যেহেতু ১৫ জানুয়ারিতে বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনেই-এর বিচারের রায় প্রদানের প্রেক্ষিতে রাশিয়ার সরকার বিরোধী একটিভিস্ট একত্রিত নাগরিকদের সংগঠিত হয়ে গণবিক্ষোভে প্রদর্শনের ডাক সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, তার কারণে হঠাৎ করে আদালত আগামীকাল ৩০ ডিসেম্বর নাভালনেই-এর বিচারের রায় ঘোষণার দিন ধার্য করে। আর এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অনলাইনে এক নতুন বিক্ষোভ সংগঠিত করা হতে যাচ্ছে।
Приговор завтра в 9 утра https://t.co/1Wh1kx3Fnm pic.twitter.com/PI98QlY55e
— Alexey Navalny (@navalny) 29 декабря 2014
মামলার রায় আগামীকাল সকাল ৯টায়।
প্রথমে বিক্ষোভের দিন ধার্য করা হয়েছিল ১৫ জানুয়ারি, যেদিন অভিযুক্ত নাভালনেই –এর হাতে বিচারের রায় প্রদানের কথা ছিল, এই ঘটনার প্রেক্ষিতে তৈরী করা প্রাথমিক বিক্ষোভ কর্মসূচির ফেসবুক পাতা যখন বিক্ষোভ-এর সংগঠকদের কাছে কোন ধরনের ব্যাখ্যা বা সতর্কতা প্রদান না করে রাশিয়া সরকারী দপ্তরের নির্দেশে ফেসবুক ব্লক করে দেয়, তখন এই নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। আগের পাতা ব্লক করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি পাতার জন্ম হয়, হাজার হাজার রুনেটইকো ব্যবহারকারীর দ্রুত সাড়া দিয় এখানে সমবেত হয়, পরে ফেসবুক এবং টুইটার জানায় যে তারা রাশিয়াতে আর কোন পাতা ব্লক করবে না।
সোমবারের, রুশ এক আদালত, যার এই বিচারের রায় ঘোষণা করার কথা, আকস্মিক ভাবে সেটি ১৫ জানুয়ারি থেকে তারিখ পরিবর্তন করে মঙ্গলবার ৩০ ডিসেম্বর- মস্কো সময় সকাল ৯টায় এই বিচারের রায় প্রদানের তারিখ ঘোষণা করে। বিরোধী দলের জন্য এই তারিখ পরিবর্তন এক বিস্ময় হিসেবে আবির্ভুত হয় এবং বিক্ষোভ ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকার ফলে আদালাতের এক অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে অনেকে প্রতিষ্ঠানটিকে উপহাস করছে। নাভালনেই তার ওয়েবসাইটে ব্যাখ্যা করছে যে, এই ধরনের বিশেষ কিছু মামলার ক্ষেত্রে এভাবে আইন পাল্টে ফেলা সম্ভব।
Как вы знаете, приговор по «делу Ив Роше» был назначен на 15 января. Мне несколько человек сказали «как-то это выглядит странно, могут перенести, сделать раньше и внезапнее», но мы такой вариант не рассматривали, так как он вообще в принципе невозможен.
Но, как оказывается, нет таких исключений, которых нельзя устроить хорошим людям.
5 минут назад всех нас (адвокатов, меня и Олега) уведомили, что оглашение приговора состоится завтра, 30 декабря в 9 часов утра.
যেমনটা আপনারা জানেন যে “ইয়ভএস রোচের –এর মামলায়” রায় প্রদানে তারিখ নির্ধারিত হয়েছিল ১৫ জানুয়ারি, কয়েকজন ব্যক্তি আমাকে বলেছিল,‘এটা বেশ অদ্ভুত দেখাচ্ছে, তারা হয়ত নতুন করে তারিখ নির্ধারণ করতে পারে, তারা এই তারিখ আরো সামনে নিয়ে আনতে পারে, অথবা অস্বাভাবিক কোন তারিখ নির্ধারণ করতে পারে”। কিন্তু আমরা এই ধরনের সম্ভাবনা বিবেচনা করতে পারেনি, বিশেষ করে বাস্তবে এটা ছিল অসম্ভব একটি বিষয়।
কিন্তু দৃশ্যত এমন ধরনের কোন গ্রহণযোগ্যতা নেই, যা কোন ভাল মানুষের জন্য বানানো যেতে পারে না।
৫ মিনিট পূর্বে, আমরা সকলে (আইনজীবী, ওলেগ এবং আমি নিজে) জানাতে পারি যে আগামীকাল ৩০ ডিসেম্বর তারিখে, সকাল ৯ টায় আমাদের মামলার রায় ঘোষণা করা হবে।
আদালতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, ১৫ জানুয়ারি বিক্ষোভের অন্যতম এক সংগঠক ব্লক ফেসবুক বিক্ষোভ কর্মসূচির পাতার নির্মাতা লিওনিদ ভলকভ, আরেকটি অনুমোদনহীন বিক্ষোভের আয়োজন করার জন্য ফেসবুকে এক নতুন কর্মসূচির পাতা তৈরী করেছে, যা আগামীকাল রায় ঘোষণার প্রেক্ষিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
আগামীকালের এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৩,০০০ অংশগ্রহণকারী স্বাক্ষর করেছে । একই সাথে নেট নাগরিকরা মানেঝেনাইয়া স্কোয়ারকে ঘিরে পুলিশি কার্যক্রমের ছবি প্রদর্শন করেছে এবং যদি রুশ কর্তৃপক্ষ ইন্টারনেট এবং যোগাযোগের অন্য মাধ্যম যদি বন্ধ করে দেয় তাহলে এই বিক্ষোভের ক্ষেত্রে কি ভাবে প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ বিনিময় করেছে। নাভালনেই নিজে ফায়ারচ্যাট এ্যাপস ব্যবহারের নিয়ম সম্বন্ধে টুইট করেছে, যা আন্তসংযোগ-যোগাযোগ ব্যবস্থা ভিত্তিক এক নেটওয়ার্ক ব্যবস্থা যা এ বছরের শুরুতে হংকং-এর বিক্ষোভকারীরা ব্যবহার করেছে। খুব শীঘ্রই বোঝা যাবে আগামীকালের বিক্ষোভ প্রতিরোধ অথবা বন্ধ করতে রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী কতদূর পর্যন্ত যেতে পারে।
নাভালনেই এবং তার ভাই ওলেগ একটি ফরাসী প্রসাধনী কোম্পানিকে প্রতারণার করার দায়ে অভিযুক্ত হয়েছে, কিন্তু তারা দাবী করছে যে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারি আইনজীবীরা বিচারকের কাছে আবেদন জানিয়েছে যেন নাভেলনেই এবং ওলেগ-কে যথাক্রমে দশ বছর এবং আট বছরের কারাদণ্ড প্রদান করা হয়।