অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের অনলাইন একটিভিস্ট ইয়ান ফগেরটি যে কিনা এক প্রথম সারির ব্যাঙ্গাত্মক টুইটার একাউন্ট পরিচালনা করে, রাষ্ট্রীয় নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহে প্রচারণার অংশ নেওয়া ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পর তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং “জনগণের বিরক্তি উদ্রেক করার” অভিযোগে গ্রেফতার করেছে।
ফগেরটি, কুইন্সল্যান্ডের প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাম্পবেল নিউম্যানকে খুঁচিয়ে মজা করেন তার @ক্যান_ডু _ক্যাম্পবেল (ক্যাম্পবেল করতে পারে) টুইটার একাউন্টের মাধ্যমে, এখানে সে রাজনীতিবিদকে অনুকরণ করে মজা এবং বিদ্রুপ করে।
ওয়াইনে জোন্স ওরফে @ জানসানাট অস্ট্রেলীয় এক নাগরিক সাংবাদিক এবং ফটোগ্রাফার, সে ৮ জানুয়ারি ২০১৫ তারিখে করা এই গ্রেপ্তার নিয়ে স্যোশাল মিডিয়ায় অনেকের অনুভূতি সারমর্ম তুলে ধরেছে
On a day of international solidaity behind free speech, Campbell Newman's police arrest a man 4 wearing a T-shirt LNP didn't like #qldvotes
— Jansant (@Jansant) January 8, 2015
বাক স্বাধীনতার প্রতি একাত্মতা প্রদর্শনের দিন ক্যাম্পবেল নিউম্যানের পুলিশ টি-শার্ট পড়ার জন্য চারজন ব্যক্তিকে ধরে নিয়েছে, এলএনপি যাদের পছন্দ করেনি
@এনভায়ের স্টুডেন্টও একই ভাবে প্যারিসের বেদনাদায়ক ঘটনা এবং জ সুই শার্লির হ্যাশট্যাগের মাধ্যমে উক্ত ঘটনার সাথে এর সম্পর্ক স্থাপন করেছে :
#JeSuisAvecStupide #imwithstupid #qldpol pic.twitter.com/EJ3sL7HyKV
— Je Suis Avec Stupide (@EnviroStudent) January 8, 2015
আমি নিজে নির্বোধদের পাশে
গার্ডিয়ানে সংবাদ অনুসারে কুইন্সল্যান্ডের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রচারণা অংশ নেওয়া একদল ব্যক্তির পাশে যখন ফগেরটি হাত নাড়াচ্ছিল তখন তাকে গ্রেফতার করা হয়:
Queensland man arrested for waving next to LNP campaigners in ‘I’m with stupid’ T-shirt http://t.co/PSuGNOhQw0 and #imwithstupid trending
— Mari R (@randlight) January 8, 2015
কুইন্সল্যান্ডের এই ব্যক্তি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তিদের পাশে “আমি নির্বোধদের সাথে” (আই এম উইথ স্টুপিড়) লেখা টি-শার্ট পরে হাত নাড়াচ্ছিল আর এখন “#আইএমস্টুপিড” আলোচিত বিষয়ে পরিণত হয়েছে
টুইটারে #আইএমস্টুডিপ আলোচিত বিষয়ে পরিণত হয়েছে, তাতে আমি বিস্মিত নই।
অনিবার্যভাবে ক্যাম্পবেল নিউম্যান ফটোশপের মাধ্যমে বিদ্রুপের এক বিষয়ে পরিণত হয় :
#ImWithStupid @theqldpremier pic.twitter.com/FiTfFkwJsI
— Alassin Sane (@Lone_Deranger_) January 8, 2015
কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী, আমি নির্বোধদের সাথে
মুখ্যমন্ত্রী একটি টুপি পড়ে আছে:
Looks like those #imwithstupid t-shirts are everywhere. Thanks to @ozbryster pic.twitter.com/ljmQ6qLl0Z
— Anne Carlin (@sacarlin48) January 8, 2015
দেখে মনে হচ্ছে আমি নির্বোধের সাথে লেখা টি শার্ট সব জায়গায়। অজ ব্রায়েস্টারকে ধন্যবাদ
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ইয়ান স্টুয়ার্টকে সহকর্মীদের এই কাজের ফলে তাদের রক্ষায় এগিয়ে আসতে হয়েছে :
We take appropriate action if individuals break the law. Court decides the lawfulness & consequences. Our focus- keep u safe. @PaulTully
— Ian Stewart (@CoPStewart) January 8, 2015
যদি কোন ব্যক্তি আইন ভাঙ্গে তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালত নির্ধারণ করবে আইন এবং তার প্রভাব। আমাদের মনোযোগ নিরাপত্তা বজায় রাখার প্রতি।
দিনের শুরুতে সে টুইট করেছিল:
Again lives lost in attack on our freedoms b criminals in Paris. We can never b complacent! Thoughts with our French colleagues. @QPSmedia
— Ian Stewart (@CoPStewart) January 7, 2015
আমাদের বাক স্বাধীনতা রক্ষার জন্য প্যারিসে অপরাধীদের হাতে কয়েক জন প্রাণ হারাল। আমাদের কখনো সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না! আমাদের ফরাসী সহকর্মীদের চিন্তার সাথে একমত
এটি হচ্ছে এ্যাটম শামসের এর টুইটার থেকে নেওয়া ছবি যা বেশ কয়েক বার টুইট করেছে:
যাই হোক এখানে আরেকটি বাক্য যোগ করুন “যদি আপনি হাসাতে না পারে, তাহলে আপনাকে কাঁদতে হবে!”