- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সেবুর ভাষা বিসায়াতে ৫ টি বহুল ব্যবহৃত শব্দ

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ভ্রমণ, জিভি সামিট ২০১২
Arriving at Cebu's international airport, you'll discover that English is widely spoken. Image from Wikimedia Commons. [1]

সেবুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর আপনি আবিষ্কার করবেন যে সেখানে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ছবিঃ উইকিমিডিয়া কমন্স।

ফিলিপাইনের জাতীয় রাজধানী ম্যানিলার নিনয় আকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর বা সেবুর (গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট যেখানে অনুষ্ঠিত হবে) মাক্টান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিদেশী পর্যটকরা আবিষ্কার করবেন যে সেখানে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত এবং উচ্চারিত হয়।

বিমানবন্দরের সব ধরণের বিজ্ঞাপনী পোস্টার ও ব্যানার সহ সকল ক্ষেত্রে ইংরেজি অনুবাদ ব্যবহার করা হয়েছে। এমনকি বিমানবন্দরের অধিকাংশ কর্মীরা বেশ অনর্গল ইংরেজিতে কথা বলেন। এবং বিমানবন্দর ত্যাগের পরও আপনি সেই সত্যটাই খুঁজে পাবেন, বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পর্যটন হটস্পটগুলোতে।

অধিকাংশ ফিলিপিনোরা জার্মান, স্প্যানিশ, ফরাসি, ইতালীয়, চীনা, জাপানিসহ অন্যান্য ইউরোপীয় বা এশিয়ান ভাষা না জানলেও একটু হলেও ইংরেজীতে কথা বলতে জানেন। সেখানকার স্থানীয়দের মধ্যে দৈনন্দিন কথোপকথনে “হাই”, “হ্যালো” এবং “গুডবাই” বহুল ব্যবহৃত শব্দ। এছাড়াও ট্রাফিক চিহ্ন, সরকারী নথি, বই এবং পত্রিকা এবং নেতৃস্থানীয় সংবাদপত্রের বেশিরভাগই ইংরেজিতে উপস্থাপন করা হয় – আর এটি হচ্ছে দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পৈতৃক সম্পত্তির মতো।

যে পর্যন্ত না আপনি কিছু ইংরেজি জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুরুতর কোন ধরণের ভাষা বাধার সম্মুখীন ছাড়াই শহরের আশেপাশে ভ্রমণ করে আসতে পারবেন।

কিন্তু সেবুর স্থানীয় ভাষা বিসায়া যদি আপনার কিছু হলেও জানা থাকে তবে তা আপনার উপকারে আসতে পারে। তাই এখানে বিসায়া ভাষায় বহুল ব্যবহৃত কিছু উক্তি বা শব্দ দেওয়া হল:

  1. ধন্যবাদ
সালামাত
  1. শুভ সকাল /শুভ  বিকেল / শুভ সন্ধ্যা
মায়ং বুন্টাগ/ মায়ং হাপন/ মায়ং গাবি
  1. অনুগ্রহ করে 
পালিহাগ 
  1. এটা কত?
টাগপিলা নি?
  1. কোথায়_______________?

উদাহরনঃ বাসিলিকা ডেল স্টো নিনো কোথায়?

ডিন/আসাং______________?ডীন আং বাসিলিকা ডেল স্টো নিনো ? আসা আং বাসিলিকা ডেল স্টো নিনো ?

এছাড়াও বহল এবং সিকুইজর এর মতো প্রতিবেশী দ্বীপগুলো এবং নেগ্রস, লেইতি এবং মিন্দানাও দ্বীপের কিছু অংশ বিসায়া ভাষা ব্যবহৃত হয়। তাগালোগ, হিলিগ্যায়নোন, ওয়ারে এবং ইলোকোর সাথে সাথে ফিলিপাইনের পাঁচটি প্রধান আঞ্চলিক ভাষার এটি একটি। জাতীয় ভাষা ফিলিপিনো প্রধানত তাগালোগ ভাষার উপর ভিত্তি করে হলেও এতে অন্যান্য আঞ্চলিক ভাষার শব্দও অন্তর্ভুক্ত হয়েছে। ফিলিপাইনীয় দ্বীপমালা জুড়ে একশরও বেশি ভাষা এবং উপভাষা চালু রয়েছে।  

গ্লোবাল ভয়েসেস সামিট সেশনের [2] সময় ফিলিপাইনীয় আদিবাসী ভাষা সম্পর্কে আপনি আরও জানতে পারবেন।