েছে।
সৌদি আইনজীবী ওয়ালিদ আবুলখায়ের টুইটার একাউন্টের ৭৮৩০০ জন অনুসারী রয়েছে, সে এই সংবাদ নিশ্চিত করেছে:
جرى بالفعل جلد رائف بدوي قبل قليل في محافظة جدة أمام جمع من الناس بعد صلاة الجمعة ووسط ترديد بعضهم: الله أكبر ..
— وليد أبوالخير (@WaleedAbulkhair) January 9, 2015
আজ সকালে শুক্রবারের জুম্মার নামাজের জেদ্দায় নাগরিকদের সামনে রাফি বাদাউয়িকে চাবুক মারা হয়েছে। সেখানে উপস্থিত কেউ কেউ স্লোগান দেয় “আল্লাহ আকবর” (আল্লাহ্ মহান)।
সৌদি আরবের মানবাধিকার পর্যবেক্ষক দলের প্রধান আবুল খায়ের নিজে নয় মাস যাবত কারাগারে বন্দী, তার বন্ধুরা তার টুইটার একাউন্ট পরিচালনা করছে।
ফেসবুকে কাশেম এল ঘাজ্জালি জেদ্দার সেই মসজিদের ছবি প্রদান করেছে যার সামনে অভিযুক্তকে চাবুক মারা হয়েছে:
এই পোস্টে ক্ষুব্ধ কিছু মন্তব্য এসেছে। যেমন এই মন্তব্যকারী লিখেছে:
নিশ্চিতভাবে পৃথিবীর অন্যতম মূর্খ এক রাষ্ট্র। সেখানে বাস করলে আপনার এই অনুভূতি হবে যে আপনি অন্ধকার যুগের এক বিরানভূমিতে বাস করছেন, যেখানে ভবনগুলো কেবল আকাশ ছুয়েছে।
অন্য আরেকজন যোগ করেছে:
খুব বেদনাদায়ক এবং অন্ধকারাচ্ছন্ন এক মুহূর্ত, চাবুক মারার সময় তাকে কতটা অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা কল্পনাও করতে পারছি না, এই সকল বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষের হাতে আমরা অসহায়।
টুইটারে সৌদি আরব এবং আরব বিশ্বে তার সমর্থকেরা এই শাস্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। দোহাম আলসালেম বলছে বাদাউয়ির নাম অমরত্বের তালিকায় ঢুকে গেছে।
الا يعرفون انهم خلدوا اسمة في التاريخ!! #جلد_رائف_بدوي
— Dohan (@DohanAlsalem) January 9, 2015
তারা কি উপলব্ধি করতে পারছে না, তারা এই নামটিকে ইতিহাসে অমর করে দিয়েছে!!
সৌদি আরবের দাম্মাম থেকে হিলদা ইসমাইল, যার ২২৬০০ জন টুইটার অনুসারী রয়েছে, সে টুইট করেছে:
#جلد_رائف_بدوي
ليس انسانا ذلك الذي لم يشعر بوجع كل ضربة سوط تلقاها #رائف_بدوي ع جسده اليوم.
.
آه يابلد.
— ღ..هيـــلدا (@Hildaismail) January 9, 2015
আজ যারা রাইফ বাদাউয়ির শরীরে আঘাত করা প্রতিটি চাবুকের যন্ত্রণা অনুভব করেনি, তারা মানুষ নয়।
আমার দেশ দীর্ঘশ্বাস ফেল।
তিউনিশয়া হোউরা [মুক্ত তিউনিশিয়া] এর সাথে যোগ করেছে:
فقط للتذكير، من ينتقد داعش التي تقطع الرؤوس وتجلد الناس ويأتون بالأطفال ليتفرجوا، هم الآن يبررون جلد شخص في السعودية. دواعش يا أخي دواعش.
— tounsiahourra (@tounsiahourra) January 9, 2015
শুধু স্মরণ করিয়ে দিতে চাই: যারা শিরচ্ছেদ এবং মানুষকে চাবুক মারা ও লাইন ধরে শিশুদের দেখতে বাধ্য করার জন্য আইএস আইএস-এর সমালোচনা করে, তারাই কে সেই ব্যক্তি, যারা সৌদি আরবে মানুষকে চাবুক পেছেন অজুহাত প্রদান করে। তারা সকলে আইএস আইএস।
অনেকে এই বিষয়টির দিকে অঙ্গুলী নির্দেশ করছে কি ভাবে পশ্চিমা দেশগুলো চরম বাজে মানবাধিকারে রেকর্ড সত্বেও সৌদি আরবকে ক্রমাগত তাদের সমর্থন প্রদান করে যাচ্ছে।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মারিয়েতযে সাচাকে তার ৩০১০০ অনুসারীকে বলছে:
'Strategic partner' #Saudi Arabia is due to severely flog blogger #RaifBadawi today; sentence will likely lead to severe injury. Barbaric
— Marietje Schaake (@MarietjeSchaake) January 9, 2015
আমাদের কৌশলগত অংশীদার সৌদি আরব আজ ব্লগার রাইফ বাদাউয়িকে নির্মম ভাবে চাবুক মেরেছে; এই শাস্তির ফলে সে প্রচণ্ড রকম আহত হয়েছে। বর্বর প্রথা।
যুক্তরাজ্যের ড্যানিয়েল উইকহাম তার ১৭০০ টুইটার অনুসারীকে স্বদেশের সাথে সৌদি আরবের করা অস্ত্র চুক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে:
Today, Saudi Arabia, the number one recipient of British-made arms in the world, flogged a man for setting up a liberal website. #FreeRaif
— Daniel Wickham (@DanielWickham93) January 9, 2015
বৃটেন নির্মিত অস্ত্রের বিশ্বের এক নাম্বার ক্রেতা সৌদি আরব, এক উদারনৈতিক ওয়েবসাইট স্থাপনের জন্য আজ এক ব্যক্তি চাবুক মেরেছে।
এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপ পরিচালক হাসিবা হাজশাহারাউয়ি অনস্বীকার্য এক বিষয় তুলে ধরছে-“বরাবরের মত সৌদি আরব অনায়াসে এই কাজ করে যাচ্ছে”।
Sheer madness. Flogging of Raif Badawi taking place right now in Saudi Arabia. Flogging for writing. And Saudi getting a free pass as always
— Hassiba HadjSahraoui (@HassibaHS) January 9, 2015
নিছক এক উন্মত্ততা। এই মূহুর্তে সৌদি আরবে রাইফ বাদাউয়িকে চাবুক মারা হচ্ছে । লেখার জন্য তাকে চাবুক মারা হচ্ছে। আর সৌদি আরব বরাবরের মত অনায়াসে এই কাজ করে যাচ্ছে।