স্কপির শপিং সেন্টার রক্ষা করতে মেসেডোনিয়ানদের প্রতিবাদ

People holding hands, forming a human chain to "warm up" the GTC - public trade center in Skopje, Macedonia. Photo by Vanco Dzambaski, CC BY-NC-SA

মেসেডোনিয়ার স্কপিয়েতে জেটিসি (সরকারি বাণিজ্যিক কেন্দ্র) রক্ষা করতে জনগণ হাতে হাত ধরে একটি মানববন্ধন করেছে। ছবিঃ ভাঙ্কো জাম্বাস্কিল

২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখের সন্ধ্যায় মেসেডোনিয়ানরা নির্ভীকভাবে তুষাড় এবং বরফের মোকাবেলা করেছেন। আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন সিটি শপিং সেন্টার ভেঙ্গে ফেলার যে পরিকল্পনা সরকার হাতে নিয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ। সিটি শপিং সেন্টারটি ১৯৭৩ সালে নির্মিত হয় এবং মেসেডোনিয়ানরা এটিকে সংক্ষেপে জিটিসি নামে চেনেন। শপিং সেন্টারের সদর দরজাটি “বারোক” শিল্প রীতিতে তৈরি করা। সক্রিয়কর্মী, শিল্পী এবং স্থাপত্যবিদেরা “আমি জিটিসি (এফবি, টিডব্লিউ, #ГоСакамГТЦ) ভালোবাসি”  নামক প্রতিবাদ উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন। দ্বিতীয় বারের মতো কমপ্লেক্সটির জন্য একটি গণ “আলিঙ্গনের” আয়োজন করে এই উদ্যোগটি নেয়া হয়েছে।

২০১৩ সালে শুরু হওয়া ধারাবাহিক ঘটনা প্রবাহের একটি অংশ হিসেবে প্রতিবাদ কর্মসূচীটির আয়োজন করা হয়। এটির মাধ্যমে হামাগুড়ি দিয়ে চলা স্কপিয়ে ২০১৪ প্রকল্পটির দিক থেকে সরাসরি কোন উত্তর না দিতে উদ্যোগ নেয়া হয়েছে। শহরের দালানগুলো নব্য ঐতিহ্যগত অথবা বারোক স্থাপত্যশৈলীতে সাজাতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা অত্যন্ত বিতর্কিত এবং ব্যয়বহুল। জিটিসি উন্মুক্ত, এটি “জনসাধারণের জন্য” উন্মুক্ত একটি স্থান, যা সরকারের মালিকানাধীন (শতকরা ৯৭ ভাগ শেয়ার)।  

ছবি-সক্রিয়কর্মী ভানচো ঝামবাসকি প্রতিবাদ কর্মসূচীটি ক্যামেরায় ধারণ করেছেন এবং লিখেছেনঃ

И покрај со снег затрупаните улици и непријатното време, граѓаните на Скопје повторно се собраа во голем број, овој пат да го стоплат саканиот ГТЦ.

Повеќе од 2000 луѓе на уште еден начин се обидоа да пратат порака на арогантната власт дека не можеш да залепиш шпански скали и барокни кулиси каде што ќе ти текне. Едноставно, не е секоја идеа за плагијат добиена на прошетките во странство туку така применлива. Дури ни во град кој веќе изгледа како Дизниленд.

রাজপথে তুষাড় জড়ো হয়ে থাকা এবং প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও স্কপিয়ের নাগরিকরা আবারো দলে দলে একত্রিত হয়েছেন। এই বারে তারা তাদের প্রিয় জিটিসিকে চাঙ্গা করে তুলতে এসেছেন।

উদ্ধত কর্তৃপক্ষকে আরেকটি বার্তা পাঠাতে ২ হাজারেরও বেশি সংখ্যক লোক উদ্যোগী হয়েছেন। নিজেদের সন্তুষ্টির জন্য তারা যেখানে ইচ্ছা সেখানে স্প্যানিশ এবং বারোক দৃশ্যাবলী লাগিয়ে দিতে পারেন না, সে বার্তাই তারা দেবার চেষ্টা করেছেন। সহজ কথায়, অন্যান্য দেশে বেড়াতে যেয়ে তারা যেসব শিল্প দেখে আসবেন তার সবগুলোই এখানে প্রযোজ্য হবে না। বিশেষ করে এমন একটি শহরে যা ইতোমধ্যেই দেখতে ডিজনিল্যান্ডের মতো দেখায়।

একটি স্বাধীন সংবাদ প্রচারকারী পোর্টাল এ ওয়ানের হিসাবে দেখা যাচ্ছে, এক হাজারেরও বেশি সংখ্যক লোক এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছেন। পোর্টালটি এই সৃজনশীল প্রতিবাদ কর্মসূচীর একটি বহুল শেয়ার করা ভিডিও প্রকাশ করেছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .