আর্মি পাবলিক স্কুল, সুশীল সমাজ, পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং বিশাল সংখ্যক নাগরিক,ঘটনার শিকার নিষ্পাপ এই শিশুদের জন্য শোক প্রকাশে নিশীথে মোমবাতি প্রজ্বলন করে। ছবি পিপিইমেজেস-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৯/১২/২০১৪)।
১৬ ডিসেম্বরে সামরিক পোষাকে বন্দুকধারী একদল তালেবান পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে প্রবেশ করে এবং হেঁটে ক্লাশে ক্লাশে গিয়ে ছাত্র ও শিক্ষকদের প্রতি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে যাদের মধ্যে ১৩২ জন শিশু, এবং ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র গুরুতর আহত হয়।
এর পরের দিন করাচি, ইসলামাবাদ এবং দেশজুড়ে অন্যান্য প্রধান শহরে নিশীথে মোমবাতি প্রজ্বলনের সাথে প্রার্থনার আয়োজন, যা এই সকল ছবিতে দেখা যাচ্ছে।
নিহতদের স্মরণে বিশ্বজুড়ে অসংখ্য জায়গায় রাত্রিতে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করা হয়:
- কানাডায়: হ্যামিল্টন, ওকভিল, পিকারিং-এ
- যুক্তরাষ্ট্রে: ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ইন্ডিয়ানা, ফ্লোরিডা, ম্যাসাচুসাটস, কেনটাকি, নিউইয়র্ক, ওহিও, টেনেসি, ইউটাহ, এ্যারিজোনা, উইসকনসিন-এ
- যুক্তরাজ্যে: ডার্বি, ওকিং, ওয়াটফোর্ড, লিচেষ্টার, সারে, বার্মিংহাম, লিভারপুল-এ।
- বিশ্বের অন্যান্য প্রান্তে: অস্ট্রেলিয়া, নরওয়ে, তানজানিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ইরান-এ।
শিকার নিহতদের স্মরণ করেছে, এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তালেবানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে এবং এই সকল নৃশংসতা থেকে শিশুদের দূরে রাখার বিষয়ে নিজেদের মত প্রতিধ্বনিত করেছে।
নিচের মোমবাতি প্রজ্বলনের কয়েকটি ছবি তুলে ধরা হল:
লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে শোক প্রকাশে মোমবাতি ও প্রদীপের এক সংগ্রহ প্রজ্বলিত করা হয়েছে, পাকিস্তানের পেশোয়ারের পাকিস্তানি তালেবানের হাতে নিহত স্কুলের ছাত্র এবং শিক্ষকদের স্মরণে এই শিখা প্রজ্বলন। ছবি এমমা ড্রানফোর্ড-এর কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৫)।
ম্যানচেস্টারের লংসাইট-এ পাকিস্তানী কমিউনিটি সেন্টারের সামনে পেশোয়ারে শিশুদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। ছবি বারবারা কুকের। কপিরাইট ডেমোটিক্সের (২০/১২/২০১৪)।
পাকিস্তানের পেশোয়ারে তালেবানের হামলা ঘটনার শিকার নিহতদের সম্মান প্রদর্শনে আটলান্টার সিএনএন সেন্টারের সামনে দুইশত ব্যক্তি সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করে।ছবি স্টিভ এবারহার্ডট-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।
পেশোয়ারে হামলায় নিহতদের সমর্থনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সম্প্রদায়ের অন্য সদস্যরা মোমবাতি প্রজ্বলনে যোগ দান করে। ছবি মানসুরা খানমের। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)
ভারতের এলাহাবাদে ভারতীয় কংগ্রেস দলের কর্মী এবং শিশুরা এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাকিস্তানের পেশোয়ারে তালেবান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে। ছবি রিতেশ শুক্লার। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।
আজ সন্ধ্যায় বাংলাদেশ অবস্থিত পাকিস্তান হাই কমিশনে পেশোয়ারের আর্মি স্কুলে সংঘঠিত এই গণহত্যার শিকার নিষ্পাপ শিশুদের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অমৃতসরে সেখানকার নাগরিকরা পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মোমবাতি জ্বালাচ্ছে। ছবি সঞ্জীব সায়াল-এর। কপিরাইট ডেমোটিক্সের (১৭/১২/২০১৪)।
পাকিস্তানের স্কুলে তালেবান হামলার প্রতিবাদে আসামের শিবসাগরে শিশুরা মোমবাতি জ্বালাচ্ছে। ছবি নীলম ককতৈ মজুমদারের। কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)।
পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রজ্বলিত মোমবাতি হাতে এক র্যালির আয়োজন করে। ছবি সঞ্জয় কর্মকারের (১৮/১২/২০১৪)।
পাকিস্তানের লাহোরে শিশুরা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে ঐক্যের বাণী বহন করছে। ছবি ফাতিমা আরিফের। কপিরাইট ডেমোটিক্সের (১৮/১২/২০১৪)।