এশিয়া কাপের প্রথম দিন: আয়োজকদের দুর্বল শুরুর পর অস্ট্রেলিয়া ৪-কুয়েত ১

Rectangular stadium Melbourne

আয়তকার মেলবোর্ন স্টেডিয়াম- ফ্লিকার ব্যবহারকারী প্রিন্সেস পারপেল-এর সৌজন্যে (সিসি বাই-এনসি-এনডি ২.০)।

এশিয়া কাপের উদ্বোধনী খেলায় মেলবোর্নের আয়তাকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৪-১ গোলে কুয়েতকে হারিয়েছে।

খেলার শুরুতে কুয়েত গোল করে বসে, কয়েকজন ফুটবল ভক্ত অস্ট্রেলিয় ফুটবল দলের কোচ আনজে পোস্টেকাগলুকে দোষারোপের জন্য প্রস্তুত হয়ে ছিল :

আনজেকে বরখাস্ত কর, ফুটবল এগিয়ে যাক,এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েত-এর খেলা চলছে।

টিম কাহিল গোল পরিশোধ করার পর, # এসি২০১৫ হ্যাশট্যাগে অস্ট্রেলীয় নাগরিকরা আরো বেশী আশাবাদী হয়ে ওঠে।

গোল! টিম কাহিল খেলায় সমতা আনল! অস্ট্রেলিয়া ১- কুয়েত ১( খেলা ৩৩ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে)

মনে হচ্ছে আসলে অস্ট্রেলিয়া এক ফুটবল প্রিয় জাতি। এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েতে-এর খেলায় মেলবোর্নে সুন্দর এক দৃশ্যের অবতারণা ঘটেছে।

মধ্যাহ্ন বিরতির সময় ক্রীড়া প্রেমীদের মাঝে কিছু হাস্যরসের সৃষ্টি হয়। একজন টেনিস খেলোয়াড় টুইট করে:

ব্রিসবেনে অনুষ্ঠিত টেনিস প্রতিযোগিতায় রজার ফেদেরার তার প্রতিপক্ষক ডাকওয়ার্থকে দ্রুত হারানোর চেষ্টা করছে, সে হয়ত অস্ট্রেলিয়া বনাম কুয়েতের খেলার দ্বিতীয়ার্ধ দেখতে অধীর আগ্রহী।

মধ্যাহ্ন বিরতীর সময়, ওপেন স্টেডিয়াম নামক টুইটার একাউন্ট খেলাধুলার এমন এক দিক ধারণ করেছে যেখানে এমন কি খেলার মাঠ পর্যন্ত নেই, যার অংশ গ্রহণকারীরা মূলত নারী:

এএফসি আয়োজিত এশিয়া কাপ ২০১৫-এ ইরানের ফুটবল দলের নারী ভক্তদের প্রতি সংহতি প্রকাশ করে গ্রহণ করা যে কোন কার্যক্রমের আমরা তারিফ করি।

এদিকে সাম্প্রতিক সময়ের প্রচণ্ড তাপমাত্রার প্রেক্ষাপটে, মেলবোর্ন আরো প্রচলিত সিক্ত উপায় অভিনন্দন জানানোর মত বিষয় গ্রহণ করেছে:

এশিয়া কাপ ২০১৫-এ অস্ট্রেলিয়া বনাম কুয়েতের খেলায় ৪-১ গোলে অস্ট্রেলিয়া জয়লাভের পর এএএমআই পার্কের লাইটগুলো সবুজ এবং সোনালী রূপ ধারণ করে।

টিম কাহিল এবং এশীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা খেলা শেষে একটি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিল:

আপনার দৃষ্টিতে সেরা খেলোয়াড় কে?

সেরা খেলোয়াড় মাস লুয়োঙ্গো

এএফসির আরবী টুইটার একাউন্ট খেলার সারাংশ তুলে ধরেছে :

খেলার “চূড়ান্ত” ফলাফল, অস্ট্রেলিয়া ৪-কুয়েত ১।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .