এশিয়া কাপের উদ্বোধনী খেলায় মেলবোর্নের আয়তাকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৪-১ গোলে কুয়েতকে হারিয়েছে।
খেলার শুরুতে কুয়েত গোল করে বসে, কয়েকজন ফুটবল ভক্ত অস্ট্রেলিয় ফুটবল দলের কোচ আনজে পোস্টেকাগলুকে দোষারোপের জন্য প্রস্তুত হয়ে ছিল :
#SackAnge #GoSocceroos #AUSvKUW #AC2015
— RunnaLittle (@RunnaLittle) January 9, 2015
আনজেকে বরখাস্ত কর, ফুটবল এগিয়ে যাক,এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েত-এর খেলা চলছে।
টিম কাহিল গোল পরিশোধ করার পর, # এসি২০১৫ হ্যাশট্যাগে অস্ট্রেলীয় নাগরিকরা আরো বেশী আশাবাদী হয়ে ওঠে।
GOAL! @Tim_Cahill levels it! AUS 1 KUW 1 (33′) #AUSvKUW
— Socceroos (@Socceroos) January 9, 2015
গোল! টিম কাহিল খেলায় সমতা আনল! অস্ট্রেলিয়া ১- কুয়েত ১( খেলা ৩৩ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে)
Looks like Australia is a football nation afterall. Beautiful scenes in Melbourne for the #AC2015. #AUSvKUW
— John Smith (@sydneyfcinsider) January 9, 2015
মনে হচ্ছে আসলে অস্ট্রেলিয়া এক ফুটবল প্রিয় জাতি। এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েতে-এর খেলায় মেলবোর্নে সুন্দর এক দৃশ্যের অবতারণা ঘটেছে।
মধ্যাহ্ন বিরতির সময় ক্রীড়া প্রেমীদের মাঝে কিছু হাস্যরসের সৃষ্টি হয়। একজন টেনিস খেলোয়াড় টুইট করে:
Roger Federer was in a hurry beating Duckworth, must be keen to watch the 2nd half of Socceroos vs Kuwait #BrisbaneTennis #AUSvKUW #AC2015
— Wahyu (@thewahaman) January 9, 2015
ব্রিসবেনে অনুষ্ঠিত টেনিস প্রতিযোগিতায় রজার ফেদেরার তার প্রতিপক্ষক ডাকওয়ার্থকে দ্রুত হারানোর চেষ্টা করছে, সে হয়ত অস্ট্রেলিয়া বনাম কুয়েতের খেলার দ্বিতীয়ার্ধ দেখতে অধীর আগ্রহী।
মধ্যাহ্ন বিরতীর সময়, ওপেন স্টেডিয়াম নামক টুইটার একাউন্ট খেলাধুলার এমন এক দিক ধারণ করেছে যেখানে এমন কি খেলার মাঠ পর্যন্ত নেই, যার অংশ গ্রহণকারীরা মূলত নারী:
We appreciate any act of solidarity with Iranian women football fans during @afcasiancup #AC2015 pic.twitter.com/ZODiXojxRF
— OpenStadiums (@openStadiums) January 9, 2015
এএফসি আয়োজিত এশিয়া কাপ ২০১৫-এ ইরানের ফুটবল দলের নারী ভক্তদের প্রতি সংহতি প্রকাশ করে গ্রহণ করা যে কোন কার্যক্রমের আমরা তারিফ করি।
এদিকে সাম্প্রতিক সময়ের প্রচণ্ড তাপমাত্রার প্রেক্ষাপটে, মেলবোর্ন আরো প্রচলিত সিক্ত উপায় অভিনন্দন জানানোর মত বিষয় গ্রহণ করেছে:
Lights at @AAMIPark are green & gold after the 4-1 win #GoSocceroos #AC2015 #AUSvKUW
— Dave (@Davep1984) January 9, 2015
এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েতের খেলায় ৪-১ গোলে অস্ট্রেলিয়া জয়লাভের পর এএএমআই পার্কের লাইটগুলো সবুজ এবং সোনালী রূপ ধারণ করে।
টিম কাহিল এবং এশীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা খেলা শেষে একটি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিল:
Who was your man of the match? #AC2015 #AUSvKUW pic.twitter.com/uyqTSt6xHC
— TNC Asia (@TNC__Asia) January 9, 2015
আপনার দৃষ্টিতে সেরা খেলোয়াড় কে?
MAN OF THE MATCH: @MassLuongo. #AUSvKUW #AC2015 pic.twitter.com/cetaD2ibYj
— AFC Asian Cup (@afcasiancup) January 9, 2015
সেরা খেলোয়াড় মাস লুয়োঙ্গো
এএফসির আরবী টুইটার একাউন্ট খেলার সারাংশ তুলে ধরেছে :
أستراليا 4 : 1 الكويت ” إنتهت ” ـ إحصائيات المباراة: #AUSvKUW #AC2015 pic.twitter.com/zwuMn9yxRC
— ASIAN CUP 2015 (@ASIANCUP_LIVE) January 9, 2015
খেলার “চূড়ান্ত” ফলাফল, অস্ট্রেলিয়া ৪-কুয়েত ১।