লোকেরা বলে নির্যাতন ঘরের বাইরে, অন্ধকার রাস্তায় সংঘঠিত হয়, কিন্তু আসলে নির্যাতন সেই সকল স্থানে সংঘঠিত হয় যেখানে আমরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুখী অনুভব করি, যে সমস্ত ব্যক্তিকে আমরা জানি। বেশীর ভাগ নির্যাতনের ঘটনা আমাদের নিজেদের চার দেওয়ালের মাঝে ঘটে, এবং প্রতি বছর এ ধরনের ঘটনা আরো বেশী বেশী ঘটছে।
কিরগিজস্তানের নারী একটিভিস্ট (গার্লস একটিভিস্ট অফ কিরগিজস্তান)নামক সংগঠন ২০১৪ সালে নির্যাতনের এই বিষয়টিকে গ্রহণ করেছে এবং সমাজের প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য নতুন উপায় নিয়ে হাজির হয়েছে।
তরুণ একটিভিস্ট শিবির
নভেম্বরের শেষে আমরা একটি তরুণ একটিভিস্ট শিবিরের আয়োজন করি, যেখানে আমরা লিঙ্গীয় সমতা, প্রজননকালীন স্বাস্থ্য,সমাজের বিভিন্ন দলের মাঝে সংহতি এবং মানবাধিকারের প্রতি মনোযোগ প্রদান করি, যাতে এ সব বিষয়ে অংশগ্রহণ এবং সমাজকে প্রভাবিত করার ক্ষেত্রে তরুণদের প্রস্তুত করা হয়।
কিরগিজস্তানের নারী একটিভিস্টদের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এবং ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৪-এটি বিশকেকে অনুষ্ঠিত হয়। কিরগিজস্তানের দুটি অঞ্চল (কিরগিজস্তানে সাতটি অঞ্চল রয়েছে) থেকে ১৩ জন এই শিবিরে অংশগ্রহণ করে।
ডিসেম্বরের প্রথম দিনে আমরা “বিশ্ব এইডস দিবস” উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করি, যা নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি সম্বন্ধে তাদের জানা প্রয়োজন।
এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে এইচআইভি/ এইডস লিঙ্গীয় বৈষম্যের এক কারণ হয়ে দাঁড়িয়েছে, আর নাগরিকদের এইচআইভি আক্রান্তদের প্রতি সহনশীল হতে হবে।
এই শিবির চলাকালীন সময়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে নারীর জন্য পুরুষ (হিফরশি) আন্দোলনকে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং নারী নির্যাতন এবং বৈষম্যের বিষয় ভিত্তিক কাজের এক প্রদর্শনীর আয়োজন করি এই বিষয়টি তুলে ধরার জন্য যে নির্যাতন ঘটছে এবং এই বিষয়ের এটিকে এখনই থামানো দরকার, আগামীতে নয়।
এর আগে, আমরা নিজেকে বাঁচানো এবং নিরাপদে থাকার বিষয় তুলে ধরি, কারণ সকল ধরনের কার্যক্রমে এটা একটা গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমাদের কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে যেখানে কিরগিজস্তানের নারীদের কাহিনী তুলে ধরা হচ্ছে, সে কারণে এটা সত্যিকার অর্থে আমাদের জন্য প্রয়োজনীয়।
নভেম্বরের শুরুতে, এক তথ্য বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সামনে এক কর্মশালা উপস্থাপন করেন, যেখানে আমরা কিছু পরামর্শ লাভ করেছি, যা আমরা আগামী সংখ্যায় তুলে ধরব।
ছবিগুলো তুলেছে দারিয়া কাসমামইয়াতোভা।