- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্জেন্টিনায়, চিলি এবং বলিভিয়া, ডাকার ২০১৫-এর জন্য প্রস্তুত

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, খেলাধুলা, নাগরিক মাধ্যম
Imagen de Laura Schneider Dakar 2012

 আর্জেন্টিনায়, ডাকার ২০১২ নামক গাড়ি প্রতিযোগিতা, ছবি লাউরা স্কেনেইডার-এর।

ডাকার [1]” হচ্ছে বিশ্বের অন্যতম এক চ্যালেঞ্জি মোটর গাড়ি চালানো প্রতিযোগিতা, যা এ বছরের ৪ জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে এবং এই প্রতিযোগিতা ল্যাটিন আমেরিকার তিনটি দেশ জুড়ে অনুষ্ঠিত হবে, আর প্রতিযোগিতার এই ১৩ দিন, গাড়িগুলো আর্জেন্টিনায়, চিলি এবং বলিভিয়া পরিভ্রমণ করবে।

২০১৫ সালের এই প্রতিযোগিতার যাত্রা শুরু হবে বুয়েন্স আইরেস থেকে, আর ৪ জানুয়ারি হচ্ছে এর যাত্রা শুরুর দিন, এবং যাত্রা পথে এটি ভিলা কার্লোস পাজ [2], সান জুয়ান [3], চিলেসিটের [4] মত শহর অতিক্রম করবে এবং আন্দিজ পর্বতের মাঝ দিয়ে চিলির কোপিয়াপো [5], আন্তোফাগাস্তা [6] এবং ইকুইকুয়ে [7] গিয়ে পৌছুঁবে। এরপর রাস্তা ভাগ হয়ে যাবে ইউয়ুনি [8]-এর দিকে, যা বলিভিয়ায় অবস্থিত। ২০১৪ সালের সাথে এবারের পার্থক্য হচ্ছে এ বছর পেরু এই গাড়ি দৌড়ে অর্ন্তভুক্ত নয়।

২০০৯ সালের পর থেকে এই প্রতিযোগিতা ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে, যা ২০০৮ সালে চারজন ফরাসী নাগরিক ও মৌরিতানিয়ার তিন সেনা খুনের ঘটনার পর থেকে এই এখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া শুরু হয়।

ডিয়ারিও ভাসকো [9]”-এ ড্যানিয়েল হার্নানদেজের [10] ব্লগ, “ডাকার ২০১৫” প্রতিযোগিতা শুরুর পূর্বে জাহাজে করে গাড়ি এই এলাকায় নিয়ে আসার দিনগুলোর কথা আমাদের জানাচ্ছে:

Por fin un poco de relajación.Estos días previos han sido una locura con los últimos preparativos antes del embarque del coche en Le Havre. Un total de 645 vehiculos han superado con éxito las verificaciones técnicas de rigor incluidos todos nuestros vehículos, ahora sí que podemos decir que vamos rumbo a la aventura.

অবশেষে সামান্য বিশ্রাম নেওয়ার সুযোগ এসেছে। লে হাভ্রে বন্দরে গাড়িগুলোকে নিয়ে আনার জন্য গ্রহণ করা চূড়ান্ত প্রস্তুতির পূর্বের দিনগুলো পাগলের মত কেটেছে । আমাদের গাড়ি সহ মোট ৬৪৫ টি গাড়ি কঠিন যাচাই পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করেছে, আর এখন আমরা বলতে পারি আমরা এই অভিযাত্রায় যাচ্ছি।

আপনি সংগঠনের ওয়েবপেজের [11] মাধ্যমে #ডাকার২০১৫ [12] সংক্রান্ত সকল সংবাদ জানতে পারবেন।