- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এক বিষণ্ণ দৃশ্যের অবতারণা ঘটেছে, যখন বিশ্ব পাকিস্তানের পেশোয়ারে নিহত শিশুদের জন্য শোক প্রকাশে এগিয়ে আসে

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পাকিস্তান, আন্তর্জাতিক সম্পর্ক, ধর্ম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবতামূলক কার্যক্রম, যুদ্ধ এবং সংঘর্ষ, যুবা, রাজনীতি
Students of Army Public School, members of Civil Society, Pak Army staffs and large numbers of citizens held a candle light vigil to mourn the innocent victims. Image by ppiimages. Copyright Demotix (19/12/2014) [1]

আর্মি পাবলিক স্কুল, সুশীল সমাজ, পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং বিশাল সংখ্যক নাগরিক,ঘটনার শিকার নিষ্পাপ এই শিশুদের জন্য শোক প্রকাশে নিশীথে মোমবাতি প্রজ্বলন করে। ছবি পিপিইমেজেস-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৯/১২/২০১৪)।

১৬ ডিসেম্বরে সামরিক পোষাকে বন্দুকধারী একদল তালেবান পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে প্রবেশ করে এবং হেঁটে ক্লাশে ক্লাশে গিয়ে ছাত্র ও শিক্ষকদের [2] প্রতি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে যাদের মধ্যে ১৩২ জন শিশু, এবং ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র গুরুতর আহত হয়।

এর পরের দিন করাচি, ইসলামাবাদ এবং দেশজুড়ে অন্যান্য প্রধান শহরে নিশীথে মোমবাতি প্রজ্বলনের সাথে প্রার্থনার আয়োজন, যা এই সকল ছবিতে দেখা যাচ্ছে [3]

নিহতদের স্মরণে বিশ্বজুড়ে অসংখ্য জায়গায় রাত্রিতে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করা হয়:

শিকার নিহতদের স্মরণ করেছে, এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তালেবানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে এবং এই সকল নৃশংসতা থেকে শিশুদের দূরে রাখার বিষয়ে নিজেদের মত প্রতিধ্বনিত করেছে।

নিচের মোমবাতি প্রজ্বলনের কয়েকটি ছবি তুলে ধরা হল:

A collection of candles and votives lit as part of a vigil in Trafalgar Square, London, to remember the dead school children and teachers killed by the Pakistani Taliban in Pakistan. Image by Emma Durnford. Copyright Demotix (17/12/2015) [32]

লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে শোক প্রকাশে মোমবাতি ও প্রদীপের এক সংগ্রহ প্রজ্বলিত করা হয়েছে, পাকিস্তানের পেশোয়ারের পাকিস্তানি তালেবানের হাতে নিহত স্কুলের ছাত্র এবং শিক্ষকদের স্মরণে এই শিখা প্রজ্বলন। ছবি এমমা ড্রানফোর্ড-এর কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৫)।

A Candlelight vigil for the children of Peshawar is held in Longsight, Manchester outside the Pakistani Community Centre. Image by Barbara Cook. Copyright Demotix (20/12/2014) [33]

ম্যানচেস্টারের লংসাইট-এ পাকিস্তানী কমিউনিটি সেন্টারের সামনে পেশোয়ারে শিশুদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। ছবি বারবারা কুকের। কপিরাইট ডেমোটিক্সের (২০/১২/২০১৪)।

Two hundred people gathered in front of the CNN Center in Atlanta for a candlelight vigil to honor victims killed during a Taliban attack on a school in Peshawar, Pakistan. Image by Steve Eberherdt Copyright Demotix (17/12/2014) [34]

পাকিস্তানের পেশোয়ারে তালেবানের হামলা ঘটনার শিকার নিহতদের সম্মান প্রদর্শনে আটলান্টার সিএনএন সেন্টারের সামনে দুইশত ব্যক্তি সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করে।ছবি স্টিভ এবারহার্ডট-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।

Columbia students and other members of the community joined a campus candlelight vigil to support the victims of the Peshawar attacks. Image by Mansura Khanam. Copyright Demotix (17/12/2014) [35]

পেশোয়ারে হামলায় নিহতদের সমর্থনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সম্প্রদায়ের অন্য সদস্যরা মোমবাতি প্রজ্বলনে যোগ দান করে। ছবি মানসুরা খানমের। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)

Indian congress workers and children pay tribute to those killed in the Taliban attack in Peshawar, Pakistan at a candle vigil in Allahabad, India. Image by Ritesh Shukla. Copyright Demotix (17/12/2014)

ভারতের এলাহাবাদে ভারতীয় কংগ্রেস দলের কর্মী এবং শিশুরা এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাকিস্তানের পেশোয়ারে তালেবান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে। ছবি রিতেশ শুক্লার। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।

A candle light vigil and were held at the Pakistan High Commission in Bangladesh, this evening in remembrance of the innocent victims of the massacre at the Army public School peshawar. [36]

আজ সন্ধ্যায় বাংলাদেশ অবস্থিত পাকিস্তান হাই কমিশনে পেশোয়ারের আর্মি স্কুলে সংঘঠিত এই গণহত্যার শিকার নিষ্পাপ শিশুদের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Indian people lit candles as they took part in a candle-light vigil in memory of victims killed in a Taliban attack on a military-run school in Peshawar, in Amritsar. Image by Sanjeev Syal. Copyright Demotix (17/12/2014) [37]

অমৃতসরে সেখানকার নাগরিকরা পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মোমবাতি জ্বালাচ্ছে। ছবি সঞ্জীব সায়াল-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।

Childrens in Sivasagar, Assam lighting candles protesting the attack of Talibans in a school of Pakistan,  image by Neelam Kakoty Majumdar. Copyright Demotix (18/12/2014) [38]

পাকিস্তানের স্কুলে তালেবান হামলার প্রতিবাদে আসামের শিবসাগরে শিশুরা মোমবাতি জ্বালাচ্ছে। ছবি নীলম ককতৈ মজুমদারের। কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)।

Burdwan District Press Club organised a Candlelight Rally in At Burdwan, West Bengal, India, protesting against Taliban terror attack on Army Public School in Peshawar.  Image by Sanjoy Karmaker (18/12/2014) [39]

পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রজ্বলিত মোমবাতি হাতে এক র‍্যালির আয়োজন করে। ছবি সঞ্জয় কর্মকারের (১৮/১২/২০১৪)।

Children holding solidarity messages at the candle light vigil in Lahore, Pakistan. Image by Fatima Arif. Copyright Demotix  (18/12/2014) [40]

পাকিস্তানের লাহোরে শিশুরা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে ঐক্যের বাণী বহন করছে। ছবি ফাতিমা আরিফের। কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)।